রাশিয়া থেকে সরে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ফ্রান্সে 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৪৩
Thumbnail image

শেষ পর্যন্ত রাশিয়ার রাজধানী থেকে সরেই গেল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। সেন্ট পিটার্সবার্গ থেকে সরে গিয়ে ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু করা হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসকে। 

এমন একটা সিদ্ধান্ত যে আসছে, সেটা মোটামুটি জানাই ছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই ভেন্যু বদল করার জন্য উঠে-পড়ে লেগেছিল উয়েফা। আজকের জরুরি বৈঠকের পর সেটাই চূড়ান্ত হলো। সিদ্ধান্ত হয়েছে, জেনিত সেন্ট পিটার্সবার্গের গাসপ্রম অ্যারেনা নয়, ২৮ মের ফাইনাল হবে প্যারিসের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়াম। 

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু পরিবর্তনের পর সহায়তার জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ধন্যবাদ জানিয়েছে উয়েফা। বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনে আটকে পড়া ফুটবলার ও তাদের পরিবার যারা ধ্বংসস্তূপে আটকা পড়ে মানবেতর জীবন যাপন করছে, তাদের উদ্ধারের জন্য উয়েফা সব রকম সাহায্যই করবে।’ 

রাশিয়া ও ইউক্রেনের জাতীয় দল ও ক্লাবগুলো আপাতত তাদের মাঠে খেলতে পারবে না বলে বৈঠকের পর জানিয়েছে উয়েফা। আগামী মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে রাশিয়া ও ইউক্রেনের ম্যাচের ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনা করে পরে ঠিক করা হবে বলেও জানিয়েছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। ২৪ মার্চ নিজ মাঠে পোল্যান্ডের বিপক্ষে খেলবে রাশিয়া। একই দিনে স্কটল্যান্ডের মাঠে গিয়ে খেলবে ইউক্রেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত