Ajker Patrika

কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়, ইউনাইটেডের হোঁচট

ক্রীড়া ডেস্ক
কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়, ইউনাইটেডের হোঁচট

বুন্দেসলিগা শিরোপা নিষ্পত্তি আগেই করে ফেলেছে বেয়ার লেভারকুজেন। যার কারণে লিগে বায়ার্ন মিউনিখের বাকি ম্যাচগুলো হয়ে গেছে এক প্রকার আনুষ্ঠানিকতার। তবে এমন আনুষ্ঠানিকতার ম্যাচেও থেমে নেই হ্যারি কেইনের গোল উদ্‌যাপন। আজ ইংলিশ ফরোয়ার্ডের জোড়া গোলে নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ২-১ গোলে এনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়েছে বাভারিয়ানরা। 

ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচের ৯ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন কেইন। নিজের দ্বিতীয় গোলটি করেন ৬১ মিনিটে পেনাল্টি থেকে। তার আগে ২৩ মিনিটে হুগো এতিক্কের গোলে সমতায় ফিরেছিল ফ্রাঙ্কফুর্ট। এ নিয়ে লিগে নিজের প্রথম মৌসুমেই ৩১ ম্যাচে সর্বোচ্চ ৩৫ গোল করলেন কেইন। ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের দৌড়েও সবার সামনে তিনি। আর বায়ার্ন ৩১ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে আছে লিগ তালিকার দুইয়ে। 

লিগের আরেক ম্যাচে নিজেদের মাঠে আরবি লাইপজিগ ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ডকে। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে আছে এডিন টারজিচের দল। সেরা চারে থাকতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা হবে না এবারের টুর্নামেন্টে শেষ চারে ওঠা ডর্টমুন্ডের। 

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ পয়েন্ট হারিয়েছে দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হামের বিপক্ষে তাদের মাঠে ২-২ গোলে ড্র করেছে অলরেডরা। তাতের লিগ জয়ের স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের। আর রেড ডেভিলরা এগিয়ে গিয়েও নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট ভাগাভাগি করেছে অবনমন অঞ্চলে থাকা বার্নলির সঙ্গে। ৭৯ মিনিটে অ্যান্থনির গোলে এগিয়ে যায় এরিক টেন হাগের দল। ৮ মিনিট পর পেনাল্টি থেকে সমতায় ফেরে বার্নলি। 

এই ড্রয়ে ৩৪ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল। লিগের আরেক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড নিজেদের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তলানির দল শেফিল্ড ইউনাইটেডকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজারে বিমানঘাঁটিতে গুলি: যা বলছে আইএসপিআর, নিহতের মা-বাবা ও স্থানীয়রা

কক্সবাজার বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা, সংঘর্ষে নিহত ১

ভারতের কাছে হারে পাকিস্তান টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিলেন শোয়েব

নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক নিয়ে কী প্রস্তাব এল, জানালেন আখতার

মালিককে ঘরে আটকে রেখে খামারে পেট্রল ঢেলে আগুন, পুড়ল ৮ গরু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত