ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সেই জমজমাট দ্বৈরথ শেষ হয়ে গেছে অনেক আগেই। ন্যুনতম যে সম্ভাবনা ছিল, তাও অনেকটা শেষ হয়ে যায় যখন দুজনেই ইউরোপীয় ফুটবল ছেড়ে চলে গেছেন। মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। আর রোনালদো খেলছেন সৌদি আরবের আল নাসরে।
অন্যদিকে বার্সেলোনা ও পিএসজি দুই ক্লাবেই মেসির একসময় সতীর্থ ছিলেন নেইমার। সেই নেইমারও এখন খেলছেন সৌদির আল হিলাল ক্লাবে। রোনালদো ও নেইমারের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ২০২৪ এর ফেব্রুয়ারিতে সৌদি আরবে রিয়াদ সিজন কাপে ইন্টার মায়ামির খেলার কথা শোনা যাচ্ছিল ইউরোপীয় সংবাদমাধ্যমে। মায়ামির প্রাক মৌসুম সফরে খেলার কথা ছিল আল নাসর ও আল হিলালের বিপক্ষে। ‘মেসি-রোনালদোর শেষ নৃত্য’-সামাজিকমাধ্যমে এই কথাও শোনা যাচ্ছিল। লিগ পদ্ধতিতে হতে যাওয়া রিয়াদ সিজন কাপে এই তিন তারকাকে দেখতে (মেসি-নেইমার-রোনালদো) ভক্ত-সমর্থকেরা যেন বেশ রোমাঞ্চিত ছিলেন। তবে মায়ামি তা নাকচ করেছে। এক বিবৃতিতে গতকাল ইন্টার মায়ামি বলেছে, ‘আজ (গতকাল) কিছুক্ষণ আগে একটা ঘোষণা এসেছিল যে ইন্টার মায়ামি রিয়াদ সিজন কাপে খেলতে যাচ্ছে। এটা সত্যি না। প্রাক মৌসুম সফর প্রসঙ্গে ব্যক্তিগতভাবে বা প্রকাশ্যে মালিক হোর্হে মাস কোনো কথা বলেননি।’
বার্সেলোনা, পিএসজির পর এ বছরের জুলাইতে মায়ামির হয়ে খেলছেন মেসি। ১৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। ইন্টার মায়ামি জানিয়েছে, ‘প্রথম দিন থেকেই তারা (ইন্টার মায়ামি) বিশ্বে একটা ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ২০২৪ প্রাক মৌসুম সফরের সূচি নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি।’
কিং ফাহাদ স্টেডিয়ামে এ বছরের জানুয়ারিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াদ অল স্টার একাদশ ও পিএসজি। সেই ম্যাচে মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে-তিন তারকা ফুটবলার খেলেছেন পিএসজিতে। আর রোনালদো ছিলেন রিয়াদ অল স্টার একাদশে। তারকায় ঠাসা ম্যাচে হয়েছিল গোলের বন্যা। পিএসজি ৫-৪ গোলে হারিয়েছিল রিয়াদ অল স্টার একাদশকে। রোনালদো জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন মেসি ও এমবাপ্পে। নেইমার পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করেছেন।
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির সেই জমজমাট দ্বৈরথ শেষ হয়ে গেছে অনেক আগেই। ন্যুনতম যে সম্ভাবনা ছিল, তাও অনেকটা শেষ হয়ে যায় যখন দুজনেই ইউরোপীয় ফুটবল ছেড়ে চলে গেছেন। মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে। আর রোনালদো খেলছেন সৌদি আরবের আল নাসরে।
অন্যদিকে বার্সেলোনা ও পিএসজি দুই ক্লাবেই মেসির একসময় সতীর্থ ছিলেন নেইমার। সেই নেইমারও এখন খেলছেন সৌদির আল হিলাল ক্লাবে। রোনালদো ও নেইমারের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ২০২৪ এর ফেব্রুয়ারিতে সৌদি আরবে রিয়াদ সিজন কাপে ইন্টার মায়ামির খেলার কথা শোনা যাচ্ছিল ইউরোপীয় সংবাদমাধ্যমে। মায়ামির প্রাক মৌসুম সফরে খেলার কথা ছিল আল নাসর ও আল হিলালের বিপক্ষে। ‘মেসি-রোনালদোর শেষ নৃত্য’-সামাজিকমাধ্যমে এই কথাও শোনা যাচ্ছিল। লিগ পদ্ধতিতে হতে যাওয়া রিয়াদ সিজন কাপে এই তিন তারকাকে দেখতে (মেসি-নেইমার-রোনালদো) ভক্ত-সমর্থকেরা যেন বেশ রোমাঞ্চিত ছিলেন। তবে মায়ামি তা নাকচ করেছে। এক বিবৃতিতে গতকাল ইন্টার মায়ামি বলেছে, ‘আজ (গতকাল) কিছুক্ষণ আগে একটা ঘোষণা এসেছিল যে ইন্টার মায়ামি রিয়াদ সিজন কাপে খেলতে যাচ্ছে। এটা সত্যি না। প্রাক মৌসুম সফর প্রসঙ্গে ব্যক্তিগতভাবে বা প্রকাশ্যে মালিক হোর্হে মাস কোনো কথা বলেননি।’
বার্সেলোনা, পিএসজির পর এ বছরের জুলাইতে মায়ামির হয়ে খেলছেন মেসি। ১৪ ম্যাচ খেলে ১১ গোল করেছেন ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি। ইন্টার মায়ামি জানিয়েছে, ‘প্রথম দিন থেকেই তারা (ইন্টার মায়ামি) বিশ্বে একটা ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। ২০২৪ প্রাক মৌসুম সফরের সূচি নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি।’
কিং ফাহাদ স্টেডিয়ামে এ বছরের জানুয়ারিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াদ অল স্টার একাদশ ও পিএসজি। সেই ম্যাচে মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে-তিন তারকা ফুটবলার খেলেছেন পিএসজিতে। আর রোনালদো ছিলেন রিয়াদ অল স্টার একাদশে। তারকায় ঠাসা ম্যাচে হয়েছিল গোলের বন্যা। পিএসজি ৫-৪ গোলে হারিয়েছিল রিয়াদ অল স্টার একাদশকে। রোনালদো জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন মেসি ও এমবাপ্পে। নেইমার পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করেছেন।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে