ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে এসে ‘গোলমেশিন’ তকমা জুড়ে গেছে আর্লিং হালান্ডের সঙ্গে। একের পর এক রেকর্ডও ভেঙে দিচ্ছেন নিয়মিত। নরওয়েজীয় এই স্ট্রাইকার জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের তালিকায়।
২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে টানা চার মৌসুম শিরোপা জয়ের কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। সিটির সবশেষ দুই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দলের সদস্য হালান্ড। দুইবার তিনি জিতেছেন গোল্ডেন বুট। প্রথমবারের মতো সিটিতে খেলতে এসে গত মৌসুমে হালান্ড প্রিমিয়ার লিগে করেন ৩৬ গোল। সদ্য সমাপ্ত মৌসুমে ২৭ গোল করেন হালান্ড। অ্যালান শিয়ারার, মাইকেল ওয়েন, থিয়েরি অঁরি, রবিন ফন পার্সি, মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনের পর সপ্তম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জেতেন হালান্ড।
টানা তিন মৌসুম প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেছেন অ্যালান শিয়ারার ও থিয়েরি অঁরি। ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭—টানা তিনবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন শিয়ারার। যার মধ্যে প্রথম দুইবার গোল্ডেন বুট জেতেন ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে। পরের মৌসুমে (১৯৯৬-৯৭) জেতেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। থিয়েরি অঁরি গোল্ডেন বুট জেতার ‘হ্যাটট্রিক’ (২০০৩-০৪,২০০৪-০৫, ২০০৫-০৬) করেন আর্সেনালের হয়েই। শিয়ারারের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে দুই ক্লাবের জার্সিতে গোল্ডেন বুট জেতার কীর্তি রয়েছে রবিন ফন পার্সির। ২০১১-১২ মৌসুমে আর্সেনালের হয়ে সর্বোচ্চ গোল করেন ফন পার্সি। ডাচ ফুটবলার ২০১২-১৩ মৌসুমের গোল্ডেন বুট জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে।
দুই মৌসুম মিলে (২০২২-২৩,২০২৩-২৪) ম্যান সিটির জার্সিতে ৯৭ ম্যাচ খেলেন হালান্ড। করেছেন ৯০ গোল ও অ্যাসিস্ট করেন ১৫ গোলে। যার মধ্যে প্রিমিয়ার লিগেই করেছেন ৬৩ গোল। যেভাবে ‘পাগলা ঘোড়ার’ মতো ছুটে চলেছেন, তাতে করে অঁরি, শিয়ারারদের রেকর্ডে ভাগ বসানো কঠিন হবে না হালান্ডের জন্য।
প্রিমিয়ার লিগে টানা গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড়
দল মৌসুম
অ্যালান শিয়ারার ব্ল্যাকবার্ন রোভার্স, নিউক্যাসল ইউনাইটেড ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭
মাইকেল ওয়েন লিভারপুল ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯
থিয়েরি অঁরি আর্সেনাল ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬
রবিন ফন পার্সি আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ২০১১-১২, ২০১২-১৩
মোহাম্মদ সালাহ লিভারপুল ২০১৫-১৬, ২০১৬-১৭
হ্যারি কেইন টটেনহাম ২০১৭-১৮, ২০১৮-২০১৯
আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি ২০২২-২৩, ২০২৩-২৪
ম্যানচেস্টার সিটিতে এসে ‘গোলমেশিন’ তকমা জুড়ে গেছে আর্লিং হালান্ডের সঙ্গে। একের পর এক রেকর্ডও ভেঙে দিচ্ছেন নিয়মিত। নরওয়েজীয় এই স্ট্রাইকার জায়গা করে নিয়েছেন কিংবদন্তিদের তালিকায়।
২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগের শেষ দিন ছিল গতকাল। প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে টানা চার মৌসুম শিরোপা জয়ের কীর্তি গড়ে ম্যানচেস্টার সিটি। সিটির সবশেষ দুই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী দলের সদস্য হালান্ড। দুইবার তিনি জিতেছেন গোল্ডেন বুট। প্রথমবারের মতো সিটিতে খেলতে এসে গত মৌসুমে হালান্ড প্রিমিয়ার লিগে করেন ৩৬ গোল। সদ্য সমাপ্ত মৌসুমে ২৭ গোল করেন হালান্ড। অ্যালান শিয়ারার, মাইকেল ওয়েন, থিয়েরি অঁরি, রবিন ফন পার্সি, মোহাম্মদ সালাহ, হ্যারি কেইনের পর সপ্তম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম গোল্ডেন বুট জেতেন হালান্ড।
টানা তিন মৌসুম প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জিতেছেন অ্যালান শিয়ারার ও থিয়েরি অঁরি। ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭—টানা তিনবার মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ছিলেন শিয়ারার। যার মধ্যে প্রথম দুইবার গোল্ডেন বুট জেতেন ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে। পরের মৌসুমে (১৯৯৬-৯৭) জেতেন নিউক্যাসল ইউনাইটেডের হয়ে। থিয়েরি অঁরি গোল্ডেন বুট জেতার ‘হ্যাটট্রিক’ (২০০৩-০৪,২০০৪-০৫, ২০০৫-০৬) করেন আর্সেনালের হয়েই। শিয়ারারের পর দ্বিতীয় ফুটবলার হিসেবে দুই ক্লাবের জার্সিতে গোল্ডেন বুট জেতার কীর্তি রয়েছে রবিন ফন পার্সির। ২০১১-১২ মৌসুমে আর্সেনালের হয়ে সর্বোচ্চ গোল করেন ফন পার্সি। ডাচ ফুটবলার ২০১২-১৩ মৌসুমের গোল্ডেন বুট জেতেন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে।
দুই মৌসুম মিলে (২০২২-২৩,২০২৩-২৪) ম্যান সিটির জার্সিতে ৯৭ ম্যাচ খেলেন হালান্ড। করেছেন ৯০ গোল ও অ্যাসিস্ট করেন ১৫ গোলে। যার মধ্যে প্রিমিয়ার লিগেই করেছেন ৬৩ গোল। যেভাবে ‘পাগলা ঘোড়ার’ মতো ছুটে চলেছেন, তাতে করে অঁরি, শিয়ারারদের রেকর্ডে ভাগ বসানো কঠিন হবে না হালান্ডের জন্য।
প্রিমিয়ার লিগে টানা গোল্ডেন বুট পাওয়া খেলোয়াড়
দল মৌসুম
অ্যালান শিয়ারার ব্ল্যাকবার্ন রোভার্স, নিউক্যাসল ইউনাইটেড ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭
মাইকেল ওয়েন লিভারপুল ১৯৯৭-৯৮, ১৯৯৮-৯৯
থিয়েরি অঁরি আর্সেনাল ২০০৩-০৪, ২০০৪-০৫, ২০০৫-০৬
রবিন ফন পার্সি আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড ২০১১-১২, ২০১২-১৩
মোহাম্মদ সালাহ লিভারপুল ২০১৫-১৬, ২০১৬-১৭
হ্যারি কেইন টটেনহাম ২০১৭-১৮, ২০১৮-২০১৯
আর্লিং হালান্ড ম্যানচেস্টার সিটি ২০২২-২৩, ২০২৩-২৪
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৬ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
৮ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
৯ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১০ ঘণ্টা আগে