ক্রীড়া ডেস্ক
৫ মিনিটের ঝড়ে পাঁচ বছরে নিজেদের চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ৭৫ মিনিট পর্যন্ত অ্যাস্টন ভিলার কাছে দুই গোলে পিছিয়ে থাকা জয়ের পর সিটি সমর্থকদের শিরোপা উল্লাস হয়েছে দেখার মতো। অতি আনন্দের কারণেই কিনা বেশি মাত্রায় বাড়াবাড়ি করে ফেললেন এক সমর্থক।
ম্যাচের শেষ বাঁশি বাজতেই গতকাল ইতিহাদ স্টেডিয়ামে মাঠে নেমে পড়েন হাজার হাজার সিটি সমর্থক। তখন পর্যন্ত মাঠ ছাড়ারই সময় পাননি সিটি-অ্যাস্টন ভিলার ফুটবলাররা। সুযোগটাকে কাজে লাগালেন এক উগ্র সিটি সমর্থক। দৌড়ে পেছন থেকে মাথায় চড় মেরে বসলেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক রবিন ওলসেনকে! সমর্থকদের ধারণকৃত ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।
চড় কাণ্ডের প্রতিবাদ জানিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচ শেষে ভিলা কোচ স্টিফেন জেরার্ডকে এই প্রসঙ্গে প্রশ্ন করতেই বিরক্তি ঝেড়েছেন তিনি। বলেছেন, ‘আমাদের গোলরক্ষককে আক্রমণ করা হয়েছে। আমার মনে হয় সিটিকে এই প্রশ্নটা করা উচিত। তবে ওলসেন এখন ঠিক আছে।’
দর্শকদের উগ্র কাণ্ডে কিছুদিন ধরেই বিব্রত ইংলিশ এফএ। নটিংহ্যাম ফরেস্ট, এভারটনের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়েছেন কিছুদিন আগে। বিব্রত ম্যানসিটি কর্তৃপক্ষও। হামলাকারী সমর্থককে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে বলে সিটির পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ‘ক্লাব দ্রুত তদন্ত শুরু করেছে। একবার চিহ্নিত হয়ে গেলে হামলাকারী অনির্দিষ্টকালের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ হতে পারে।’
ভিলা সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে স্প্যানিশ কোচ বলেছেন, ‘ক্লাবের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। জানি না এসব সমর্থকেরা কেন এমন আচরণ করে। আশা করি ওই ব্যক্তিকে খুঁজে শাস্তির আওতায় আনা হবে।’
৫ মিনিটের ঝড়ে পাঁচ বছরে নিজেদের চতুর্থ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। ৭৫ মিনিট পর্যন্ত অ্যাস্টন ভিলার কাছে দুই গোলে পিছিয়ে থাকা জয়ের পর সিটি সমর্থকদের শিরোপা উল্লাস হয়েছে দেখার মতো। অতি আনন্দের কারণেই কিনা বেশি মাত্রায় বাড়াবাড়ি করে ফেললেন এক সমর্থক।
ম্যাচের শেষ বাঁশি বাজতেই গতকাল ইতিহাদ স্টেডিয়ামে মাঠে নেমে পড়েন হাজার হাজার সিটি সমর্থক। তখন পর্যন্ত মাঠ ছাড়ারই সময় পাননি সিটি-অ্যাস্টন ভিলার ফুটবলাররা। সুযোগটাকে কাজে লাগালেন এক উগ্র সিটি সমর্থক। দৌড়ে পেছন থেকে মাথায় চড় মেরে বসলেন অ্যাস্টন ভিলা গোলরক্ষক রবিন ওলসেনকে! সমর্থকদের ধারণকৃত ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য।
চড় কাণ্ডের প্রতিবাদ জানিয়েছে অ্যাস্টন ভিলা। ম্যাচ শেষে ভিলা কোচ স্টিফেন জেরার্ডকে এই প্রসঙ্গে প্রশ্ন করতেই বিরক্তি ঝেড়েছেন তিনি। বলেছেন, ‘আমাদের গোলরক্ষককে আক্রমণ করা হয়েছে। আমার মনে হয় সিটিকে এই প্রশ্নটা করা উচিত। তবে ওলসেন এখন ঠিক আছে।’
দর্শকদের উগ্র কাণ্ডে কিছুদিন ধরেই বিব্রত ইংলিশ এফএ। নটিংহ্যাম ফরেস্ট, এভারটনের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়েছেন কিছুদিন আগে। বিব্রত ম্যানসিটি কর্তৃপক্ষও। হামলাকারী সমর্থককে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে বলে সিটির পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, ‘ক্লাব দ্রুত তদন্ত শুরু করেছে। একবার চিহ্নিত হয়ে গেলে হামলাকারী অনির্দিষ্টকালের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ হতে পারে।’
ভিলা সমর্থকদের কাছে ক্ষমাও চেয়েছেন সিটি কোচ পেপ গার্দিওলা। ম্যাচ শেষে স্প্যানিশ কোচ বলেছেন, ‘ক্লাবের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। জানি না এসব সমর্থকেরা কেন এমন আচরণ করে। আশা করি ওই ব্যক্তিকে খুঁজে শাস্তির আওতায় আনা হবে।’
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
৬ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
৭ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৭ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৮ ঘণ্টা আগে