ক্রীড়া ডেস্ক
লিওনেল স্কালোনির জিয়নকাঠির ছোঁয়ায় বদলে যাওয়া আর্জেন্টিনার জয়রথ ছুটছেই। ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে গত রাতের আগে সর্বশেষ ২৯ ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন স্কালোনির শিষ্যরা। সংখ্যাটা ছুঁল ৩০-এ।
ভেনেজুয়েলাকে গত রাতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচেও বিন্দুমাত্র ছাড় দেয়নি। নিজেদের বদলে যাওয়া ঢঙেই তুলে নিয়েছে আরেকটি জয়। জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বাকি দুটি গোল করেছেন নিকোলাস গঞ্জালেস ও আনহেল দি মারিয়া।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনো ঠিক হয়নি। অন্য ম্যাচে আগামী বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচ খেলে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল মেসিদের পায়েই। গোলের জন্য আর্জেন্টিনা শট নিয়েছে ১৬টি, গোলপোস্টের নিশানায় রাখতে পেরেছে যার ৬টি। প্রথম গোলের জন্য মেসিদের অপেক্ষা শেষ হয় ম্যাচের ৩৫ মিনিটে। রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করেন নিকো গঞ্জালেস।
ম্যাচের ৭৯ মিনিটে দ্বিতীয় গোল আসে দি মারিয়ার পা থেকে। আবারও ডি পলের পাস থেকে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে আর্জেন্টিনাকে গোলের আনন্দে ভাসান দি মারিয়া। মিনিট তিনেক পর দি মারিয়ার পাস থেকে দারুণ এক ভলিতে গোলের দেখা পান মেসি।
লিওনেল স্কালোনির জিয়নকাঠির ছোঁয়ায় বদলে যাওয়া আর্জেন্টিনার জয়রথ ছুটছেই। ৪৩ বছর বয়সী এই কোচের অধীনে গত রাতের আগে সর্বশেষ ২৯ ম্যাচ অপরাজিত আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে শেষ ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন স্কালোনির শিষ্যরা। সংখ্যাটা ছুঁল ৩০-এ।
ভেনেজুয়েলাকে গত রাতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। আগেই কাতার বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা এই ম্যাচেও বিন্দুমাত্র ছাড় দেয়নি। নিজেদের বদলে যাওয়া ঢঙেই তুলে নিয়েছে আরেকটি জয়। জাতীয় দলে ফিরেই গোলের দেখা পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। বাকি দুটি গোল করেছেন নিকোলাস গঞ্জালেস ও আনহেল দি মারিয়া।
বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বাকি রয়েছে আর দুই ম্যাচ। একটি ব্রাজিলের বিপক্ষে, যার সূচি এখনো ঠিক হয়নি। অন্য ম্যাচে আগামী বুধবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপ বাছাইয়ে ১৬ ম্যাচ খেলে ১১ জয় ও ৫ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সবার নিচে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৭ ম্যাচে ১০ পয়েন্ট।
ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের প্রায় ৭৩ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল মেসিদের পায়েই। গোলের জন্য আর্জেন্টিনা শট নিয়েছে ১৬টি, গোলপোস্টের নিশানায় রাখতে পেরেছে যার ৬টি। প্রথম গোলের জন্য মেসিদের অপেক্ষা শেষ হয় ম্যাচের ৩৫ মিনিটে। রদ্রিগো ডি পলের পাস থেকে গোল করেন নিকো গঞ্জালেস।
ম্যাচের ৭৯ মিনিটে দ্বিতীয় গোল আসে দি মারিয়ার পা থেকে। আবারও ডি পলের পাস থেকে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে লব করে আর্জেন্টিনাকে গোলের আনন্দে ভাসান দি মারিয়া। মিনিট তিনেক পর দি মারিয়ার পাস থেকে দারুণ এক ভলিতে গোলের দেখা পান মেসি।
চ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১০ ঘণ্টা আগেব্যাটার কোহলিকে তো নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। একের পর এক রেকর্ড গড়েছেন বলে পেয়েছেন ‘কিং কোহলি’ উপাধি। রেকর্ড গড়া যাঁর কাছে ডালভাতের মতো, তিনি আজ গড়লেন আরও এক রেকর্ড। তাতে পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে।
১০ ঘণ্টা আগে