ভিনি ব্যালন ডি’অর না পাওয়া, অবশেষে মুখ খুললেন ব্রাজিল কোচ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৫: ৩৭
Thumbnail image
ভিনিসিয়ুস ব্যালন ডি’অর না পাওয়া অন্যায় বলছেন দরিভাল জুনিয়র। ছবি: এএফপি

কদিন ধরেই আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়রের ব্যালন ডি’অর না পাওয়া প্রসঙ্গ। ব্রাজিল ও রিয়াল মাদ্রিদ সমর্থক, সতীর্থ, সাবেক ও বর্তমান ফুটবলারদের অনেকেই ভিনি ব্যালন ডি’অর না জেতায় অবাক হয়েছেন। এ প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

এবারের ব্যালন ডি’অর ভিনিসিয়ুসেরই পাওয়া উচিত ছিল বলে মনে করেন দরিভাল। ব্রাজিল কোচের মতে, ভিনি পুরস্কার না পেলেও মানুষের ভালোবাসা ও সম্মান ঠিকই পেয়েছেন। গতকাল বিশ্বকাপে বাছাইয়ের নিজেদের পরবর্তী দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ।

দল ঘোষণার সময়ই উঠে আসে ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়ার প্রসঙ্গ। দলের আক্রমণের মধ্যমণিকে নিয়ে দরিভাল বলেন, ‘ওর সঙ্গে আগের দিন কথা হয়েছিল আমার। পরে আর কথা হয়নি। সামনাসামনি কথা বলতে হবে।’

এটা অন্যায় বলছেন দরিভাল, ‘আমার মতে এটা অন্যায়। খুবই অন্যায্য একটা পরিস্থিতি, বিশেষ করে এটা যখন একটা ব্যক্তিগত পুরস্কার। যে পুরস্কার জিতেছে, তার বিরুদ্ধে আমার কিছু বলার নেই। বরং উল্টোটা, স্প্যানিশ ফুটবলের দারুণ একজন ফুটবলারের স্বীকৃতি এটি। তবে ভিনিসিয়ুস যা করেছে, তার প্রাপ্য ছিল অন্য রকম স্বীকৃতি।’

দরিভাল মনে করেন, ব্যালন ডি’অরের চেয়ে বড় পুরস্কার মানুষের সম্মান পেয়েছেন ভিনি। ব্রাজিল কোচ বলেছেন, ‘সবচেয়ে বড় যে পুরস্কার ভিনিসিয়ুস জিতেছে, তা হলো মানুষের স্বীকৃতি ও সম্মান। ব্রাজিলের বেশির ভাগ মানুষ বুঝতে পেরেছে, পুরস্কারটি যার প্রাপ্য ছিল, তার সঙ্গে অন্যায় করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত