ক্রীড়া ডেস্ক
‘আগের রূপে ফিরে এসেছে বার্সেলোনা’—এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এ কথা এখন সবার মুখে মুখে। কাতালান ক্লাবটির এই ঘুরে দাঁড়ানোর কারিগর জাভি হার্নান্দেজও স্মিত হাসিতে স্বীকার করে নিয়েছেন, ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তার ক্লাবের চিরচেনা রূপ।
বার্সা যে উন্নতি করছে তা বোঝা যাচ্ছিল সবশেষ কয়েক ম্যাচ ধরেই। লিগের প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে হালি হালি গোল ছাড়া মাঠই ছাড়ছেন না ফুটবলাররা। সবশেষ ১২ ম্যাচের ১১টিতেই অপরাজিত কাতালানরা। তার পরও ফিরে আসার বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে জাভির দরকার ছিল বড় একটা ম্যাচ। সাবেক মিডফিল্ডার সেই বার্তাটা দিলেন রিয়ালের বিপক্ষেই। এল ক্লাসিকোর পর থেকেই বস্তুত পরিষ্কার হতে শুরু করেছে কোথায় কোথায় দলকে পাল্টে দিয়েছেন জাভি-
সাহসী সিদ্ধান্ত
কাতারে সময়টা ভালোই উপভোগ করছিলেন জাভি। কাতারি ক্লাব আল-সাদের হয়ে সময়টা ভালো কাটলেও জাভি জানতেন, যেকোনো সময় ডাক আসতে পারে প্রিয় ক্লাবের কাছ থেকে। হাল ধরতে হবে ডুবতে থাকা বার্সেলোনার। ভালোবাসার ডাকে কাতালোনিয়ায় ফিরলেও কিংবদন্তি মিডফিল্ডার ঠিকই ছিলেন সতর্ক। দূর থেকে দেখেছেন ক্লাবেরই আরেক কিংবদন্তি রোনাল্ড কোমানের দুরবস্থা। সবকিছু মেনেই বার্সায় ফেরার কঠিন একটা সিদ্ধান্তই নিয়েছেন জাভি।
ফিরিয়েছেন খেলোয়াড়দের মাঝে আনন্দ
বার্সার সাফল্যে ফেরার পেছনে এই কারণটাকেই বড় করে দেখছেন ফুটবল পণ্ডিতরা। নানা বিতর্ক আর হতাশায় দলের সিনিয়র ফুটবলাররা একটা সময় অনুশীলন এড়িয়ে যেতেন বলে খবর চাউর হয়েছিল। জাভি সেই সমস্যাকে তাড়িয়েছেন, ফুটবলারদের মধ্যে ফিরিয়েছেন ভালো করার তাড়না। ম্যাচ কিংবা অনুশীলন, ফুটবলারদের উল্লাস আর উদ্যাপনটাই এখন সব থেকে চোখে পড়ার বিষয়।
জর্দি ক্রুইফের সঙ্গে বোঝাপড়া
কিংবদন্তি ইয়োহান ক্রুইফের পুত্র জর্দি এখন বার্সার ক্রীড়া পরামর্শকের দায়িত্বে। আপৎকালীন কোন কোন ফুটবলারকে দলে আনতে হবে, সেই পরামর্শটা জাভিকে ভালোভাবেই দিয়ে যাচ্ছেন জর্দি ক্রুইফ। তরুণ দলটায় অভিজ্ঞতার ঘাটতি পূরণে ফেরানো হয়েছে দানি আলভেজকে। বিনা ট্রান্সফার ফিতে এসেছেন পিঁয়েরে-এমরিক অবামেয়াং ও আদামা ত্রায়োরে। ফেরান তোরেসকে কিনতে প্রচুর অর্থ খরচ হলেও সেটা ভালোভাবেই পুষিয়ে দিচ্ছেন এই ফরোয়ার্ড।
প্রেসিডেন্টের সঙ্গে বোঝাপড়া
কোথায় কাকে দরকার, সেই প্রয়োজনটা ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে বলার খুব বেশি সাহস দেখাননি জাভির পূর্বসূরি রোনাল্ড কোমান। জাভি এক্ষেত্রে সাহসী আর বিচক্ষণ। নিজের চাহিদা সম্পর্কে খোলাখুলিভাবে প্রেসিডেন্টকে জানিয়েছেন। তাঁর চাহিদা পূরণে যথেষ্ট তৎপরও দেখা যাচ্ছে লাপোর্তাকে।
দেম্বেলের ‘দ্বিতীয় জন্ম’
আগের তিন কোচের অধীনে ন্যু ক্যাম্পকে যেন হাসপাতালই বানিয়ে ফেলেছিলেন উসমানে দেম্বেলে। কালেভদ্রে দলে ফিরতেন, ফেরার পর আবারও পড়তেন চোটে। কোচ হয়ে ফেরার দিনেই জাভি ঘোষণা দিলেন, ‘ফরাসি উইঙ্গার তার নিজের পজিশনে বিশ্বের সেরাদের একজন।’ কোচের বয়ানকে যথার্থ প্রমাণ করে দেম্বেলেও অবশেষে প্রমাণ করতে পেরেছেন নিজের সামর্থ্য। শেষ ১২ ম্যাচে দেম্বেলের ৯ অ্যাসিস্টের ধারে-কাছেও এখন নেই ইউরোপের কোনো ফুটবলার। যদিও এই মৌসুমের পর বার্সাতে তাঁকে আর দেখা যাবে কি না, তা নিয়ে একটা ধোঁয়াশা এখনো আছে।
প্রেসিং ফুটবল
বল হারালেই দ্রুত পুনরুদ্ধার করতে হবে, কোমান আমলে এই ধরনটা প্রায় হারিয়েই বসেছিল বার্সা। সাবেক গুরু পেপ গার্দিওলার মতো জাভিও প্রেসিং ফুটবলের ভক্ত। খেলার অবস্থা আর যাই হোক, ভুল পাস করলে কিংবা বল হারালে ভীষণ রকম রেগে যান জাভি। শিষ্যরাও বুঝে গেছেন, ম্যাচে বল হারানো যাবে না কিছুতেই!
‘আগের রূপে ফিরে এসেছে বার্সেলোনা’—এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এ কথা এখন সবার মুখে মুখে। কাতালান ক্লাবটির এই ঘুরে দাঁড়ানোর কারিগর জাভি হার্নান্দেজও স্মিত হাসিতে স্বীকার করে নিয়েছেন, ধীরে ধীরে ফিরতে শুরু করেছে তার ক্লাবের চিরচেনা রূপ।
বার্সা যে উন্নতি করছে তা বোঝা যাচ্ছিল সবশেষ কয়েক ম্যাচ ধরেই। লিগের প্রতিপক্ষ দলগুলোর বিপক্ষে হালি হালি গোল ছাড়া মাঠই ছাড়ছেন না ফুটবলাররা। সবশেষ ১২ ম্যাচের ১১টিতেই অপরাজিত কাতালানরা। তার পরও ফিরে আসার বার্তাটা সবার কাছে পৌঁছে দিতে জাভির দরকার ছিল বড় একটা ম্যাচ। সাবেক মিডফিল্ডার সেই বার্তাটা দিলেন রিয়ালের বিপক্ষেই। এল ক্লাসিকোর পর থেকেই বস্তুত পরিষ্কার হতে শুরু করেছে কোথায় কোথায় দলকে পাল্টে দিয়েছেন জাভি-
সাহসী সিদ্ধান্ত
কাতারে সময়টা ভালোই উপভোগ করছিলেন জাভি। কাতারি ক্লাব আল-সাদের হয়ে সময়টা ভালো কাটলেও জাভি জানতেন, যেকোনো সময় ডাক আসতে পারে প্রিয় ক্লাবের কাছ থেকে। হাল ধরতে হবে ডুবতে থাকা বার্সেলোনার। ভালোবাসার ডাকে কাতালোনিয়ায় ফিরলেও কিংবদন্তি মিডফিল্ডার ঠিকই ছিলেন সতর্ক। দূর থেকে দেখেছেন ক্লাবেরই আরেক কিংবদন্তি রোনাল্ড কোমানের দুরবস্থা। সবকিছু মেনেই বার্সায় ফেরার কঠিন একটা সিদ্ধান্তই নিয়েছেন জাভি।
ফিরিয়েছেন খেলোয়াড়দের মাঝে আনন্দ
বার্সার সাফল্যে ফেরার পেছনে এই কারণটাকেই বড় করে দেখছেন ফুটবল পণ্ডিতরা। নানা বিতর্ক আর হতাশায় দলের সিনিয়র ফুটবলাররা একটা সময় অনুশীলন এড়িয়ে যেতেন বলে খবর চাউর হয়েছিল। জাভি সেই সমস্যাকে তাড়িয়েছেন, ফুটবলারদের মধ্যে ফিরিয়েছেন ভালো করার তাড়না। ম্যাচ কিংবা অনুশীলন, ফুটবলারদের উল্লাস আর উদ্যাপনটাই এখন সব থেকে চোখে পড়ার বিষয়।
জর্দি ক্রুইফের সঙ্গে বোঝাপড়া
কিংবদন্তি ইয়োহান ক্রুইফের পুত্র জর্দি এখন বার্সার ক্রীড়া পরামর্শকের দায়িত্বে। আপৎকালীন কোন কোন ফুটবলারকে দলে আনতে হবে, সেই পরামর্শটা জাভিকে ভালোভাবেই দিয়ে যাচ্ছেন জর্দি ক্রুইফ। তরুণ দলটায় অভিজ্ঞতার ঘাটতি পূরণে ফেরানো হয়েছে দানি আলভেজকে। বিনা ট্রান্সফার ফিতে এসেছেন পিঁয়েরে-এমরিক অবামেয়াং ও আদামা ত্রায়োরে। ফেরান তোরেসকে কিনতে প্রচুর অর্থ খরচ হলেও সেটা ভালোভাবেই পুষিয়ে দিচ্ছেন এই ফরোয়ার্ড।
প্রেসিডেন্টের সঙ্গে বোঝাপড়া
কোথায় কাকে দরকার, সেই প্রয়োজনটা ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে বলার খুব বেশি সাহস দেখাননি জাভির পূর্বসূরি রোনাল্ড কোমান। জাভি এক্ষেত্রে সাহসী আর বিচক্ষণ। নিজের চাহিদা সম্পর্কে খোলাখুলিভাবে প্রেসিডেন্টকে জানিয়েছেন। তাঁর চাহিদা পূরণে যথেষ্ট তৎপরও দেখা যাচ্ছে লাপোর্তাকে।
দেম্বেলের ‘দ্বিতীয় জন্ম’
আগের তিন কোচের অধীনে ন্যু ক্যাম্পকে যেন হাসপাতালই বানিয়ে ফেলেছিলেন উসমানে দেম্বেলে। কালেভদ্রে দলে ফিরতেন, ফেরার পর আবারও পড়তেন চোটে। কোচ হয়ে ফেরার দিনেই জাভি ঘোষণা দিলেন, ‘ফরাসি উইঙ্গার তার নিজের পজিশনে বিশ্বের সেরাদের একজন।’ কোচের বয়ানকে যথার্থ প্রমাণ করে দেম্বেলেও অবশেষে প্রমাণ করতে পেরেছেন নিজের সামর্থ্য। শেষ ১২ ম্যাচে দেম্বেলের ৯ অ্যাসিস্টের ধারে-কাছেও এখন নেই ইউরোপের কোনো ফুটবলার। যদিও এই মৌসুমের পর বার্সাতে তাঁকে আর দেখা যাবে কি না, তা নিয়ে একটা ধোঁয়াশা এখনো আছে।
প্রেসিং ফুটবল
বল হারালেই দ্রুত পুনরুদ্ধার করতে হবে, কোমান আমলে এই ধরনটা প্রায় হারিয়েই বসেছিল বার্সা। সাবেক গুরু পেপ গার্দিওলার মতো জাভিও প্রেসিং ফুটবলের ভক্ত। খেলার অবস্থা আর যাই হোক, ভুল পাস করলে কিংবা বল হারালে ভীষণ রকম রেগে যান জাভি। শিষ্যরাও বুঝে গেছেন, ম্যাচে বল হারানো যাবে না কিছুতেই!
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে