ক্রীড়া ডেস্ক
একুশ শতকে সাফল্যের নিরিখে বেশ ওপরের দিকেই থাকবে পেপ গার্দিওলার অবস্থান। জয়ের হারও কথা বলছে তাঁর পক্ষে। সাবেক বার্সেলোনা ও বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ ডাগআউটে দাঁড়িয়ে পেয়েছেন দারুণ সব সাফল্য। এই শতকে সবার ওপরে থাকা গার্দিওলার জয়ের হার ৭৬.২ শতাংশ।
গার্দিওলারর পর এই তালিকার দ্বিতীয় স্থানটি আন্তোনিও কন্তের। টটেনহাম হটস্পার্স কোচের জয়ের হার ৬৮.৭ শতাংশ। রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো জিনেদিন জিদানের জয়ের হার ৬৭.৬ শতাংশ।
পরের দুটি অবস্থান লঁরা ব্লা (৬৪%) ও জোসে মরিনহোর (৬৩%)।
সাফল্যের দিক দিয়ে সবাইকে পেছনে ফেলা গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি এই মৌসুমেও এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে গার্দিওলার সিটি। আর চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে হারিয়ে শেষ আটে আগেই এক পা দিয়ে রেখেছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে লিসবনের বিপক্ষে আজ দ্বিতীয় লেগে ইতিহাদে আবারও মাঠে নামবে সিটিজেনরা।
একুশ শতকে সাফল্যের নিরিখে বেশ ওপরের দিকেই থাকবে পেপ গার্দিওলার অবস্থান। জয়ের হারও কথা বলছে তাঁর পক্ষে। সাবেক বার্সেলোনা ও বর্তমান ম্যানচেস্টার সিটির কোচ ডাগআউটে দাঁড়িয়ে পেয়েছেন দারুণ সব সাফল্য। এই শতকে সবার ওপরে থাকা গার্দিওলার জয়ের হার ৭৬.২ শতাংশ।
গার্দিওলারর পর এই তালিকার দ্বিতীয় স্থানটি আন্তোনিও কন্তের। টটেনহাম হটস্পার্স কোচের জয়ের হার ৬৮.৭ শতাংশ। রিয়াল মাদ্রিদকে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতানো জিনেদিন জিদানের জয়ের হার ৬৭.৬ শতাংশ।
পরের দুটি অবস্থান লঁরা ব্লা (৬৪%) ও জোসে মরিনহোর (৬৩%)।
সাফল্যের দিক দিয়ে সবাইকে পেছনে ফেলা গার্দিওলার দল ম্যানচেস্টার সিটি এই মৌসুমেও এখন পর্যন্ত দুর্দান্ত খেলছে। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মুহূর্তে পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে গার্দিওলার সিটি। আর চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে স্পোর্টিং লিসবনকে ৫-০ গোলে হারিয়ে শেষ আটে আগেই এক পা দিয়ে রেখেছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে লিসবনের বিপক্ষে আজ দ্বিতীয় লেগে ইতিহাদে আবারও মাঠে নামবে সিটিজেনরা।
কোনো কিছু ঘটলে চুপ করে বসে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। উল্টোপাল্টা ঘটনা দেখলেই প্রতিবাদ করতে বিন্দুমাত্র দেরী করেন না গাভাস্কার। এবার তাঁর নামে ভুয়া আর্টিকেল প্রচারের কারণে বেজায় চটেছেন তিনি।
১৭ মিনিট আগেস্মৃতির পাতা উল্টে পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে একবার ঘুরে আসা যাক। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ যখন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আনন্দ উল্লাসে মত্ত, তখন হতাশায় মুষড়ে পড়েন যশস্বী জয়সওয়ালসহ ভারতীয় ক্রিকেটাররা। অথচ চার বছর পর দেখা যাচ্ছে দুই দলের ক্রিকেটারদের আকাশ-পাতাল ব্যবধান।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে আজ রাত ৮টায়। তার আগে বিকেল ৪টায় শু ২০২৫ আইপিএল সামনে রেখে আইপিএলের মেগা নিলাম শুরু। ক্লাব ফুটবলের একগাদা ম্যাচ রয়েছে রাতে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২ ঘণ্টা আগেএগিয়ে থেকেও জিততে না পারা যে কতটা কষ্টের, সেটা গত রাতে বুঝতে পেরেছেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। সেলতা ফিগোর সঙ্গে লা লিগায় না হারলেও বার্সা ড্র করেছে। ফ্লিকের কাছে এই ড্র যেন মনে হচ্ছে হারের সমান।
৩ ঘণ্টা আগে