‘রোনালদো সেখানে আছে, কিন্তু সে আমাকে চায় না’

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১০: ৫৫
Thumbnail image

অনেক খেলোয়াড়ই আছেন, যাঁরা ইউরোপীয় ফুটবলে নির্দ্বিধায় আরও কয়েক বছর খেলতে পারতেন। কিন্তু বয়স ও ফর্মে থাকা অবস্থায়ও শীর্ষ প্রতিযোগিতা থেকে সরিয়ে নিয়ে সৌদি আরব, চীন কিংবা মেজর লিগ সকারে নাম লিখিয়েছেন। 

তবে অনেকের সঙ্গে এই পথে নেই হুয়ান কুয়াদ্রাদো। গেল মে মাসে ৩৫ বছর পূর্ণ করলেও এখনো খেলে যেতে চান ইউরোপীয় ফুটবলে। এ জন্যই সৌদি আরবের ফুটবলে যুক্ত হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছেন কলম্বিয়ান উইঙ্গার। সঙ্গে মজা করে তিনি বলেছেন, ‘রোনালদো সেখানে আছে, কিন্তু সে চায় না তার সঙ্গে যোগ দিই।’ 

সর্বশেষ মাসেই জুভেন্টাসের সঙ্গে ৮ বছরের দীর্ঘ পথচলা শেষ হয়েছে কুয়াদ্রাদোর। নতুন করে কোনো চুক্তি করেনি দুই পক্ষই। তাই ফ্রি এজেন্ট যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। সে হিসাবে গুঞ্জন উঠেছিল সৌদি আরবে যেতে পারেন। তবে সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সাবেক চেলসি উইঙ্গার। 

ইতালির সংবাদমাধ্যম কোরিয়েরে ডেলো স্পোর্টকে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় মজা করে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে, আমার এখনো প্যাশন আছে এবং প্রতিযোগিতা করতে পছন্দ করি। রোনালদো সেখানে আছে, কিন্তু সে চায় না তার সঙ্গে যোগ দিই। মজা করছি!’ 

জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়লেও এখনো ইউরোপীয় ফুটবলে অনেক বিকল্প পথ রয়েছে বলে জানিয়েছেন কুয়াদ্রাদো। তিনি বলেছেন, ‘খুবই স্বস্তি বোধ করছি, কোনটা ভালো তা ভেবে এবং সিদ্ধান্তগুলো নিয়ে ঈশ্বরের কাছে সহায়তা চাইছি। আমার এজেন্ট আন্দ্রে মার্তিনেজ ছিলেন এবং বিভিন্ন পরিস্থিতি নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছেন। অবশ্যই বিকল্প আছে এবং আমরা বিশ্লেষণ করব কোনটি সেরা।’ 

শুধু ইউরোপীয় ফুটবলেই খেলতে চান না, সামনে ২০২৬ বিশ্বকাপে খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন কুয়াদ্রাদো। জুভেন্টাসের হয়ে ৩১৪ ম্যাচে ২৬ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ৬৫টি। গোল ও অ্যাসিস্ট আরও বাড়তে পারত, শেষ দিকে ডিফেন্ডার হিসেবে খেলায় তা আর হয়নি। এ সময় তিনি ‘তুরিনের বুড়িদের’ পাঁচটি সিরি আ, চারটি কোপা ইতালিয়া ও দুটি সুপার ইতালিয়ান কাপ জিতেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত