বাংলাদেশকে আর্জেন্টিনার শুভকামনা 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা বাংলাদেশকে শুভকামনা জানিয়ে গতকাল সামাজিক মাধ্যমে বিশেষ পোস্ট দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

পোস্টে এএফএ লিখেছে, ‘অদম্য শক্তি ও এগিয়ে যাওয়ার চেতনায় ১৪ বছর পর দক্ষিণ এশিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ জাতীয় দল। বাংলাদেশের এই সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের।’

পোস্টে বাংলাদেশের মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশকেও ট্যাগ করেছে এএফএ।গত মে মাসে এএফএর সঙ্গে আঞ্চলিক ব্র্যান্ড পার্টনারশিপ হয়েছে বিকাশ।

গত কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেম অন্য মাত্রা পেয়েছে ৷ সেটির সর্বশেষ নির্দশন বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমি মার্তিনেজের বাংলাদেশে ঘুরে যাওয়া ৷ এভাবেই দুই দেশের সম্পর্ক গভীর করার সুযোগ করে দিচ্ছে ফুটবল ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত