নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন মেসিদের কোচ 

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১১: ২০
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১১: ৪৬

লিগ ওয়ানে এই বছরে যেন ধারাবাহিকভাবে পারফর্ম করতে ভুলে গেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। গতকাল পার্ক দে প্রিন্সেসে রেইমসের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া করেছে পিএসজি। নিজেদের পারফরম্যান্স নিয়ে তাই অসন্তুষ্ট পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। 

কাতার বিশ্বকাপের পর লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমার—এই তিন তারকা ফুটবলার নিয়ে গতকাল প্রথম লিগ ওয়ান খেলতে নেমেছিল পিএসজি। প্রথমার্ধে পিএসজি-রেইমস ছিল গোলশূন্য ড্র। দ্বিতীয়ার্ধে প্যারিসিয়ানদের এগিয়ে যেতে খুব একটা সময় লাগেনি। হুয়ান বার্নাতের অ্যাসিস্টে ৫১ মিনিটে গোল করেন নেইমার। এরপর ৫৯ মিনিটে মার্কো ভেরাত্তি লাল কার্ড দেখলে পিএসজি হয়ে যায় দশ জনের দল। নিশ্চিত জয়ের সুবাতাস যখন পিএসজি পাচ্ছিল, তখনই সবকিছু ওলটপালট করে দেন ফোলারিন বালোগান। ৯৬ মিনিটে সমতাসূচক গোল করেন আর্সেনাল থেকে রেইমসে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় ১-১ গোলে। 

নিশ্চিত জয় হাতছাড়া হওয়ায় হতাশা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘সব মিলিয়ে আমরা আমাদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারছি না। এটা দুঃশ্চিন্তার প্রশ্ন না। তবে আমাদের খুব শিগগিরই জয়ের ধারায় ফিরতে হবে। দল হিসেবে খেলতে হবে।’ 

বালোগানের শেষ মুহূর্তের গোলে ড্র হয়েছে পিএসজি-রেইমস ম্যাচ। তাতে লিগ ওয়ানে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে প্যারিসিয়ানরা শীর্ষে রয়েছে ঠিকই। তবে দ্বিতীয় স্থানে থাকা লাঁসের পয়েন্ট ৪৫। পয়েন্ট হারানোর হতাশা নিয়ে গালতিয়ের বলেন, ‘এত অভিজ্ঞ খেলোয়াড় থাকার পরেও ৯৫ মিনিটের পর গোল হজম করে আমরা পয়েন্ট হারিয়েছি। তাতে আমাদের ক্ষতি তো হয়েছেই, একই সঙ্গে বিষয়টা অবাক করার মতো।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত