ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে এসে ‘গোলমেশিন’ তকমা জুড়ে গেছে আর্লিং হালান্ডের সঙ্গে। একের পর এক রেকর্ডও ভেঙে দিচ্ছেন নিয়মিত। নরওয়েজীয় এই স্ট্রাইকার জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের তালিকায়।
২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে টানা চার মৌসুম শিরোপা জয়ের কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। সিটির সবশেষ দুই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দলের সদস্য হালান্ড। দুইবার তিনি জিতেছেন গোল্ডেন বুট। প্রথমবারের মতো সিটিতে খেলতে এসে গত মৌসুমে হালান্ড প্রিমিয়ার লিগে করেন ৩৬ গোল। সদ্য সমাপ্ত মৌসুমে ২৭ গোল করেন হালান্ড। অ্যালান শিয়ারার, মাইকেল ওয়েন, থিয়েরি অঁরি, রবিন ফন পার্সি, মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনের পর সপ্তম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জেতেন হালান্ড।
টানা তিন মৌসুম প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেছেন অ্যালান শিয়ারার ও থিয়েরি অঁরি। ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭—টানা তিনবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন শিয়ারার। যার মধ্যে প্রথম দুইবার গোল্ডেন বুট জেতেন ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে। পরের মৌসুমে (১৯৯৬-৯৭) জেতেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। থিয়েরি অঁরি গোল্ডেন বুট জেতার ‘হ্যাটট্রিক’ (২০০৩-০৪,২০০৪-০৫, ২০০৫-০৬) করেন আর্সেনালের হয়েই। শিয়ারারের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে দুই ক্লাবের জার্সিতে গোল্ডেন বুট জেতার কীর্তি রয়েছে রবিন ফন পার্সির। ২০১১-১২ মৌসুমে আর্সেনালের হয়ে সর্বোচ্চ গোল করেন ফন পার্সি। ডাচ ফুটবলার ২০১২-১৩ মৌসুমের গোল্ডেন বুট জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে।
দুই মৌসুম মিলে (২০২২-২৩,২০২৩-২৪) ম্যান সিটির জার্সিতে ৯৭ ম্যাচ খেলেন হালান্ড। করেছেন ৯০ গোল ও অ্যাসিস্ট করেন ১৫ গোলে। যার মধ্যে প্রিমিয়ার লিগেই করেছেন ৬৩ গোল। যেভাবে ‘পাগলা ঘোড়ার’ মতো ছুটে চলেছেন, তাতে করে অঁরি, শিয়ারারদের রেকর্ডে ভাগ বসানো কঠিন হবে না হালান্ডের জন্য।
প্রিমিয়ার লিগে টানা গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড়
দল মৌসুম
অ্যালান শিয়ারার ব্ল্যাকবার্ন রোভার্স, নিউক্যাসল ইউনাইটেড ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭
মাইকেল ওয়েন লিভারপুল ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯
থিয়েরি অঁরি আর্সেনাল ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬
রবিন ফন পার্সি আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ২০১১-১২, ২০১২-১৩
মোহাম্মদ সালাহ লিভারপুল ২০১৫-১৬, ২০১৬-১৭
হ্যারি কেইন টটেনহাম ২০১৭-১৮, ২০১৮-২০১৯
আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি ২০২২-২৩, ২০২৩-২৪
ম্যানচেস্টার সিটিতে এসে ‘গোলমেশিন’ তকমা জুড়ে গেছে আর্লিং হালান্ডের সঙ্গে। একের পর এক রেকর্ডও ভেঙে দিচ্ছেন নিয়মিত। নরওয়েজীয় এই স্ট্রাইকার জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের তালিকায়।
২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে টানা চার মৌসুম শিরোপা জয়ের কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। সিটির সবশেষ দুই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দলের সদস্য হালান্ড। দুইবার তিনি জিতেছেন গোল্ডেন বুট। প্রথমবারের মতো সিটিতে খেলতে এসে গত মৌসুমে হালান্ড প্রিমিয়ার লিগে করেন ৩৬ গোল। সদ্য সমাপ্ত মৌসুমে ২৭ গোল করেন হালান্ড। অ্যালান শিয়ারার, মাইকেল ওয়েন, থিয়েরি অঁরি, রবিন ফন পার্সি, মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনের পর সপ্তম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জেতেন হালান্ড।
টানা তিন মৌসুম প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেছেন অ্যালান শিয়ারার ও থিয়েরি অঁরি। ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭—টানা তিনবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন শিয়ারার। যার মধ্যে প্রথম দুইবার গোল্ডেন বুট জেতেন ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে। পরের মৌসুমে (১৯৯৬-৯৭) জেতেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। থিয়েরি অঁরি গোল্ডেন বুট জেতার ‘হ্যাটট্রিক’ (২০০৩-০৪,২০০৪-০৫, ২০০৫-০৬) করেন আর্সেনালের হয়েই। শিয়ারারের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে দুই ক্লাবের জার্সিতে গোল্ডেন বুট জেতার কীর্তি রয়েছে রবিন ফন পার্সির। ২০১১-১২ মৌসুমে আর্সেনালের হয়ে সর্বোচ্চ গোল করেন ফন পার্সি। ডাচ ফুটবলার ২০১২-১৩ মৌসুমের গোল্ডেন বুট জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে।
দুই মৌসুম মিলে (২০২২-২৩,২০২৩-২৪) ম্যান সিটির জার্সিতে ৯৭ ম্যাচ খেলেন হালান্ড। করেছেন ৯০ গোল ও অ্যাসিস্ট করেন ১৫ গোলে। যার মধ্যে প্রিমিয়ার লিগেই করেছেন ৬৩ গোল। যেভাবে ‘পাগলা ঘোড়ার’ মতো ছুটে চলেছেন, তাতে করে অঁরি, শিয়ারারদের রেকর্ডে ভাগ বসানো কঠিন হবে না হালান্ডের জন্য।
প্রিমিয়ার লিগে টানা গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড়
দল মৌসুম
অ্যালান শিয়ারার ব্ল্যাকবার্ন রোভার্স, নিউক্যাসল ইউনাইটেড ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭
মাইকেল ওয়েন লিভারপুল ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯
থিয়েরি অঁরি আর্সেনাল ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬
রবিন ফন পার্সি আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ২০১১-১২, ২০১২-১৩
মোহাম্মদ সালাহ লিভারপুল ২০১৫-১৬, ২০১৬-১৭
হ্যারি কেইন টটেনহাম ২০১৭-১৮, ২০১৮-২০১৯
আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি ২০২২-২৩, ২০২৩-২৪
মুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্টের প্রথম দিনের অর্ধেকটা সময় কেড়ে নিয়েছে বাজে আবহাওয়া। পরে ব্যাটিংয়ে নেমে ৪৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের ৯৭ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে ওঠে তাঁরা। তবে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হতেও দেরি...
১১ মিনিট আগেআকাশে উড়তে থাকা রংপুর রাইডার্সকে মাটিতে নামিয়ে আনার দারুণ একটা সুযোগ পেয়েছিল চিটাগং কিংস। ১৬৪ রানেই তারা আটকে দিয়েছিল রংপুর রাইডার্সকে। কিন্তু ঘরের মাঠ, গ্যালারিভর্তি দর্শকের সমর্থন নিয়েও ব্যাটিংয়ে অনুজ্জ্বল চিটাগং; ২০ ওভার খেললেও ৮ উইকেটে ১৩১ রানের বেশি তুলতে পারেনি তারা। তাতে রংপুর রাইডার্সের জয় ৩
১২ ঘণ্টা আগেবোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
১৪ ঘণ্টা আগেপয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের লড়াই যেমন হওয়ার উচিত, ঠিক তেমনই হলো রংপুরের ইনিংস পর্যন্ত। আলিস আল ইসলাম-বিনুরা ফার্নান্দোদের দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে ৬৯ রানেই ৪ উইকেট হারিয়েছিল রংপুর। ধুঁকতে ধুঁকতে ১৪ ওভারে রান তুলতে পেরেছিল কেবল...
১৪ ঘণ্টা আগে