ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জুভেন্টাসের সাবেক কোচ মাউরিজিও সারি একবার বলেছিলেন, ‘বিশ্বসেরা ফুটবলারকে জন্ম দেওয়ায় ওর মাকে ধন্যবাদ।’
শুধু কোচ কেন, সব ফুটবলবোদ্ধাই রোনালদোকে সময়ের অন্যতম সেরা মনে করেন। কারও কারও মতে, রোনালদোই সর্বকালের সেরা।
কিন্তু খোদ রোনালদোর মা বলছেন ভিন্ন কথা। রত্নগর্ভা মারিয়া দোলোরেস আভেইরো মনে করেন, তাঁর ছেলের চেয়েও ভালো ফুটবলার আছে এই পৃথিবীতে। সে আর কেউ নয়, তাঁর নাতি ক্রিস্টিয়ানিনহো রোনালদো জুনিয়র! ১১ বছরের বালককে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার মনে করেন দাদি দোলোরেস আভেইরো।
একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আভেইরো বলেছেন, ‘ওই বয়সে (১১) রোনালদো যা খেলত, তার চেয়ে ভালো খেলে ক্রিস্টিয়ানিনহো। রোনালদোর কোনো প্রশিক্ষক ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানিনহোর জন্য ওর বাবা আছে। ওর বাবাই সব চেয়ে বড় কোচ।’
দলবদলের শেষ মুহূর্তে চমক দেখিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। বাবার সঙ্গে ছেলেও যোগ দিয়েছেন রেড ডেভিলদের অ্যাকাডেমি দলে।
তবে রোনালদোর মায়ের চাওয়া তাঁর ছেলে ফিরবে কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনে, ‘ওকে ফিরতেই হবে। কিন্তু আমার ইচ্ছায় তো আর সব নয়। তবু ওকে বলেছি, মৃত্যুর আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ের হয়ে খেলছ।’
জোর গুঞ্জন চললেও রোনালদো কখনোই ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চাননি বলেই দাবি আভেইরোর, ‘টিভিতে দেখাচ্ছিল আমার ছেলে সিটিতে যাচ্ছে। কিন্তু ও আমাকে বলেছিল, চিন্তা করো না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। ওর কথাটা আমাকে শান্তি দিয়েছিল।’
ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জুভেন্টাসের সাবেক কোচ মাউরিজিও সারি একবার বলেছিলেন, ‘বিশ্বসেরা ফুটবলারকে জন্ম দেওয়ায় ওর মাকে ধন্যবাদ।’
শুধু কোচ কেন, সব ফুটবলবোদ্ধাই রোনালদোকে সময়ের অন্যতম সেরা মনে করেন। কারও কারও মতে, রোনালদোই সর্বকালের সেরা।
কিন্তু খোদ রোনালদোর মা বলছেন ভিন্ন কথা। রত্নগর্ভা মারিয়া দোলোরেস আভেইরো মনে করেন, তাঁর ছেলের চেয়েও ভালো ফুটবলার আছে এই পৃথিবীতে। সে আর কেউ নয়, তাঁর নাতি ক্রিস্টিয়ানিনহো রোনালদো জুনিয়র! ১১ বছরের বালককে রোনালদোর চেয়েও ভালো ফুটবলার মনে করেন দাদি দোলোরেস আভেইরো।
একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে আভেইরো বলেছেন, ‘ওই বয়সে (১১) রোনালদো যা খেলত, তার চেয়ে ভালো খেলে ক্রিস্টিয়ানিনহো। রোনালদোর কোনো প্রশিক্ষক ছিল না। কিন্তু ক্রিস্টিয়ানিনহোর জন্য ওর বাবা আছে। ওর বাবাই সব চেয়ে বড় কোচ।’
দলবদলের শেষ মুহূর্তে চমক দেখিয়ে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন রোনালদো। বাবার সঙ্গে ছেলেও যোগ দিয়েছেন রেড ডেভিলদের অ্যাকাডেমি দলে।
তবে রোনালদোর মায়ের চাওয়া তাঁর ছেলে ফিরবে কৈশোরের ক্লাব স্পোর্টিং লিসবনে, ‘ওকে ফিরতেই হবে। কিন্তু আমার ইচ্ছায় তো আর সব নয়। তবু ওকে বলেছি, মৃত্যুর আগে দেখতে চাই তুমি আবার স্পোর্টিংয়ের হয়ে খেলছ।’
জোর গুঞ্জন চললেও রোনালদো কখনোই ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চাননি বলেই দাবি আভেইরোর, ‘টিভিতে দেখাচ্ছিল আমার ছেলে সিটিতে যাচ্ছে। কিন্তু ও আমাকে বলেছিল, চিন্তা করো না। আমি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েই খেলব। ওর কথাটা আমাকে শান্তি দিয়েছিল।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৫ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৭ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৮ ঘণ্টা আগে