জিদানকে রোনালদোর কাছে যেতে দিচ্ছেন না স্ত্রী! 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১১: ০৩
Thumbnail image

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর লম্বা সময় ধরে বেকার সময় পার করেছেন জিনেদিন জিদান। বিভিন্ন সময়ে একাধিক ক্লাবকে জড়িয়ে আলোচনা হলেও এখন পর্যন্ত কোনো ক্লাবের সঙ্গে ঘর বাঁধেননি এই কিংবদন্তি ফরাসি ফুটবল তারকা। 

গত কদিন ধরে জিদানকে ঘিরে শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। গুঞ্জন আছে, সাবেক শিষ্য ক্রিস্টিয়ানো রোনালদো ও রাফায়েল ভারানের সঙ্গে নতুন করে জুটি গড়তে পারেন জিদান। তবে জিদানের ম্যানইউতে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেন তাঁর স্ত্রী ভেরোনিক জিদান। 

পারফরম্যান্সের কারণে ম্যানইউর ভক্তরা ওলে গুনার সুলশারের ওপর অনেক দিন ধরেই চটে আছেন। সুলশারের জায়গায় নতুন কোচ দেখার অপেক্ষায় আছেন তাঁরা। নতুন চাকরির খোঁজে থাকা জিদানকেও কোচ হিসেবে চেয়েছিলেন অনেকে। এর আগে কোচ হয়ে আসার কথা ছিল আন্তেনিও কন্তেরও। তবে কন্তে টটেনহামে চলে যাওয়ার পর জিদানের ম্যানইউতে আসার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। কিন্তু স্ত্রীর কারণে জিদানের হয়তো আপাতত ইংল্যান্ডে আসা হচ্ছে না। 

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা বলছে, জিদানের ম্যানইউতে আসার পথে বড় বাধা তাঁর স্ত্রী ভেরোনিক। সংবাদমাধ্যমটি বলছে, ম্যানচেস্টারে জীবনযাপনের যে ধরন, তার সঙ্গে ভেরোনিক অভ্যস্ত নন। যে কারণে তিনি চান ম্যানইউতে কাজ করার বদলে প্রয়োজনে জিদান আরও বিশ্রাম নিন। কিংবা জিদান চাইলে অন্য কোথাও চাকরি খুঁজে নিতে পারেন। স্ত্রীর এই অনড় অবস্থানকে এখন জিদান-রোনালদোর পুনর্মিলনীর পথে বড় বাধা বলে ধরা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত