ক্রীড়া ডেস্ক
প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। গতরাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ইংলিশ ক্লাবটি। ২০১২ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল চেলসির। তবে এবার আর সেটা হতে দেয়নি থমাস টুখেলের দল।
প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। গোলশূন্য ড্রতে শেষ করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের তখন ৫৫ মিনিটের খেলা চলছে। বাঁ দিক থেকে হাডসন উদোর ক্রসে বক্সের ভেতরে খানিকটা লাফিয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন রোমেলু লুকাকু। সমতায় ফিরতে সময় নেয়নি পালমেইরাস।
ম্যাচের ৬৪ মিনিটের সময় পালমেইরাসের হয়ে গোল করেন রাফায়েল ভেইগা। চেলসির ডি বক্সে থিয়াগো সিলভার হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে গোল করতে পালমেইরাসকে সমতায় ফেরান ভেইগা।
নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য ড্রয়ে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির শিরোপা নিশ্চিত করেন কাই হ্যাভার্টজ। পালমেইরাসের ডি বক্সে লুয়ানের হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হাতে বল লাগায় হলুদ কার্ড দেখেন লুয়ান। ম্যাচের শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয় পালমেইরাস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লুয়ান।
প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। গতরাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ইংলিশ ক্লাবটি। ২০১২ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল চেলসির। তবে এবার আর সেটা হতে দেয়নি থমাস টুখেলের দল।
প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। গোলশূন্য ড্রতে শেষ করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের তখন ৫৫ মিনিটের খেলা চলছে। বাঁ দিক থেকে হাডসন উদোর ক্রসে বক্সের ভেতরে খানিকটা লাফিয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন রোমেলু লুকাকু। সমতায় ফিরতে সময় নেয়নি পালমেইরাস।
ম্যাচের ৬৪ মিনিটের সময় পালমেইরাসের হয়ে গোল করেন রাফায়েল ভেইগা। চেলসির ডি বক্সে থিয়াগো সিলভার হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে গোল করতে পালমেইরাসকে সমতায় ফেরান ভেইগা।
নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য ড্রয়ে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির শিরোপা নিশ্চিত করেন কাই হ্যাভার্টজ। পালমেইরাসের ডি বক্সে লুয়ানের হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হাতে বল লাগায় হলুদ কার্ড দেখেন লুয়ান। ম্যাচের শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয় পালমেইরাস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লুয়ান।
ব্রোঞ্জ জেতার স্বপ্ন নিয়েই এশিয়ান নারী চ্যাম্পিয়নশিপ খেলতে ইরানে পা রেখেছিল বাংলাদেশ। তবে সুযোগ ছিল স্বপ্নকে আরও দূর নিয়ে যাওয়ার। কিন্তু সেমিফাইনালে স্বাগতিক ইরানের কাছে বাংলাদেশ হেরে যায় ৪১-১৮ পয়েন্টে।
৬ ঘণ্টা আগেসাত বছর ধরে ফিফার আর্থিক অস্বচ্ছতার তালিকায় ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ফিফা ফান্ডের অর্থ আসতো বেশ কয়েকটি কিস্তিতে। তবে আজ সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা...
৬ ঘণ্টা আগেখেলোয়াড়দের দুঃসময়ে পরিবারের ঢাল হয়ে দাঁড়ানোর ঘটনা খুবই স্বাভাবিক। সামাজিক মাধ্যমে হোক বা কোনো কথার মাধ্যমে বাবা-মা থেকে শুরু করে প্রেমিক-প্রেমিকা, আত্মীয়স্বজন সবাই সেই খেলোয়াড়ের পাশে দাঁড়ান। বাবর আজমের বাবাও করেছেন এমন কিছু। তবে বাবরের বাবার কাজটা মোটেও পছন্দ হয়নি কামরান আকমলের...
৭ ঘণ্টা আগেদুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের ক্রিকেট চলছে পুরোপুরি ভিন্নভাবে। পাকিস্তান ধারাবাহিকভাবে ব্যর্থতার গল্প লিখে চলেছে। অন্যদিকে ভারত খেলছে দাপট দেখিয়ে। দুই দলের ক্রিকেটের মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য দেখা যাচ্ছে, সেটা মোহাম্মদ হাফিজ বোঝাতে চেয়েছেন...
৮ ঘণ্টা আগে