ক্রীড়া ডেস্ক
নিত্যনতুন রেকর্ড গড়তেই যেন ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়া হালান্ড ফুটবল বিশেষজ্ঞদের চোখে যেন ‘দৈত্য’।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা, যেখানে ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’ তাতে এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি। সিটির জার্সিতে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ৪৫ গোল করেন এই স্ট্রাইকার।
রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকারকে ‘দৈত্য’ আখ্যা দিয়ে বিটি স্পোর্টকে মারিও গোমেজ বলেন, ‘প্রত্যেক দলেরই এই খেলোয়াড়কে ভয় পাওয়া উচিত, কারণ সে দৈত্য। তাকে নেওয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’ ওয়েন হারগ্রিভসের চোখে দক্ষ স্ট্রাইকার হালান্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার দেখা সবচেয়ে দক্ষ স্ট্রাইকার সে। যেভাবে গোল করে, সত্যিই দুর্দান্ত।’
এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গী অনেক তারকা ফুটবলার। রুড ফন নিস্তেলরয়, মোহাম্মদ সালাহ ৪৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
এক মৌসুমে সর্বোচ্চ গোল করা প্রিমিয়ার লিগ ফুটবলার:
৪৫ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) : ২০২২-২৩ মৌসুম
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) : ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০৭-০৮ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) : ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) : ২০১৭-১৮ মৌসুম
নিত্যনতুন রেকর্ড গড়তেই যেন ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়া হালান্ড ফুটবল বিশেষজ্ঞদের চোখে যেন ‘দৈত্য’।
ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা, যেখানে ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’ তাতে এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি। সিটির জার্সিতে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ৪৫ গোল করেন এই স্ট্রাইকার।
রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকারকে ‘দৈত্য’ আখ্যা দিয়ে বিটি স্পোর্টকে মারিও গোমেজ বলেন, ‘প্রত্যেক দলেরই এই খেলোয়াড়কে ভয় পাওয়া উচিত, কারণ সে দৈত্য। তাকে নেওয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’ ওয়েন হারগ্রিভসের চোখে দক্ষ স্ট্রাইকার হালান্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার দেখা সবচেয়ে দক্ষ স্ট্রাইকার সে। যেভাবে গোল করে, সত্যিই দুর্দান্ত।’
এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গী অনেক তারকা ফুটবলার। রুড ফন নিস্তেলরয়, মোহাম্মদ সালাহ ৪৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।
এক মৌসুমে সর্বোচ্চ গোল করা প্রিমিয়ার লিগ ফুটবলার:
৪৫ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) : ২০২২-২৩ মৌসুম
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) : ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০৭-০৮ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) : ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) : ২০১৭-১৮ মৌসুম
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৩২ মিনিট আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
১ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
২ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৬ ঘণ্টা আগে