ক্রীড়া ডেস্ক
এবারের মৌসুমে কঠিন সময় পার করছে লিভারপুল। গত কয়েক মৌসুমের ছন্দ হারিয়ে নিজেদের খুঁজছে তারা। গতকাল নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয়ের আগে এবারের লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছিল দলটি। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে অস্বস্তিতে ছিলেন লিভারপুলের কোচসহ স্টাফরা।
তাই গতকাল টানা দ্বিতীয় জয়ে স্বস্তি অনুভব করছেন বলে জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষ তিনি বলেছেন, ‘যখন আপনি সেরা মুহূর্তে না থাকবেন, তখন আপনাকে লড়াই করতে হবে এবং আমরাও এটিই করেছি। টানা দ্বিতীয় জয় পাওয়ায় সত্যি বলছি খুব ভালো লাগছে। এই মৌসুমে এর আগে আমরা এমনটি করতে পারিনি বলে আমাদের জন্য ভালো দিন।’
নিউক্যাসলের মাঠে ১৭ মিনিটে ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের গোলরক্ষক নিক পোপ লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে রূপ নেয় স্বাগতিকেরা। ফলে কালকের ম্যাচে অল রেডদের জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না। সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল তাদের। কিন্তু প্রতিপক্ষদের বাগে পেয়েও আর কোনো গোল করতে পারেনি মোহাম্মদ সালাহ, কোডি গাকপোরা। দলের হয়ে গোল দুটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া ডারউইন নুনেজ ও গাকপো।
পরে ব্যবধান বাড়াতে না পারলেও জয়ে খুশি লিভারপুল। এই জয়ে এবারের মৌসুমে দশম জয় পেয়েছে দলটি। ২২ ম্যাচে ৩৫ পয়েন্টে তালিকায় আটে আছে তারা। ভবিষ্যতে আরও ম্যাচ জয়ে তালিকার ওপরে উঠে আসার ইঙ্গিত দিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘আমরা প্রতিযোগিতায় আছি এমনটা বলা ভুল হবে। তবে অবশ্যই আমরা লড়াই চালিয়ে যাব এবং সামনে কী অপেক্ষা করছে তা দেখব।’
এবারের মৌসুমে কঠিন সময় পার করছে লিভারপুল। গত কয়েক মৌসুমের ছন্দ হারিয়ে নিজেদের খুঁজছে তারা। গতকাল নিউক্যাসলের বিপক্ষে ২-০ গোলের জয়ের আগে এবারের লিগে মাত্র ৯ ম্যাচে জয় পেয়েছিল দলটি। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে অস্বস্তিতে ছিলেন লিভারপুলের কোচসহ স্টাফরা।
তাই গতকাল টানা দ্বিতীয় জয়ে স্বস্তি অনুভব করছেন বলে জানিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ম্যাচ শেষ তিনি বলেছেন, ‘যখন আপনি সেরা মুহূর্তে না থাকবেন, তখন আপনাকে লড়াই করতে হবে এবং আমরাও এটিই করেছি। টানা দ্বিতীয় জয় পাওয়ায় সত্যি বলছি খুব ভালো লাগছে। এই মৌসুমে এর আগে আমরা এমনটি করতে পারিনি বলে আমাদের জন্য ভালো দিন।’
নিউক্যাসলের মাঠে ১৭ মিনিটে ২ গোলে এগিয়ে যায় লিভারপুল। পাঁচ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের গোলরক্ষক নিক পোপ লাল কার্ডে মাঠ ছাড়লে ১০ জনের দলে রূপ নেয় স্বাগতিকেরা। ফলে কালকের ম্যাচে অল রেডদের জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না। সঙ্গে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ ছিল তাদের। কিন্তু প্রতিপক্ষদের বাগে পেয়েও আর কোনো গোল করতে পারেনি মোহাম্মদ সালাহ, কোডি গাকপোরা। দলের হয়ে গোল দুটি করেছেন এই মৌসুমে যোগ দেওয়া ডারউইন নুনেজ ও গাকপো।
পরে ব্যবধান বাড়াতে না পারলেও জয়ে খুশি লিভারপুল। এই জয়ে এবারের মৌসুমে দশম জয় পেয়েছে দলটি। ২২ ম্যাচে ৩৫ পয়েন্টে তালিকায় আটে আছে তারা। ভবিষ্যতে আরও ম্যাচ জয়ে তালিকার ওপরে উঠে আসার ইঙ্গিত দিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘আমরা প্রতিযোগিতায় আছি এমনটা বলা ভুল হবে। তবে অবশ্যই আমরা লড়াই চালিয়ে যাব এবং সামনে কী অপেক্ষা করছে তা দেখব।’
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
২ ঘণ্টা আগে