ক্রীড়া ডেস্ক
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন তিনি। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ৩৯ বছর বয়সী রোনালদোর পা জোড়া চলে সমান তালে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে রেকর্ড গড়ার পুরস্কার এবার পেলেন এই তারকা ফুটবলার।
২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৩১ ম্যাচ খেলে করেন ৩৫ গোল। যা সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। সৌদি আরবের লিগটির মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। লিগটি তাদের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে পোস্ট করেছে। আল নাসরের হয়ে বিভিন্ন রকম উদ্যাপনের ছবি জোড়া লাগানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। মে মাসের সেরা ফুটবলার।’ ক্যাপশন শেষে ছাগলের ইমোজি ও পর্তুগালের পতাকার ছবি জোড়া লাগিয়েছে।
২৭ মে আল-আওয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-২ গোলে। জোড়া গোল করে এই ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ৩৪ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২০১৯-২০ মৌসুমে সৌদির লিগটিতে আল নাসরের হয়ে খেলেছিলেন।
সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড তখন লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ রোনালদোর রেকর্ড গড়ার মৌসুমেও ২০২৩-২৪ সৌদি প্রো লিগ জেতা হয়নি আল নাসরের। শিরোপা জিতেছে আল হিলাল।
আরও পড়ুন:
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন তিনি। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ৩৯ বছর বয়সী রোনালদোর পা জোড়া চলে সমান তালে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে রেকর্ড গড়ার পুরস্কার এবার পেলেন এই তারকা ফুটবলার।
২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৩১ ম্যাচ খেলে করেন ৩৫ গোল। যা সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। সৌদি আরবের লিগটির মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। লিগটি তাদের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে পোস্ট করেছে। আল নাসরের হয়ে বিভিন্ন রকম উদ্যাপনের ছবি জোড়া লাগানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। মে মাসের সেরা ফুটবলার।’ ক্যাপশন শেষে ছাগলের ইমোজি ও পর্তুগালের পতাকার ছবি জোড়া লাগিয়েছে।
২৭ মে আল-আওয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-২ গোলে। জোড়া গোল করে এই ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ৩৪ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২০১৯-২০ মৌসুমে সৌদির লিগটিতে আল নাসরের হয়ে খেলেছিলেন।
সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড তখন লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ রোনালদোর রেকর্ড গড়ার মৌসুমেও ২০২৩-২৪ সৌদি প্রো লিগ জেতা হয়নি আল নাসরের। শিরোপা জিতেছে আল হিলাল।
আরও পড়ুন:
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে