কনসার্টে ‘বন্দুকযুদ্ধে’ ফুটবলারের স্ত্রীর মৃত্যু

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

কনসার্ট দেখতে গিয়ে ‘বন্দুকযুদ্ধের’ মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন প্যারাগুয়ের শীর্ষ এক ফুটবলারের স্ত্রী। ক্রিস্টিনা ভিতা আরান্দা নামের সেই নারী ক্লাব অলিম্পিয়ার ফুটবলার ইভান তোরেসের স্ত্রী। ক্রিস্টিনা পেশায় একজন মডেল। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, অলিম্পিয়ার লেফট-ব্যাক তোরেসও সেই কনসার্টে উপস্থিত ছিলেন বলে। গুলিবিদ্ধ স্ত্রীকে হাসপাতালে নিতে সহায়তাও করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। 

কদিন আগেই তোরেসের সঙ্গে ১০ বছরের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দেন ক্রিস্টিনা। 

জানা গেছে, প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের হোসে ফ্লোরেস অ্যাম্ফিথিয়েটারে ‘বন্দুকযুদ্ধের’ এই ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। 

কদিন পরেই বিচ্ছেদ হওয়ার কথা ছিল তোরেস-ক্রিস্টিনারক্রিস্টিনা ছাড়া মার্কোস ইগনাসিও রোহাস নামে আরও এক ব্যক্তি এই ঘটনায় মারা গেছেন। এ ছাড়া ২৩ থেকে ৪০ বছর বয়সী আরও চারজন ‘বন্দুকযুদ্ধে’ আহত হয়েছেন। বর্তমানে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

প্যারাগুয়ের ক্লাব চেরো পোর্টেনোর হয়ে ক্যারিয়ার শুরু করেন ইভান। ২০১৪ সালের ডিসেম্বর থেকে অলিম্পিয়ার হয়ে খেলছেন তিনি। ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় তিনি অক্ষত থাকলেও স্ত্রীর মৃত্যুতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। 

সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্রিস্টিনা বেশ জনপ্রিয় মুখ। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার। মৃত্যু চারদিন আগেও ইনস্টগ্রামে নিজের ব্যায়াম করার ছবি পোস্ট করেন তিনি। এর মাঝে তোরেস ও ক্রিস্টিনা দম্পতির বিচ্ছেদের খবরও ছড়িয়ে পড়ে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত