ক্রীড়া ডেস্ক
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন এসেছেন ২০২৩-২৪ মৌসুমে। বায়ার্নে নিয়মিত গোল করা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
ভোনোভিয়া রুরস্টেডিয়ন স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভিএফএল বোচুম। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ২০২৩-২৪ বুন্দেসলিগায় এটা তাঁর ২৫ গোল এবং তাতে কেইনের লেগেছে ২২ ম্যাচ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ২৫ গোল করার ইতিহাসে তা দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে হালান্ডের প্রথম ২৫ গোল করতে লেগেছে ২৫ ম্যাচ।
কেইনের রেকর্ড গড়ার রাতটা অবশ্য দুঃস্বপ্নের। বোচুমের বিপক্ষে ম্যাচটা বায়ার্ন হেরে গেছে ৩-২ গোলে। যেখানে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় বোচুম। ৩৮ মিনিটে বোচুমকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার তাকুমা আসানো। ৪৪ মিনিটে ডিফেন্ডার কেভেন স্লোটারবেগের গোলে এগিয়ে যায় বোচুম। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ৭৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বোচুমকে ৩-১ গোলে এগিয়ে নেন কেভিন স্টগার। ৮৭ মিনিটে কেইনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
৩-২ গোলে হারার পর বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র ২২ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার লেভারকুসেন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিএফবি স্টুটগার্ড। বুন্দেসলিগায় ১৮ দলের প্রত্যেকেই খেলবে ৩৪টি করে ম্যাচ।
টটেনহাম থেকে বায়ার্ন মিউনিখে হ্যারি কেইন এসেছেন ২০২৩-২৪ মৌসুমে। বায়ার্নে নিয়মিত গোল করা যেন একরকম অভ্যাস বানিয়ে ফেলেছেন তিনি। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।
ভোনোভিয়া রুরস্টেডিয়ন স্টেডিয়ামে গত রাতে বুন্দেসলিগার ম্যাচে মুখোমুখি হয় বায়ার্ন মিউনিখ ও ভিএফএল বোচুম। ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন হ্যারি কেইন। ২০২৩-২৪ বুন্দেসলিগায় এটা তাঁর ২৫ গোল এবং তাতে কেইনের লেগেছে ২২ ম্যাচ। বুন্দেসলিগার ইতিহাসে প্রথম ২৫ গোল করার ইতিহাসে তা দ্রুততম। এর আগে এই রেকর্ড ছিল আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে হালান্ডের প্রথম ২৫ গোল করতে লেগেছে ২৫ ম্যাচ।
কেইনের রেকর্ড গড়ার রাতটা অবশ্য দুঃস্বপ্নের। বোচুমের বিপক্ষে ম্যাচটা বায়ার্ন হেরে গেছে ৩-২ গোলে। যেখানে ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল বায়ার্ন। এরপর সেখান থেকে ঘুরে দাঁড়ায় বোচুম। ৩৮ মিনিটে বোচুমকে সমতায় ফেরান দলটির স্ট্রাইকার তাকুমা আসানো। ৪৪ মিনিটে ডিফেন্ডার কেভেন স্লোটারবেগের গোলে এগিয়ে যায় বোচুম। দ্বিতীয়ার্ধে বায়ার্ন ১০ জনের দলে পরিণত হয়। ৭৬ মিনিটে ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাঁকে। ২ মিনিট পর পেনাল্টি থেকে গোল করে বোচুমকে ৩-১ গোলে এগিয়ে নেন কেভিন স্টগার। ৮৭ মিনিটে কেইনের গোলটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে।
৩-২ গোলে হারার পর বুন্দেসলিগায় ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ। ২২ ম্যাচ খেলে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ২ ম্যাচ ও ৪ ম্যাচ ড্র ২২ ম্যাচ খেলে ৫৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার লেভারকুসেন। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ভিএফবি স্টুটগার্ড। বুন্দেসলিগায় ১৮ দলের প্রত্যেকেই খেলবে ৩৪টি করে ম্যাচ।
ডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
১ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
২ ঘণ্টা আগে