ক্রীড়া ডেস্ক
সান্তিয়াগো বার্নাব্যুতে চোখের নোনাজল ফেলে আসা কাসেমিরো ওল্ড ট্রাফোর্ডে পা রাখতেই মুখে সে কী চওড়া হাসি! ব্রাজিলের তারকা মিডফিল্ডারকে সাদর সম্ভাষণ জানাতেও দেরি করেনি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা।
কাসেমিরো এমন রাতে রেড ডেভিলদের ডেরায় এসেছেন, যে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসেরই সবচেয়ে বড় দ্বৈরথ; তাতে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে তাঁর নতুন দল ম্যান ইউনাইটেড। ভিআইপি গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করতে পারায় বেশ উচ্ছ্বসিত তিনি।
পরের ম্যাচ থেকে উচ্ছ্বাসটা অবশ্য মাঠে নেমেই করতে চান কাসেমিরো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুনর্মিলনেও তর সইছে না তাঁর। যদিও এরিক টেন হাগের শুরুর একাদশে ব্রাত্য হয়ে পড়া রোনালদো ক্লাব ছাড়তে আরও সপ্তাহখানেক সময় পাচ্ছেন। তবে রিয়ালে থাকতেই কাসেমিরো বলে এসেছেন, পর্তুগিজ মহাতারকার সঙ্গে আবারও বন্ধন গড়ে তোলার অপেক্ষায় তিনি। ম্যান ইউনাইটেডে এসেও সে কথাই বললেন, ‘রোনালদোর সঙ্গে এখনো (গত রাত পর্যন্ত) আমার কথা হয়নি। ওর সঙ্গে আবার খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি। ও অবিশ্বাস্য খেলোয়াড়, বিশ্বসেরাদের একজন। আশা করি ও থেকে যাবে (ওল্ড ট্রাফোর্ডে)।’
রিয়াল মাদ্রিদে কিংবদন্তি সব কোচের সান্নিধ্য পেয়েছেন কাসেমিরো। ২০১৩ সালে হোসে মরিনহোকে দিয়ে শুরু। সময়ের পরিক্রমায় সেখানে আরও পেয়েছেন জিনেদিন জিদান-কার্লো আনচেলত্তিদের মতো ‘মাস্টারমাইন্ড’দের। এবার এরিক টেন হাগের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে উন্মুখ ৩০ বছর বয়সী মিডফিল্ডার, ‘ক্যারিয়ারে অনেক বড় মাপের ম্যানেজারদের সঙ্গে কাজ করেছি। এরিক (টেন হাগ) ও তাঁর স্টাফদের সঙ্গেও সামনের সময়গুলোতে নিবিড়ভাবে কাজ করতে আমি উন্মুখ।’
সান্তিয়াগো বার্নাব্যুতে চোখের নোনাজল ফেলে আসা কাসেমিরো ওল্ড ট্রাফোর্ডে পা রাখতেই মুখে সে কী চওড়া হাসি! ব্রাজিলের তারকা মিডফিল্ডারকে সাদর সম্ভাষণ জানাতেও দেরি করেনি ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকেরা।
কাসেমিরো এমন রাতে রেড ডেভিলদের ডেরায় এসেছেন, যে রাতে ইংলিশ প্রিমিয়ার লিগ ইতিহাসেরই সবচেয়ে বড় দ্বৈরথ; তাতে লিভারপুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে তাঁর নতুন দল ম্যান ইউনাইটেড। ভিআইপি গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করতে পারায় বেশ উচ্ছ্বসিত তিনি।
পরের ম্যাচ থেকে উচ্ছ্বাসটা অবশ্য মাঠে নেমেই করতে চান কাসেমিরো। সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পুনর্মিলনেও তর সইছে না তাঁর। যদিও এরিক টেন হাগের শুরুর একাদশে ব্রাত্য হয়ে পড়া রোনালদো ক্লাব ছাড়তে আরও সপ্তাহখানেক সময় পাচ্ছেন। তবে রিয়ালে থাকতেই কাসেমিরো বলে এসেছেন, পর্তুগিজ মহাতারকার সঙ্গে আবারও বন্ধন গড়ে তোলার অপেক্ষায় তিনি। ম্যান ইউনাইটেডে এসেও সে কথাই বললেন, ‘রোনালদোর সঙ্গে এখনো (গত রাত পর্যন্ত) আমার কথা হয়নি। ওর সঙ্গে আবার খেলতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছি। ও অবিশ্বাস্য খেলোয়াড়, বিশ্বসেরাদের একজন। আশা করি ও থেকে যাবে (ওল্ড ট্রাফোর্ডে)।’
রিয়াল মাদ্রিদে কিংবদন্তি সব কোচের সান্নিধ্য পেয়েছেন কাসেমিরো। ২০১৩ সালে হোসে মরিনহোকে দিয়ে শুরু। সময়ের পরিক্রমায় সেখানে আরও পেয়েছেন জিনেদিন জিদান-কার্লো আনচেলত্তিদের মতো ‘মাস্টারমাইন্ড’দের। এবার এরিক টেন হাগের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে উন্মুখ ৩০ বছর বয়সী মিডফিল্ডার, ‘ক্যারিয়ারে অনেক বড় মাপের ম্যানেজারদের সঙ্গে কাজ করেছি। এরিক (টেন হাগ) ও তাঁর স্টাফদের সঙ্গেও সামনের সময়গুলোতে নিবিড়ভাবে কাজ করতে আমি উন্মুখ।’
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
২ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে