জয় দিয়েই মেসিবিহীন যুগের শুরু বার্সার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ১০: ৩৯

শিষ্যদের লিওনেল মেসি অধ্যায় ভুলে সামনে তাকানোর তাগিদ দিয়েছিলেন বার্সেলোনা কোচ রোনাল্ড কোমান। মৌসুম শুরুর কদিন আগে বলা কোচের কথাটা মনে হচ্ছে ভালোভাবেই নিয়েছেন জেরার্ড পিকে-মার্টিন ব্রাথওয়েটরা। মেসি ছাড়া প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দারুণ জয়ে শুরু করেছেন পিকেরা। 

ঘরের মাঠ ন্যূ ক্যাম্পে লা লিগার প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদকে ৪-২ হারিয়েছে বার্সা। মৌসুম শুরুর আগে হুয়ান গাম্পার ট্রফিতেও মেসি ছাড়াই জিতেছিল কোমানের দল। সেই জয়ের পরও পিকে-মেমফিস ডিপাইদের মধ্যে মেসিকে নিয়ে একটা নীরব হাহাকার ছিল। তা দেখেই কি না শিষ্যদের প্রতি কোমানের সামনে তাকানোর ওই বার্তা। 

জোড়া গোল করে সোসিয়েদাদের বিপক্ষে বার্সার জয়ের নায়ক ড্যানিশ ফরোয়ার্ড ব্রাথওয়েট। তবে এদিন বার্সা প্রথম এগিয়ে যায় পিকের গোলে। বক্সের বেশ খানিকটা বাইরে ফ্রি কিক পায় কোমানের দল। বার্সায় মেসি যুগের যে অবসান হয়েছে সেটি বোঝাতেই যেন কিকটি নিতে এগিয়ে যান নতুন তারকা ডিপাই। মেসি বার্সা ছাড়ার পর নিজের স্বপ্নভঙ্গের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন এই মৌসুমে স্প্যানিশ ক্লাবটিতে নাম লেখানো এই ডাচ ফরোয়ার্ড। 

এ মৌসুমে ডিপাইকে ঘিরে স্বপ্ন বুনছে বার্সা। তিনিও যে দলটাকে এগিয়ে নিতেই এসেছেন সেটা বুঝিয়ে দিয়েছেন দারুণ ফ্রি কিকটায়। ডান প্রান্ত থেকে তাঁর নেওয়া ফ্রি কিকে দারুণ হেডে বার্সাকে এগিয়ে দেন পিকে। শুরু থেকেই গোছানো ফুটবল খেলার সুফল ম্যাচজুড়েই পেয়েছে বার্সা। প্রথমার্ধের যোগ করা সময়ে বার্সার দ্বিতীয় গোলটি করেন ব্রাথওয়েট। ডান প্রান্ত থেকে ফ্রাঙ্ক ডি ইয়ংয়ের ক্রস থেকে অসাধারণ হেডে গোলটি করেন তিনি। 

দ্বিতীয়ার্ধেও নিজেদের গোছানো খেলার ধারাটা ধরে রাখে বার্সা। তৃতীয় গোলটাও পেয়ে যেতে পারত দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই। সে যাত্রায় গোল না পেলেও অপেক্ষা করতে হয়নি বেশিক্ষণ। ম্যাচের ৫৯ মিনিটে ন্যূ ক্যাম্পে বার্সা সমর্থকদের আরেকবার আনন্দে ভাসান ব্রাথওয়েট। ডিপাইয়ের পাস থেকে প্রথমে জর্ডি আলবার শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরো। হাতে জমাতে না পারায় বল পেয়ে যান ব্রাথওয়েট। দারুণ এক শটে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। 

ব্রাথওয়েটের গোলের মাঝেই আক্রমণের চেষ্টা চালায় সোসিয়েদাদ। তিন গোলে এগিয়ে থেকেও গোলের চেষ্টায় ইতিবাচক ফুটবলই খেলতে থাকেন কোমানের শিষ্যরা। ম্যাচের ধারার বিপরীতে ৩ মিনিটের ব্যবধানে পেয়ে যায় দুই গোলও।

৮২ মিনিটে লোবাতার গোলের পর ৮৫ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে ম্যাচে উত্তেজনা তৈরি করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওইয়ারসাবাল। তবে সাময়িক উত্তেজনাটুকু থামিয়ে দেন সার্জিও রবার্তো। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বার্সার চতুর্থ গোলটি করেন তিনি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত