ক্রীড়া ডেস্ক
গোলের পর সেই চিরচেনা ভঙ্গিতে উদ্যাপন। দৌড়ে হাঁটুগেড়ে বসে টার্ফে একটু পিছলে যাওয়া। সন হিয়ুং-মিনের এই উদ্যাপন ইতিহাস গড়ারও। প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি করেছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।
গতকাল নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে ১০ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন সন। তবে এই ব্যবধান তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৪ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। ৫৬ মিনিটে ভিএআরে গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত তারা। তবে ৭৯ মিনিটে টটেনহামকে জয়সূচক গোল এনে দেন হ্যারি কেইন।
লিগের আরেক ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্কট ম্যাকটমিনি ও অ্যান্থনি মার্শালের গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলের জন্য ইউনাইটেডকে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট। জাদোন সানচোর পাস থেকে দলকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনি। প্রিমিয়ার লিগে এটি তাঁর প্রথম গোল। এর ৩৫ মিনিট পর মার্কাস রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শাল। গত ডিসেম্বরের পর লিগে এটি তাঁর প্রথম গোল। আর প্রিমিয়ার লিগে
তবে আবারও হেরেছে চেলসি। গ্রাহাম পটার বরাখাস্ত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে তত্ত্বাবধায়ক কোচ হিসেবে স্টামফোর্ড ব্রিজে ফেরা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের প্রথম ম্যাচটাও হলো ভুলে যাওয়ার মতো। উলভসের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। ৩১ মিনিটে ম্যাথিয়াস নুনেজের গোলে এগিয়ে যায় উলভস। সেই গোল আর শোধ করা হয়নি তাদের। এ নিয়ে গত চার ম্যাচের দুটিতে ড্র দুটিতে হারল চেলসি।
এই হারে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে চেলসি। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। এক ম্যাচ কম খেলে চারে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৫৬।
গোলের পর সেই চিরচেনা ভঙ্গিতে উদ্যাপন। দৌড়ে হাঁটুগেড়ে বসে টার্ফে একটু পিছলে যাওয়া। সন হিয়ুং-মিনের এই উদ্যাপন ইতিহাস গড়ারও। প্রথম এশিয়ান ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে গোলের সেঞ্চুরি করেছেন টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড।
গতকাল নিজেদের মাঠে ব্রাইটনের বিপক্ষে ১০ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন সন। তবে এই ব্যবধান তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩৪ মিনিটে সমতায় ফেরে ব্রাইটন। ৫৬ মিনিটে ভিএআরে গোল বাতিল না হলে এগিয়েও যেতে পারত তারা। তবে ৭৯ মিনিটে টটেনহামকে জয়সূচক গোল এনে দেন হ্যারি কেইন।
লিগের আরেক ম্যাচে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে স্কট ম্যাকটমিনি ও অ্যান্থনি মার্শালের গোলে এভারটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গোলের জন্য ইউনাইটেডকে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট। জাদোন সানচোর পাস থেকে দলকে এগিয়ে দেন স্কট ম্যাকটমিনি। প্রিমিয়ার লিগে এটি তাঁর প্রথম গোল। এর ৩৫ মিনিট পর মার্কাস রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি মার্শাল। গত ডিসেম্বরের পর লিগে এটি তাঁর প্রথম গোল। আর প্রিমিয়ার লিগে
তবে আবারও হেরেছে চেলসি। গ্রাহাম পটার বরাখাস্ত হওয়ার পর দ্বিতীয় মেয়াদে তত্ত্বাবধায়ক কোচ হিসেবে স্টামফোর্ড ব্রিজে ফেরা ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের প্রথম ম্যাচটাও হলো ভুলে যাওয়ার মতো। উলভসের বিপক্ষে তাদের মাঠে ১-০ গোলে হেরেছে ব্লুজরা। ৩১ মিনিটে ম্যাথিয়াস নুনেজের গোলে এগিয়ে যায় উলভস। সেই গোল আর শোধ করা হয়নি তাদের। এ নিয়ে গত চার ম্যাচের দুটিতে ড্র দুটিতে হারল চেলসি।
এই হারে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে চেলসি। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পাঁচে টটেনহাম। এক ম্যাচ কম খেলে চারে থাকা ইউনাইটেডের পয়েন্ট ৫৬।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে