ক্রীড়া ডেস্ক
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন তিনি। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ৩৯ বছর বয়সী রোনালদোর পা জোড়া চলে সমান তালে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে রেকর্ড গড়ার পুরস্কার এবার পেলেন এই তারকা ফুটবলার।
২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৩১ ম্যাচ খেলে করেন ৩৫ গোল। যা সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। সৌদি আরবের লিগটির মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। লিগটি তাদের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে পোস্ট করেছে। আল নাসরের হয়ে বিভিন্ন রকম উদ্যাপনের ছবি জোড়া লাগানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। মে মাসের সেরা ফুটবলার।’ ক্যাপশন শেষে ছাগলের ইমোজি ও পর্তুগালের পতাকার ছবি জোড়া লাগিয়েছে।
২৭ মে আল-আওয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-২ গোলে। জোড়া গোল করে এই ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ৩৪ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২০১৯-২০ মৌসুমে সৌদির লিগটিতে আল নাসরের হয়ে খেলেছিলেন।
সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড তখন লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ রোনালদোর রেকর্ড গড়ার মৌসুমেও ২০২৩-২৪ সৌদি প্রো লিগ জেতা হয়নি আল নাসরের। শিরোপা জিতেছে আল হিলাল।
আরও পড়ুন:
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন তিনি। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, ৩৯ বছর বয়সী রোনালদোর পা জোড়া চলে সমান তালে। সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে রেকর্ড গড়ার পুরস্কার এবার পেলেন এই তারকা ফুটবলার।
২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগ শেষ হয়েছে কদিন আগে। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৩১ ম্যাচ খেলে করেন ৩৫ গোল। যা সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। সৌদি আরবের লিগটির মে মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রোনালদো। লিগটি তাদের অফিশিয়ার টুইটার অ্যাকাউন্টে পর্তুগিজ তারকা ফরোয়ার্ডকে নিয়ে পোস্ট করেছে। আল নাসরের হয়ে বিভিন্ন রকম উদ্যাপনের ছবি জোড়া লাগানো হয়েছে। ক্যাপশন দিয়েছে, ‘সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি গোল দিয়েছেন। মে মাসের সেরা ফুটবলার।’ ক্যাপশন শেষে ছাগলের ইমোজি ও পর্তুগালের পতাকার ছবি জোড়া লাগিয়েছে।
২৭ মে আল-আওয়াল স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল নাসর ও আল ইত্তিহাদ। সেই ম্যাচে আল নাসর জিতেছিল ৪-২ গোলে। জোড়া গোল করে এই ম্যাচেই এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নেন রোনালদো। ৩৪ গোল করে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের তালিকায় দুইয়ে আবদেররাজ্জাক হামদাল্লাহ। ২০১৯-২০ মৌসুমে সৌদির লিগটিতে আল নাসরের হয়ে খেলেছিলেন।
সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড তখন লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে দৌড়াই না, রেকর্ড আমার পেছনে দৌড়ায়।’ রোনালদোর রেকর্ড গড়ার মৌসুমেও ২০২৩-২৪ সৌদি প্রো লিগ জেতা হয়নি আল নাসরের। শিরোপা জিতেছে আল হিলাল।
আরও পড়ুন:
উইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
২২ মিনিট আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৪ ঘণ্টা আগেমুলতানের পিচ যে ব্যাটারদের বধ্যভূমি, সেটা যাঁরা খেলা দেখা দেখেছেন তাঁরা তো বুঝতে পেরেছেনই। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের স্কোরকার্ড দেখেও যে কোনো ব্যক্তি তা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন। বোলারদের রাজত্বে প্রথম টেস্টের ফল আসতে পূর্ণ তিন দিনও লাগেনি।
৪ ঘণ্টা আগেবিতর্ক আল হাসান, ঝামেলা আল হাসান—সাকিব আল হাসানকে চাইলে এখন অনেকভাবেই সম্বোধন করা যেতে পারে। নেতিবাচক ঘটনায় সাকিব শিরোনাম হচ্ছেন অনেকবার। নিষেধাজ্ঞা, চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়া, গ্রেপ্তারি পরোয়ানা—বাদ যাচ্ছে না কিছুই। আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তাঁর বিরুদ্ধে আজ জারি হওয়া গ্রেপ্তা
৫ ঘণ্টা আগে