Ajker Patrika

রিয়াল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৮ মে ২০২১, ১৩: ৪৪
রিয়াল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন জিদান

ঢাকা: জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ ছাড়া নিয়ে কদিন ধরেই সরগরম ছিল স্প্যানিশ গণমাধ্যমগুলো। জিদান নাকি শিষ্যদেরও নিজের দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। কিন্তু এমন খবর সরাসরি অস্বীকার করেছেন এই ফরাসি কিংবদন্তি।

আতলেতিক বিলবাওকে ১-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে এসে জিদান উড়িয়ে দেন তাঁর রিয়াল ছাড়ার গুঞ্জন। জিদান বলেছেন, ‘আমার দল এখন শিরোপার ধরে রাখার জন্য লড়ছে। এই পরিস্থিতিতে আমি কিভাবে আমার খেলোয়াড়দের বলি যে, ক্লাব ছেড়ে দিচ্ছি। শিরোপা জিততে আমরা এখন সর্বস্ব দিতে মরিয়া। আর আপনাদের বলে রাখি, এখানে আমি ঠিকঠাক আছি।’

নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি আরও যোগ করেন, ‘ভবিষ্যৎ নিয়ে অবিচ্ছিন্নভাবে কথা বলতে পারি না, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের হাতে থাকা শেষ ম্যাচটি।’

পাশাপাশি লা লিগার শিরোপা ধরে রাখতে নিজেদের করণীয় কী তাও মনে করিয়ে দিলেন তিনি। শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী জিদান বলেন , ‘আমাদের শেষ ম্যাচ ভিয়ারিয়ালের বিপক্ষে। কঠিন একটা ম্যাচ হতে চলেছে, তাই ম্যাচের দিকে এখন পূর্ণ মনোনিবেশ করতে হবে’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত