Ajker Patrika

বিশ্বকাপে মেক্সিকান মাস্ক নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৪: ৪৭
বিশ্বকাপে মেক্সিকান মাস্ক নিষিদ্ধ

বিশ্বকাপ এলেই রং-বেরঙের পোশাকে সজ্জিত হয়ে খেলা দেখতে মাঠে যায় ভক্তরা। এর মধ্যে অন্যদের চেয়ে একটু বেশিই রঙিন হয়ে সাজে মেক্সিকানরা। নানা ধরনের স্প্যানিশ গানে মাতিয়ে তোলে গ্যালারিসহ স্টেডিয়ামের আশপাশ। মেক্সিকান সমর্থকেরা অবশ্য নিজেদের সাজ পূর্ণাঙ্গ করতে ‘লুচা লিবরা’ নামের একটা রঙিন মাস্কও পরে, যা কিনা মেক্সিকান ঐতিহ্যের সঙ্গে খুবই সামঞ্জস্য একটি সংস্কৃতিও। কিন্তু কাতার বিশ্বকাপে এই মাস্ক পরা কোনো মেক্সিকান দর্শক চোখে পড়বে না আপনার।

কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি এই ঐতিহ্যবাহী মাস্ক পরে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। আয়োজকদের পক্ষ থেকে অফিশিয়ালি জানানোর পর এ সম্পর্কে মেক্সিকান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর আলফানসো জাগবে এ বিষয়ে নিশ্চিত করেছেন। এমনকি লুকিয়েও যদি কেউ ওই মাস্ক নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করে, তাহলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

নিরাপত্তার কথা ভেবে বিমানবন্দর থেকেই সব ধরনের মাদক নিষিদ্ধ করবে বিশ্বকাপ আয়োজক কর্তৃপক্ষ। বিশ্বকাপের সময়ও বেশ কিছু বিধিনিষেধের মধ্যে প্রকাশ্যে মাদক সেবনকে নিষিদ্ধ ঘোষণা করেছে আয়োজক দেশ।

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে সি গ্রুপে পড়েছে মেক্সিকো। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড, আর্জেন্টিনা ও সৌদি আরব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত