ক্রীড়া ডেস্ক
আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হয়ে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার শেষ মুহূর্তের দারুণ এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গত রাতে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ।
প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যেই ২ গোল হজম করে বসে ম্যানইউ। আতালান্তার হয়ে ১৫ মিনিটের সময় প্রথম গোলটি করেন মারিও পাসালিচ। ২৮ মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে নিস্তব্ধ করে দ্বিতীয় গোলটি করেন মেরিহ ডেমিরাল। ঘরের মাঠে হার তখন চোখ রাঙাচ্ছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটিকে।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে ম্যানইউ। এই ধারাবাহিকতায় পেয়ে যায় প্রথম গোলও। ৫৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের পা থেকে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকেরা। মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক পাস ধরে গোল করেন এই ফরোয়ার্ড। চোট থেকে ফেরার পর শেষ দুই ম্যাচেই গোলের দেখা পেলেন রাশফোর্ড।
৭৫ মিনিটের সময় ম্যানইউকে সমতায় ফেরান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। ডান প্রান্ত থেকে আসা জাদন সানচোর ক্রস এডিনসন কাভানির আলতো ছোঁয়ায় চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা ম্যাগুইয়ার কাছে। জোরালো শটে গোল করতে ভুল করেননি এই ইংলিশ তারকা।
ইউনাইটেডের জয়সূচক গোলটা রোনালদোর। ৮১ মিনিটে বাঁ প্রান্ত থেকে লুক শর দুর্দান্ত এক ক্রস লাফিয়ে উঠে হেডে জালে জড়ান রোনালদো। এই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় ম্যানইউর।
গত রাতে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিও পেয়েছে বড় জয়। গ্রুপ ‘এইচ’-এর খেলায় দুর্বল মালমোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লুজরা। স্টামফোর্ড ব্রিজে দলের জয়ে জোড়া গোল করেছেন ব্যালন ডিঅরের দৌড়ে থাকা জর্জিনহো। দুটিই পেনাল্টি থেকে। চেলসির হয়ে বাকি গোল দুটি আন্দ্রেয়াস ক্রিস্টিনসের ও কাই হাভার্টজের।
আবারও ম্যানচেস্টার ইউনাইটেডের ত্রাণকর্তা হয়ে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার শেষ মুহূর্তের দারুণ এক গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশ ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গত রাতে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ।
প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যেই ২ গোল হজম করে বসে ম্যানইউ। আতালান্তার হয়ে ১৫ মিনিটের সময় প্রথম গোলটি করেন মারিও পাসালিচ। ২৮ মিনিটে ওল্ড ট্রাফোর্ডকে নিস্তব্ধ করে দ্বিতীয় গোলটি করেন মেরিহ ডেমিরাল। ঘরের মাঠে হার তখন চোখ রাঙাচ্ছিল প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দলটিকে।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে ম্যানইউ। এই ধারাবাহিকতায় পেয়ে যায় প্রথম গোলও। ৫৩ মিনিটে মার্কাস রাশফোর্ডের পা থেকে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকেরা। মাঝমাঠ থেকে ব্রুনো ফার্নান্দেজের দারুণ এক পাস ধরে গোল করেন এই ফরোয়ার্ড। চোট থেকে ফেরার পর শেষ দুই ম্যাচেই গোলের দেখা পেলেন রাশফোর্ড।
৭৫ মিনিটের সময় ম্যানইউকে সমতায় ফেরান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। ডান প্রান্ত থেকে আসা জাদন সানচোর ক্রস এডিনসন কাভানির আলতো ছোঁয়ায় চলে যায় ফাঁকায় দাঁড়িয়ে থাকা ম্যাগুইয়ার কাছে। জোরালো শটে গোল করতে ভুল করেননি এই ইংলিশ তারকা।
ইউনাইটেডের জয়সূচক গোলটা রোনালদোর। ৮১ মিনিটে বাঁ প্রান্ত থেকে লুক শর দুর্দান্ত এক ক্রস লাফিয়ে উঠে হেডে জালে জড়ান রোনালদো। এই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত হয় ম্যানইউর।
গত রাতে বর্তমান চ্যাম্পিয়ন চেলসিও পেয়েছে বড় জয়। গ্রুপ ‘এইচ’-এর খেলায় দুর্বল মালমোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্লুজরা। স্টামফোর্ড ব্রিজে দলের জয়ে জোড়া গোল করেছেন ব্যালন ডিঅরের দৌড়ে থাকা জর্জিনহো। দুটিই পেনাল্টি থেকে। চেলসির হয়ে বাকি গোল দুটি আন্দ্রেয়াস ক্রিস্টিনসের ও কাই হাভার্টজের।
স্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে হাসান মাহমুদের পথচলা শুরু ২০২০ সালের মার্চে। তবে টেস্টে তাঁর অভিষেক ২০২৪ সালেই। ক্রিকেটের রাজকীয় সংস্করণে মাত্র ৮ মাসেই গড়েছেন একের পর এক রেকর্ড। নিয়মিত উইকেট নেওয়া হাসান এবার তাড়া করছেন সাকিব আল হাসানকে।
৩ ঘণ্টা আগে