ক্রীড়া ডেস্ক
ঢাকা: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর ঠিক নায়ক হওয়ার মঞ্চ না হলেও ফ্রান্সের রক্ষাকর্তা হতে পারতেন এমবাপ্পে। রক্ষা তো করতে পারলেনই না, উল্টো তাঁর পেনাল্টি মিসেই শেষ ষোলোতে বিদায় ফরাসিদের। পেনাল্টি মিসের পর মানসিকভাবে ভেঙে পড়া সতীর্থদের সমর্থন পাচ্ছেন, এমবাপ্পেকে সাহস জুগিয়েছেন কিংবদন্তি পেলেও।
এই পেনাল্টি মিসেই শেষ নয়। পুরো ইউরোতে নিজেকে হারিয়ে খুঁজেছেন এমবাপ্পে। ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্টে ৪ ম্যাচে একটি গোলও করতে পারেননি এই ফরোয়ার্ড। কাল সুইজারল্যান্ড ম্যাচের আগে ছিল না একটি অ্যাসিস্টও। করিম বেনজেমাকে দিয়ে গোল করিয়ে একমাত্র অ্যাসিস্টটি করেন কাল সুইজারল্যান্ড ম্যাচে। পুরো ম্যাচে সতীর্থদের ৯৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন। তবে নিজে গোলপোস্টের ঠিকানা খুঁজে পাননি। গোল পেতে ছয়টি শট নিলেও একটি রাখতে পারেননি পোস্টে। গোল মিসের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। পাশে পেয়েছেন সতীর্থ, কোচ এমনকি ব্রাজিল কিংবদন্তি পেলেকেও। টুইটারে পেলে লিখেছেন, ‘মাথা উঁচু রাখ, কিলিয়ান! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’
ইউরোতে চার ম্যাচে ৩৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। বলের সঙ্গে পায়ের স্পর্শ ছিল ১৮৩ বার। সতীর্থদের উদ্দেশ্য বাড়ানো ৯৬টি পাসের ৮৪টি ঠিকঠাক দিতে পেরেছিলেন। যার ১৯টি সামনের দিকে ৫৪টি পাশাপাশি পাস। প্রতিপক্ষ খেলোয়াড়েরা এমবাপ্পে থেকে বল কেড়ে নিয়েছেন ৬২ বার। গোলের জন্য মোট শট নিয়েছেন ১২ টি। পোস্টে রাখতে পেরেছেন তিনটি। শতাংশের হিসেবে ২৫ ভাগ নির্ভুল ছিলেন এমবাপ্পে।
ঢাকা: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর ঠিক নায়ক হওয়ার মঞ্চ না হলেও ফ্রান্সের রক্ষাকর্তা হতে পারতেন এমবাপ্পে। রক্ষা তো করতে পারলেনই না, উল্টো তাঁর পেনাল্টি মিসেই শেষ ষোলোতে বিদায় ফরাসিদের। পেনাল্টি মিসের পর মানসিকভাবে ভেঙে পড়া সতীর্থদের সমর্থন পাচ্ছেন, এমবাপ্পেকে সাহস জুগিয়েছেন কিংবদন্তি পেলেও।
এই পেনাল্টি মিসেই শেষ নয়। পুরো ইউরোতে নিজেকে হারিয়ে খুঁজেছেন এমবাপ্পে। ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্টে ৪ ম্যাচে একটি গোলও করতে পারেননি এই ফরোয়ার্ড। কাল সুইজারল্যান্ড ম্যাচের আগে ছিল না একটি অ্যাসিস্টও। করিম বেনজেমাকে দিয়ে গোল করিয়ে একমাত্র অ্যাসিস্টটি করেন কাল সুইজারল্যান্ড ম্যাচে। পুরো ম্যাচে সতীর্থদের ৯৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন। তবে নিজে গোলপোস্টের ঠিকানা খুঁজে পাননি। গোল পেতে ছয়টি শট নিলেও একটি রাখতে পারেননি পোস্টে। গোল মিসের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। পাশে পেয়েছেন সতীর্থ, কোচ এমনকি ব্রাজিল কিংবদন্তি পেলেকেও। টুইটারে পেলে লিখেছেন, ‘মাথা উঁচু রাখ, কিলিয়ান! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’
ইউরোতে চার ম্যাচে ৩৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। বলের সঙ্গে পায়ের স্পর্শ ছিল ১৮৩ বার। সতীর্থদের উদ্দেশ্য বাড়ানো ৯৬টি পাসের ৮৪টি ঠিকঠাক দিতে পেরেছিলেন। যার ১৯টি সামনের দিকে ৫৪টি পাশাপাশি পাস। প্রতিপক্ষ খেলোয়াড়েরা এমবাপ্পে থেকে বল কেড়ে নিয়েছেন ৬২ বার। গোলের জন্য মোট শট নিয়েছেন ১২ টি। পোস্টে রাখতে পেরেছেন তিনটি। শতাংশের হিসেবে ২৫ ভাগ নির্ভুল ছিলেন এমবাপ্পে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৩ মিনিট আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
৩৫ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
১ ঘণ্টা আগে