ক্রীড়া ডেস্ক
এক ম্যাচকে ঘিরে কত আলোচনা-সমালোচনা। সমকামিতার পক্ষে ওয়ান লাভ আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নিয়েও শেষে ফিফার হুমকিতে ইংল্যান্ডের ফুটবলারদের পিছিয়ে যাওয়া। ইংলিশরা থামতেই বিতর্ক উসকে দিলেন ইরানি ফুটবলাররা। নিজ দেশের জাতীয় সংগীত গাইতে গিয়ে ইরানি ফুটবলাররা নিশ্চুপ-নিশ্চল!
বিতর্ক থামতেই মানসিকভাবে বিধ্বস্ত ইরানকে নিয়ে একপ্রকার ছেলেখেলাই করেছে ইংল্যান্ড। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ইরানের জালে গোল উৎসব করে ৬-২ ব্যবধানে জিতেছে হ্যারি কেনের দল। আর্সেনালের ফর্ম জাতীয় দলে টেনে এনে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। বাকি চার গোল জুড বেলিংহাম, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড ও জ্যাক গ্রিলিশের।
আর্মব্যান্ড পরা নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো চাপ ছিল না ইংল্যান্ডের ফুটবলারদের। তবে ইরানিরা যা করেছেন, সেদেশের নিয়ম মানলে তাদের সামনে কঠিন শাস্তির চোখ রাঙানি। সেই রাঙানি উপেক্ষা করে ম্যাচটাকে রাঙানোর যেই সুযোগটা পেয়েছিল ইরান সেটা একপ্রকার কেড়েই নিল ইংল্যান্ড।
ইরান যে ম্যাচে বড় রকমের ধাক্কা খাবে সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তাদের সাজানো একাদশ থেকেই। দেশে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা জানানো দলের সেরা তারকা সরদার আজমুনকে শুরুর একাদশেই রাখেননি ইরান কোচ কার্লোস কুইরোজ। বিতর্ক ঠেলে ম্যাচটা মাঠে গড়াতেই আরও ধাক্কা দলটিতে। সতীর্থ মাজিদ হোসেইনির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হোন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। ১০ মিনিট শুশ্রূষা শেষে খেলা শুরু করলেও পরে নিজেই মাঠ ছাড়ার আবেদন জানান বেইরানভান্দ। ১৯ মিনিটে দলের সেরা গোলরক্ষককে হারিয়ে মাথায় হাত ইরান কোচের।
বদলি গোলরক্ষক সৈয়দ হোসেন হোসাইনি মাঠে নামতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইরানের রক্ষণ। ৩২ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের হেড ক্রসবারে আটকালেও তিন মিনিট পরেই গোল উৎসবের সূচনা করে ইংল্যান্ড। ‘টিনএজ সেনসেশন’ জুড বেলিংহাম। বল দেওয়া-নেওয়া করে ইরানের ডি-বক্সে ফাঁকা জায়গা তৈরি করেছিলেন ইংলিশ ফুটবলাররা। সুযোগটাকে কাজে লাগিয়ে যাকে পাস বাড়ান লুক শ সেই বেলিংহাম ছিলেন ফাঁকাতেই। ইরানি ডিফেন্ডারকে হোসাইনি ফাঁকি দিয়ে বলটা সোজা জালে পাঠান বরুসিয়া তারকা।
ইরানিদের মনোবল যতটুকু তাও ছিল, ৪৩ মিনিটে সেটাও ভেঙে দেন বুকায়ো সাকা। কর্নার থেকে ম্যাগুয়েরের হেড থেকে এবার ফাঁকায় বল পান সাকা। প্রথম সুযোগেই ভলিতে বল জালে পাঠান আর্সেনাল তারকা।
প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করেন রাহিম স্টার্লিং। ডান প্রান্ত থেকে হ্যারি কেনের থালায় সাজানো ক্রসকে দুর্দান্ত প্লেসিংয়ে গোল তুলে নেন স্টার্লিং। দ্বিতীয়ার্ধ খানিকটা ঢিমেতালে শুরু হলেও আবারও গোল উল্লাস ইংলিশ শিবিরে। ৬২ মিনিটে চোখের প্রশান্তি এনে দেওয়া এক গোল করলেন বুকায়ো সাকা। ইরানি ডি-বক্সে চার খেলোয়াড়ের মাঝ দিয়ে তাঁর বাঁ পায়ের শট গোলরক্ষককে দর্শক বানিয়ে জড়ায় জালে।
তিন মিনিট পরেই এক গোল শোধ দিয়ে নিজেদের মান কিছুটা হলেও রেখেছে ইরান। আলি নোজাদেহর পাস থেকে প্লেসিং শটে এক গোল শোধ দেন মেহেদি তারেমি।
৭০ মিনিটে জোড়া গোল করা সাকাকে উঠিয়ে মার্কাস রাশফোর্ডকে নামান ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। মাঠে নেমে প্রথমবার বলে পা লাগিয়েই হ্যারি কেনের পাস থেকে গোল তুলে নেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
ম্যাচের প্রথম পাঁচ গোলের সবগুলোই করেছিলেন চার কৃষ্ণাঙ্গ ফুটবলার। ৯০ মিনিটে ষষ্ঠ গোলে শ্বেতাঙ্গদের দায় মেটালেন বদলি ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ। আরেক বদলি কালাম উইলসনের বানিয়ে দেওয়া সুযোগে হেলেদুলেও গোল পেয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ইরানের গোলের ব্যবধান কমান মেহেদি তারেমি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
এক ম্যাচকে ঘিরে কত আলোচনা-সমালোচনা। সমকামিতার পক্ষে ওয়ান লাভ আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত নিয়েও শেষে ফিফার হুমকিতে ইংল্যান্ডের ফুটবলারদের পিছিয়ে যাওয়া। ইংলিশরা থামতেই বিতর্ক উসকে দিলেন ইরানি ফুটবলাররা। নিজ দেশের জাতীয় সংগীত গাইতে গিয়ে ইরানি ফুটবলাররা নিশ্চুপ-নিশ্চল!
বিতর্ক থামতেই মানসিকভাবে বিধ্বস্ত ইরানকে নিয়ে একপ্রকার ছেলেখেলাই করেছে ইংল্যান্ড। খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে ইরানের জালে গোল উৎসব করে ৬-২ ব্যবধানে জিতেছে হ্যারি কেনের দল। আর্সেনালের ফর্ম জাতীয় দলে টেনে এনে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে জোড়া গোল করেছেন বুকায়ো সাকা। বাকি চার গোল জুড বেলিংহাম, রাহিম স্টার্লিং, মার্কাস রাশফোর্ড ও জ্যাক গ্রিলিশের।
আর্মব্যান্ড পরা নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো চাপ ছিল না ইংল্যান্ডের ফুটবলারদের। তবে ইরানিরা যা করেছেন, সেদেশের নিয়ম মানলে তাদের সামনে কঠিন শাস্তির চোখ রাঙানি। সেই রাঙানি উপেক্ষা করে ম্যাচটাকে রাঙানোর যেই সুযোগটা পেয়েছিল ইরান সেটা একপ্রকার কেড়েই নিল ইংল্যান্ড।
ইরান যে ম্যাচে বড় রকমের ধাক্কা খাবে সেটার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল তাদের সাজানো একাদশ থেকেই। দেশে সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা জানানো দলের সেরা তারকা সরদার আজমুনকে শুরুর একাদশেই রাখেননি ইরান কোচ কার্লোস কুইরোজ। বিতর্ক ঠেলে ম্যাচটা মাঠে গড়াতেই আরও ধাক্কা দলটিতে। সতীর্থ মাজিদ হোসেইনির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আহত হোন গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। ১০ মিনিট শুশ্রূষা শেষে খেলা শুরু করলেও পরে নিজেই মাঠ ছাড়ার আবেদন জানান বেইরানভান্দ। ১৯ মিনিটে দলের সেরা গোলরক্ষককে হারিয়ে মাথায় হাত ইরান কোচের।
বদলি গোলরক্ষক সৈয়দ হোসেন হোসাইনি মাঠে নামতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইরানের রক্ষণ। ৩২ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের হেড ক্রসবারে আটকালেও তিন মিনিট পরেই গোল উৎসবের সূচনা করে ইংল্যান্ড। ‘টিনএজ সেনসেশন’ জুড বেলিংহাম। বল দেওয়া-নেওয়া করে ইরানের ডি-বক্সে ফাঁকা জায়গা তৈরি করেছিলেন ইংলিশ ফুটবলাররা। সুযোগটাকে কাজে লাগিয়ে যাকে পাস বাড়ান লুক শ সেই বেলিংহাম ছিলেন ফাঁকাতেই। ইরানি ডিফেন্ডারকে হোসাইনি ফাঁকি দিয়ে বলটা সোজা জালে পাঠান বরুসিয়া তারকা।
ইরানিদের মনোবল যতটুকু তাও ছিল, ৪৩ মিনিটে সেটাও ভেঙে দেন বুকায়ো সাকা। কর্নার থেকে ম্যাগুয়েরের হেড থেকে এবার ফাঁকায় বল পান সাকা। প্রথম সুযোগেই ভলিতে বল জালে পাঠান আর্সেনাল তারকা।
প্রথমার্ধেই ব্যবধান ৩-০ করেন রাহিম স্টার্লিং। ডান প্রান্ত থেকে হ্যারি কেনের থালায় সাজানো ক্রসকে দুর্দান্ত প্লেসিংয়ে গোল তুলে নেন স্টার্লিং। দ্বিতীয়ার্ধ খানিকটা ঢিমেতালে শুরু হলেও আবারও গোল উল্লাস ইংলিশ শিবিরে। ৬২ মিনিটে চোখের প্রশান্তি এনে দেওয়া এক গোল করলেন বুকায়ো সাকা। ইরানি ডি-বক্সে চার খেলোয়াড়ের মাঝ দিয়ে তাঁর বাঁ পায়ের শট গোলরক্ষককে দর্শক বানিয়ে জড়ায় জালে।
তিন মিনিট পরেই এক গোল শোধ দিয়ে নিজেদের মান কিছুটা হলেও রেখেছে ইরান। আলি নোজাদেহর পাস থেকে প্লেসিং শটে এক গোল শোধ দেন মেহেদি তারেমি।
৭০ মিনিটে জোড়া গোল করা সাকাকে উঠিয়ে মার্কাস রাশফোর্ডকে নামান ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। মাঠে নেমে প্রথমবার বলে পা লাগিয়েই হ্যারি কেনের পাস থেকে গোল তুলে নেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
ম্যাচের প্রথম পাঁচ গোলের সবগুলোই করেছিলেন চার কৃষ্ণাঙ্গ ফুটবলার। ৯০ মিনিটে ষষ্ঠ গোলে শ্বেতাঙ্গদের দায় মেটালেন বদলি ফরোয়ার্ড জ্যাক গ্রিলিশ। আরেক বদলি কালাম উইলসনের বানিয়ে দেওয়া সুযোগে হেলেদুলেও গোল পেয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ইরানের গোলের ব্যবধান কমান মেহেদি তারেমি।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
অ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
১ ঘণ্টা আগেহচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
৩ ঘণ্টা আগে