নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রতিশ্রুতিটা রক্ষা করা হলো না ইমরান খান-মিরাজুল ইসলামদের। নেওয়া হলো না অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে হারের প্রতিশোধ। শোধ তুলতে গিয়ে উল্টো ভারতের কাছে ২-১ গোলে হেরে অনূর্ধ্ব-১৭ সাফের সেমিফাইনাল থেকে বিদায় ঘটে গেছে বাংলাদেশের।
অথচ শ্রীলঙ্কায় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এই ম্যাচটাকে নিয়ে বড় স্বপ্নের কথা শুনিয়ে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক ইমরান। গতকাল ম্যাচের আগেও বলেছিলেন, শোধ তুলতে তাঁরা প্রস্তুত। ভারতের দুর্বলতা-শক্তির জায়গা সম্পর্কে জানা আছে তাদের। ফরোয়ার্ড মিরাজুল ইসলাম বলেছিলেন, অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের মতো ভাঙা হৃদয় নিয়ে তারা ফিরতে চান না দেশে। ফিরতে চান ভারতকে হারিয়ে শিরোপা হাতে করে। তবে মুখের কথা দিয়ে মাঠের ভারত যে হারানো সম্ভব নয়, আজ কলম্বোয় রেসকোর্স স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো টের পেলেন ইমরান-মিরাজরা।
‘বি’ গ্রুপে নেপালের কাছে হেরে রানার্সআপ হয়ে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছিল ভারত। সেটাই বিদায়ের কারণ হয়ে গেল শেষ পর্যন্ত। মাঠের খেলায় একদমই মনে হয়নি ভারত গ্রুপ রানার্সআপ, আর বাংলাদেশ চ্যাম্পিয়ন। আক্রমণ-প্রতিআক্রমণে ভারতের প্রতি মুহূর্তে মার খেয়েছেন ইমরানরা।
ম্যাচের আগে বাংলাদেশের ফুটবলাররা বলেছিলেন, ভারতের খেলার ধরণ তাদের জানা। অথচ মাঠে দেখা গেল উল্টো।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালদ্বীপ ম্যাচে বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলের দৃশ্যটা ভারতের বিপক্ষে প্রথমার্ধের পুরোটা সময় ছিল অনুপস্থিত। প্রতি আক্রমণে ভারতের অর্ধে দুই-এক বার ভীতি ছড়ালেও পরিষ্কার কোনো সুযোগ বের করতে পারেননি মুর্শেদ আলী-মিরাজুল ইসলামরা।
উল্টো ১৬ মিনিটে এগিয়ে যেতে পারত ভারত। বাংলাদেশ গোলরক্ষক সোহানের অসতর্কতাকে কাজে লাগিয়ে দ্রুত এক হেড নিয়েছিলেন থাংলালসোন গাঙ্গতে। বাংলাদেশের ভাগ্য, হেডে বল লক্ষ্যে থাকেনি। এই অর্ধে দুই দলের বড় কোনো আক্রমণ না হলেও সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল ভারতই।
প্রথমার্ধের চাপ ধরে রেখে দ্বিতীয়ার্ধেই সাফল্য তুলে নেয় ভারত। ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে ভারতকে এগিয়ে নেন থাংলালসোন গাঙ্গতে।
৫৯ মিনিটে এই গাঙ্গতের কাছেই দ্বিতীয় গোল হজম করে বসে বাংলাদেশ। গোলের দায়টা সম্পূর্ন ডিফেন্ডার কাঁধেই বর্তায়। ডান প্রান্ত থেকে ভারতীয় অধিনায়ক ভানলাল গুইতের ক্রসে অফসাইডের ফাঁদ ভেঙ্গে ফাঁকায় বল পান গাঙ্গতে। অফসাইড ভেবে প্রতিরোধের খুব বেশি চেষ্টা করেননি বাংলাদেশ গোলরক্ষক সোহান। হেলেদুলে বল জালে জড়ান গাঙ্গতে। রেফারি যখন গোলের বাঁশি শোনার পরই ভুলটা ভাঙ্গে বাংলাদেশের। আর ম্যাচে এই ভুলের খেসারতটাই দিতে হয়েছে তাদের।
দুই মিনিট পরেই অবশ্য এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ভারত ডি-বক্সে ফাউলের শিকার হোন মিরাজুল ইসলাম, রেফারি বাজান পেনাল্টির বাঁশি। নিজেই স্পটকিক নিয়ে দলকে খেলায় ফেরান মিরাজ।
এক গোল হলেই ম্যাচে ফিরবে সমতা, প্রতিপক্ষের অর্ধে তাই হাইপ্রেসিং ফুটবল খেলা শুরু করলেও খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভালো কিছু সুযোগকে কাজে লাগানো যায়নি নিজেদের ভুলের কারণে। ৮৫ মিনিটে পোস্ট বরাবর শট নেওয়ার সুযোগ পেয়েও ভারতীয় ডিফেন্ডারের গায়ে শট মেরেছেন মূর্শেদ আলী। পরের মিনিটে মিরাজের দারুণ এক ক্রসকে কীভাবে কাজে লাগাতে হবে সেটাই ভুলে গেলেন তাঁর সতীর্থরা। নিজেদের ভুল আর সুযোগ কাজে না লাগানোর খেসারত দিতে হলো ভারতের কাছে হেরে আরেকটি সাফ থেকে বিদায় নিয়ে।
প্রতিশ্রুতিটা রক্ষা করা হলো না ইমরান খান-মিরাজুল ইসলামদের। নেওয়া হলো না অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে হারের প্রতিশোধ। শোধ তুলতে গিয়ে উল্টো ভারতের কাছে ২-১ গোলে হেরে অনূর্ধ্ব-১৭ সাফের সেমিফাইনাল থেকে বিদায় ঘটে গেছে বাংলাদেশের।
অথচ শ্রীলঙ্কায় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এই ম্যাচটাকে নিয়ে বড় স্বপ্নের কথা শুনিয়ে গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক ইমরান। গতকাল ম্যাচের আগেও বলেছিলেন, শোধ তুলতে তাঁরা প্রস্তুত। ভারতের দুর্বলতা-শক্তির জায়গা সম্পর্কে জানা আছে তাদের। ফরোয়ার্ড মিরাজুল ইসলাম বলেছিলেন, অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের মতো ভাঙা হৃদয় নিয়ে তারা ফিরতে চান না দেশে। ফিরতে চান ভারতকে হারিয়ে শিরোপা হাতে করে। তবে মুখের কথা দিয়ে মাঠের ভারত যে হারানো সম্ভব নয়, আজ কলম্বোয় রেসকোর্স স্টেডিয়ামে দ্বিতীয়বারের মতো টের পেলেন ইমরান-মিরাজরা।
‘বি’ গ্রুপে নেপালের কাছে হেরে রানার্সআপ হয়ে সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছিল ভারত। সেটাই বিদায়ের কারণ হয়ে গেল শেষ পর্যন্ত। মাঠের খেলায় একদমই মনে হয়নি ভারত গ্রুপ রানার্সআপ, আর বাংলাদেশ চ্যাম্পিয়ন। আক্রমণ-প্রতিআক্রমণে ভারতের প্রতি মুহূর্তে মার খেয়েছেন ইমরানরা।
ম্যাচের আগে বাংলাদেশের ফুটবলাররা বলেছিলেন, ভারতের খেলার ধরণ তাদের জানা। অথচ মাঠে দেখা গেল উল্টো।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও মালদ্বীপ ম্যাচে বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলের দৃশ্যটা ভারতের বিপক্ষে প্রথমার্ধের পুরোটা সময় ছিল অনুপস্থিত। প্রতি আক্রমণে ভারতের অর্ধে দুই-এক বার ভীতি ছড়ালেও পরিষ্কার কোনো সুযোগ বের করতে পারেননি মুর্শেদ আলী-মিরাজুল ইসলামরা।
উল্টো ১৬ মিনিটে এগিয়ে যেতে পারত ভারত। বাংলাদেশ গোলরক্ষক সোহানের অসতর্কতাকে কাজে লাগিয়ে দ্রুত এক হেড নিয়েছিলেন থাংলালসোন গাঙ্গতে। বাংলাদেশের ভাগ্য, হেডে বল লক্ষ্যে থাকেনি। এই অর্ধে দুই দলের বড় কোনো আক্রমণ না হলেও সুযোগ তৈরির ক্ষেত্রে এগিয়ে ছিল ভারতই।
প্রথমার্ধের চাপ ধরে রেখে দ্বিতীয়ার্ধেই সাফল্য তুলে নেয় ভারত। ৫১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে ভারতকে এগিয়ে নেন থাংলালসোন গাঙ্গতে।
৫৯ মিনিটে এই গাঙ্গতের কাছেই দ্বিতীয় গোল হজম করে বসে বাংলাদেশ। গোলের দায়টা সম্পূর্ন ডিফেন্ডার কাঁধেই বর্তায়। ডান প্রান্ত থেকে ভারতীয় অধিনায়ক ভানলাল গুইতের ক্রসে অফসাইডের ফাঁদ ভেঙ্গে ফাঁকায় বল পান গাঙ্গতে। অফসাইড ভেবে প্রতিরোধের খুব বেশি চেষ্টা করেননি বাংলাদেশ গোলরক্ষক সোহান। হেলেদুলে বল জালে জড়ান গাঙ্গতে। রেফারি যখন গোলের বাঁশি শোনার পরই ভুলটা ভাঙ্গে বাংলাদেশের। আর ম্যাচে এই ভুলের খেসারতটাই দিতে হয়েছে তাদের।
দুই মিনিট পরেই অবশ্য এক গোল শোধ দিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। ভারত ডি-বক্সে ফাউলের শিকার হোন মিরাজুল ইসলাম, রেফারি বাজান পেনাল্টির বাঁশি। নিজেই স্পটকিক নিয়ে দলকে খেলায় ফেরান মিরাজ।
এক গোল হলেই ম্যাচে ফিরবে সমতা, প্রতিপক্ষের অর্ধে তাই হাইপ্রেসিং ফুটবল খেলা শুরু করলেও খেলায় ছিল পরিষ্কার পরিকল্পনার অভাব। ভালো কিছু সুযোগকে কাজে লাগানো যায়নি নিজেদের ভুলের কারণে। ৮৫ মিনিটে পোস্ট বরাবর শট নেওয়ার সুযোগ পেয়েও ভারতীয় ডিফেন্ডারের গায়ে শট মেরেছেন মূর্শেদ আলী। পরের মিনিটে মিরাজের দারুণ এক ক্রসকে কীভাবে কাজে লাগাতে হবে সেটাই ভুলে গেলেন তাঁর সতীর্থরা। নিজেদের ভুল আর সুযোগ কাজে না লাগানোর খেসারত দিতে হলো ভারতের কাছে হেরে আরেকটি সাফ থেকে বিদায় নিয়ে।
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২১ মিনিট আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে