আমরা অসাধারণ এক খেলোয়াড়কে হারালাম—পগবাকে নিয়ে অ্যালেগ্রি

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ডোপ টেস্টে পজিটিভ হয়ে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জুভেন্তাসের ফরাসি মিডফিল্ডার পল পগবা। শিষ্যের এমন শাস্তিতে হতাশ তুরিনের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি জানিয়েছেন, পগবার মতো বিস্ময়কর প্রতিভাকে হারানো ফুটবলের জন্য বিশাল ক্ষতি। 

আগামীকাল সিরি আয় চ্যাম্পিয়ন নাপোলির বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অ্যালেগ্রি বলেছেন, ‘এটা মানবিক জায়গা ও ফুটবল, উভয়ের জন্য খুবই দুঃখজনক। আমরা অসাধারণ এক খেলোয়াড়কে হারালাম।’ 

গত ২৯ ফেব্রুয়ারি পগবাকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। ডোপ নিয়ম ভঙ্গ করায় গত সেপ্টেম্বরে অস্থায়ীভাবে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। পরীক্ষায় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকার শরীরে উচ্চমাত্রার নিষিদ্ধ মাদক টেস্টোস্টোরন উপস্থিতি পাওয়া গিয়েছিল। 

গত ২০ আগস্ট এ মৌসুমে জুভেন্তাসের হয়ে প্রথম ম্যাচ খেলার পর থেকে ধারাবাহিকভাবে পগবাকে পরীক্ষা করা হচ্ছিল। গত অক্টোবরে দ্বিতীয় পরীক্ষায় পগবার অপরাধ প্রমাণিত হওয়ার পর তাঁকে ৪ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ করে ইতালির জাতীয় অ্যান্টি-ডোপিং ট্রাইব্যুনাল (ন্যাডো)। যার অর্থ, ৩০ বছর বয়সী বিশ্বকাপজয়ী পগবা ২০২৭ সাল পর্যন্ত খেলতে পারবেন না। 

এ মৌসুমে বদলি হিসেবে পগবা খেলেছেন মাত্র দুটি ম্যাচ। বোলোনা ও এম্পলির বিপক্ষে তাঁকে দেখা গেছে মোট ৫১ মিনিট। তবে নিষেধাজ্ঞার কারণে ঝুঁকিতে পড়ে গেল ২০১৮ বিশ্বকাপজয়ী তারকার ক্যারিয়ার। ফুটবলে আর ফেরা হবে তো পগবার? সেই প্রশ্নই ঘুরছে ইউরোপের ফুটবলে। তবে শিষ্যকে হারিয়ে যেন সবচেয়ে বেশি হতাশ অ্যালেগ্রি, ‘আমি যথেষ্ট ভাগ্যবান যে, তার সঙ্গে কাজ করেছি। তাকে কোচিং করিয়েছি। তার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া খুব কঠিন। সে অসাধারণ এক মানুষ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত