যে কারণে ইরাকি জিদানকে নিয়ে রাতারাতি এত মাতামাতি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৬: ১৬
Thumbnail image

জিনেদিন জিদানের নাম শোনেনি এমন ফুটবলপ্রেমী পাওয়া যাবে না বললেই চলে। ফুটবল ইতিহাসের সেরাদের কাতারের সংক্ষিপ্ত তালিকা করলে সেখানেও নিঃসন্দেহে থাকবেন ফরাসি কিংবদন্তি। যদি বলা হয় জিদান ইকবালের নাম?

নামটার সঙ্গে হয়তো অনেকে পরিচিত হননি এখনো। তবে ইতিমধ্যে ইউরোপে বেশ মাতামাতি হচ্ছে ১৯ বছর বয়সী ইরাকি ফুটবলারকে নিয়ে। আর তার অন্যতম কারণ জিনেদিন জিদানের নামের সঙ্গে মিল থাকার কারণে।

তরুণ এই তারকাকে নিয়ে স্বপ্ন বুনছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২১ থেকে ওল্ড ট্রাফোর্ডের মূল স্কোয়াডের সদস্য তিনি। অবশ্য এখনো রেড ডেভিলদের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়নি। ইউনাইটেডের একাডেমিতে থাকাকালীন খেলেছেন ক্লাবটির বয়সভিত্তিক দলে। 

আগামী মৌসুম থেকে জিদান হয়ে উঠতে পারেন ওল্ড ট্রাফোর্ডের নতুন কোচ এরিক টেন হাগের মাঝমাঠের অন্যতম অস্ত্র। পল পগবা ইউনাইটেড ছেড়ে ফের যোগ দিয়েছেন জুভেন্টাসে। তাঁর জায়গায় ব্রুনো ফার্নান্দেজের সঙ্গে জিদানকে জুটি হিসেবে দেখা যেতে পারে। এমনকি পগবার সঙ্গেও তাঁর তুলনা টানছেন অনেকে। 

এর কারণও আছে। গত সপ্তাহে ইউনাইটেডের প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে লিভারপুল ও মেলবোর্ন ভিক্টরির বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বেশ নজর কেড়েছেন জিদান। চলতি বছর জাতীয় দলের হয়ে অভিষেকের পর দুই ম্যাচ খেলেছেন। সেখানেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। 

এবার পালা ক্লাব ক্যারিয়ারে নিজেকে প্রমাণের। ইউরোপের বুকে মরুর ফুল ফোটাতে পারবেন তো এই তরুণ? ‘জিদান’ নামের মাহাত্ম্যের মান রাখাটাও যে তাঁর গুরুদায়িত্ব!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত