Ajker Patrika

বাংলাদেশকে নিয়ে সেমিতে উঠল ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশকে নিয়ে সেমিতে উঠল ভারত

ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে আজ না খেললেও ছিল বাংলাদেশ। কারণ ভারত-মালদ্বীপ ম্যাচের ফলের ওপর বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা নির্ভর করছিল। শেষ পর্যন্ত সুখবর পেল সাইফুল বারী টিটুর বাংলাদেশ।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল ভারত ও মালদ্বীপ। বাংলাদেশ এক পরাজয় ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে আগেই গ্রুপ পর্বের খেলা শেষ করেছে। মালদ্বীপও ১ পয়েন্ট নিয়ে আজ ভারতের বিপক্ষে খেলতে নামে। কোনো মতে ড্র করলেই মালদ্বীপ উঠে যেত সেমিফাইনালে। সেখানে আজ মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। বাংলাদেশ, মালদ্বীপ দুটো দলই ১ পয়েন্ট নিয়ে শেষ করেছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে। বাংলাদেশ ও মালদ্বীপের গোল ব্যবধান: -১ ও -৩।

ম্যাচে ভারত দ্বিতীয় গোলটি পেয়েছে সৌভাগ্যবশত। মালদ্বীপের গোলরক্ষকের হাত থেকে ফসকে বল বক্সের মধ্যে ঢুকে যায়। তখনও বাংলাদেশের অনিশ্চয়তা ছিল। কারণ মালদ্বীপ এরপর কোনো মতে এক গোল দিলে বাংলাদেশের গল্প শেষ গ্রুপ পর্বেই। তবে সেটা আর হয়নি। ম্যাচের শেষ মুহূর্তে ভারত আরও এক গোল দিয়েছে। বাংলাদেশকে নিয়েই সেমিফাইনালে উঠল ভারত।

বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভারতের কাছে ০-১ গোলে হেরেছিল। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তাকিয়ে ছিল ভারতের দিকে। আজ ভারত ২ গোলের ব্যবধানে না জিতলে বাংলাদেশের বদলে মালদ্বীপ সেমিফাইনাল খেলত। এখন ভারত ৩-০ গোলে জেতায় মূলত বাংলাদেশ পরের পর্বে খেলার সুযোগ পাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত