ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপাভাগ্যের নিষ্পত্তি হয়ে গেছে আগেই। বাকি আছে ইতালিয়ান সিরি-এ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ রোমাঞ্চ। শুক্রবার রাতে সিরি-এ লিগ রোমাঞ্চ তো প্রায় শেষ করে দিচ্ছিল ইম্পোলি। সেটা হতে দেয়নি ইন্টার মিলান।
সান সিরোতে এসে ম্যাচের আধা ঘণ্টার মধ্যে ২ গোল করে ফেলেছিল ইম্পোলি। এর পরই গা ঝাড়া দিয়ে ওঠে ইন্টার মিলান। প্রথমার্ধেই স্বাগতিকেরা ফেরে সমতায়। পরে দ্বিতীয়ার্ধে একচেটিয়া পারফর্ম করে ৪-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
নাটকীয় এই জয়ে ইন্টারের লিগের স্বপ্ন তো বাঁচলই, একই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এল তারা। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল এসি মিলান। তিনে থাকা নাপোলির সংগ্রহ ৭০ পয়েন্ট।
দুই মিলানের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল জুভেন্টাসের। কিন্তু গত রাতে জেনোয়ার মাঠে গিয়ে শেষ সময়ের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বসে তুরিনের বুড়িরা। বিফলে গেল পাওলো দিবালার গোলটা। অবশ্য হারলেও খুব একটা ক্ষতি হয়নি জুভদের।
কয়েক রাউন্ড ধরে চাপে থাকা ইন্টার মিলানের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারত গতকাল রাতেই। ২৮ মিনিটের মধ্যে ২ গোল করে তাদের ভড়কে দেয় ইম্পোলি। গোল করেন পিনামন্টি ও আসলানি। ২ গোল হজমের পর ঘুম ভাঙে ইন্টার মিলানের।
মুহুর্মুহু আক্রমণে স্বাগতিকেরা পেয়ে যায় উপহারসূচক গোল। আত্মঘাতী গোল করেন রামাগনলি। বিরতির আগমুহূর্তে দলকে সমতায় ফেরান লাওতারো মার্টিনেজ। ৬৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই লিড নেয় ইন্টার মিলান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে শেষ গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ।
স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেসলিগা ও ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপাভাগ্যের নিষ্পত্তি হয়ে গেছে আগেই। বাকি আছে ইতালিয়ান সিরি-এ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগ রোমাঞ্চ। শুক্রবার রাতে সিরি-এ লিগ রোমাঞ্চ তো প্রায় শেষ করে দিচ্ছিল ইম্পোলি। সেটা হতে দেয়নি ইন্টার মিলান।
সান সিরোতে এসে ম্যাচের আধা ঘণ্টার মধ্যে ২ গোল করে ফেলেছিল ইম্পোলি। এর পরই গা ঝাড়া দিয়ে ওঠে ইন্টার মিলান। প্রথমার্ধেই স্বাগতিকেরা ফেরে সমতায়। পরে দ্বিতীয়ার্ধে একচেটিয়া পারফর্ম করে ৪-২ গোলের স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।
নাটকীয় এই জয়ে ইন্টারের লিগের স্বপ্ন তো বাঁচলই, একই সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষেও উঠে এল তারা। ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল এসি মিলান। তিনে থাকা নাপোলির সংগ্রহ ৭০ পয়েন্ট।
দুই মিলানের সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল জুভেন্টাসের। কিন্তু গত রাতে জেনোয়ার মাঠে গিয়ে শেষ সময়ের জোড়া গোলে ২-১ ব্যবধানে হেরে বসে তুরিনের বুড়িরা। বিফলে গেল পাওলো দিবালার গোলটা। অবশ্য হারলেও খুব একটা ক্ষতি হয়নি জুভদের।
কয়েক রাউন্ড ধরে চাপে থাকা ইন্টার মিলানের শিরোপার স্বপ্ন শেষ হয়ে যেতে পারত গতকাল রাতেই। ২৮ মিনিটের মধ্যে ২ গোল করে তাদের ভড়কে দেয় ইম্পোলি। গোল করেন পিনামন্টি ও আসলানি। ২ গোল হজমের পর ঘুম ভাঙে ইন্টার মিলানের।
মুহুর্মুহু আক্রমণে স্বাগতিকেরা পেয়ে যায় উপহারসূচক গোল। আত্মঘাতী গোল করেন রামাগনলি। বিরতির আগমুহূর্তে দলকে সমতায় ফেরান লাওতারো মার্টিনেজ। ৬৪ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলেই লিড নেয় ইন্টার মিলান। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে শেষ গোলটি করেন অ্যালেক্সিস সানচেজ।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
৫ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
৫ ঘণ্টা আগে