ক্রীড়া ডেস্ক
ডিআরভি পিংক স্টেডিয়ামে আজ ছিল কিংবদন্তিদের মিলনমেলা। ইউএস ওপেন কাপের ফাইনালে ইন্টার মায়ামি ওঠায় স্বাভাবিকভাবেই মাঠে ছিলেন লিওনেল মেসি ও ক্লাবটির সহস্বত্বাধিকারী ডেভিড বেকহাম। হঠাৎ করেই মাঠে দেখা যায় জিনেদিন জিদানকে। অতিথি হিসেবে খেলা দেখতে এসেছেন জিদান। তবে মেসি-জিদান-বেকহামদের পুনর্মিলনীর দিন চ্যাম্পিয়ন হতে পারেনি মায়ামি। মায়ামিকে হারিয়ে ২০২৩ ইউএস ওপেন কাপের চ্যাম্পিয়ন হাউস্টন ডায়নামো এফসি।
চোটে পড়ায় লিওনেল মেসির খেলা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত ফাইনালের দলে তিনি খেলেননি। মেসি না খেললেও ডিআরভি পিংক স্টেডিয়ামে আজ দাপটের সঙ্গে খেলেছে মায়ামি। এই ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখেছিল মায়ামি এবং ডায়নামো বল দখলে রেখেছিল ৪১ শতাংশ। তবে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ডায়নামোর কাছে। ৪ মিনিটে এরিক ভিয়াতচেঙ্কোর অ্যাসিস্টে গোলের শট নিয়েও কাজে লাগাতে পারেননি আদালবার্তো কারাসকুইলা। এরপর ৭ মিনিটে ডায়নামোর হেক্টর হেরেরা সুযোগ পেলেও বক্সের ওপর দিয়ে উড়িয়ে মারেন। ১২ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছিল ডায়নামো। কর্নার থেকে হেক্টর হেরেরার ক্রসে হেড করেন গ্রিফিন ডরসে। তবে ডরসে বলে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি। এরপর ১৫ মিনিটে ডায়নামোর নেলসন কুইনোনসের শট সেইভ করেছেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।
বারবার গোলের সুযোগ মিস হওয়া ডায়নামো গোল পেয়েছে ২৪ মিনিটে। মিডফিল্ডার আর্তুরের অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন গ্রিফিন ডরসে। অল্প সময়েই ব্যবধান দ্বিগুণ করে ডায়নামো। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আমিন ব্যাসি। আক্রমণ ও প্রতি আক্রমণের খেলায় দুই দলই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে, যার মধ্যে ৪২ মিনিটে মায়ামি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। লিওনার্দো কাম্পানার অ্যাসিস্টে বেনজামিন ক্রেমাশ্চির শট গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ডায়নামো।
পিছিয়ে থাকা মায়ামি ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে। ৫৬ মিনিটে জোসেফ মার্তিনেজ হেড দিলেও তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। আর ৬০ মিনিটে ক্রেমাশ্চির শট ঠেকিয়েছেন ডায়নামোর গোলরক্ষক অ্যান্ড্রিউ টারবেল। ৪ মিনিটের ব্যবধানে দুবার সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হওয়া মায়ামি গোল পেয়েছে শেষ মুহূর্তে এসে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ২ মিনিটে গোল করেন মার্তিনেজ। শেষ পর্যন্ত মায়ামিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাউস্টন ডায়নামো। তাতে দ্বিতীয়বার ইউএস ওপেন কাপ জিতল ডায়নামো। সবশেষ ২০১৮ সালে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ডিআরভি পিংক স্টেডিয়ামে আজ ছিল কিংবদন্তিদের মিলনমেলা। ইউএস ওপেন কাপের ফাইনালে ইন্টার মায়ামি ওঠায় স্বাভাবিকভাবেই মাঠে ছিলেন লিওনেল মেসি ও ক্লাবটির সহস্বত্বাধিকারী ডেভিড বেকহাম। হঠাৎ করেই মাঠে দেখা যায় জিনেদিন জিদানকে। অতিথি হিসেবে খেলা দেখতে এসেছেন জিদান। তবে মেসি-জিদান-বেকহামদের পুনর্মিলনীর দিন চ্যাম্পিয়ন হতে পারেনি মায়ামি। মায়ামিকে হারিয়ে ২০২৩ ইউএস ওপেন কাপের চ্যাম্পিয়ন হাউস্টন ডায়নামো এফসি।
চোটে পড়ায় লিওনেল মেসির খেলা নিয়ে ছিল সংশয়। শেষ পর্যন্ত ফাইনালের দলে তিনি খেলেননি। মেসি না খেললেও ডিআরভি পিংক স্টেডিয়ামে আজ দাপটের সঙ্গে খেলেছে মায়ামি। এই ম্যাচে ৫৯ শতাংশ বল দখলে রেখেছিল মায়ামি এবং ডায়নামো বল দখলে রেখেছিল ৪১ শতাংশ। তবে শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ডায়নামোর কাছে। ৪ মিনিটে এরিক ভিয়াতচেঙ্কোর অ্যাসিস্টে গোলের শট নিয়েও কাজে লাগাতে পারেননি আদালবার্তো কারাসকুইলা। এরপর ৭ মিনিটে ডায়নামোর হেক্টর হেরেরা সুযোগ পেলেও বক্সের ওপর দিয়ে উড়িয়ে মারেন। ১২ মিনিটে আরও একবার সুযোগ পেয়েছিল ডায়নামো। কর্নার থেকে হেক্টর হেরেরার ক্রসে হেড করেন গ্রিফিন ডরসে। তবে ডরসে বলে ঠিকঠাক মাথা ছোঁয়াতে পারেননি। এরপর ১৫ মিনিটে ডায়নামোর নেলসন কুইনোনসের শট সেইভ করেছেন মায়ামির গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।
বারবার গোলের সুযোগ মিস হওয়া ডায়নামো গোল পেয়েছে ২৪ মিনিটে। মিডফিল্ডার আর্তুরের অ্যাসিস্টে ডান পায়ের শটে গোল করেন গ্রিফিন ডরসে। অল্প সময়েই ব্যবধান দ্বিগুণ করে ডায়নামো। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আমিন ব্যাসি। আক্রমণ ও প্রতি আক্রমণের খেলায় দুই দলই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে, যার মধ্যে ৪২ মিনিটে মায়ামি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। লিওনার্দো কাম্পানার অ্যাসিস্টে বেনজামিন ক্রেমাশ্চির শট গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ডায়নামো।
পিছিয়ে থাকা মায়ামি ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে। ৫৬ মিনিটে জোসেফ মার্তিনেজ হেড দিলেও তা গোলবারের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। আর ৬০ মিনিটে ক্রেমাশ্চির শট ঠেকিয়েছেন ডায়নামোর গোলরক্ষক অ্যান্ড্রিউ টারবেল। ৪ মিনিটের ব্যবধানে দুবার সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ হওয়া মায়ামি গোল পেয়েছে শেষ মুহূর্তে এসে। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের ২ মিনিটে গোল করেন মার্তিনেজ। শেষ পর্যন্ত মায়ামিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় হাউস্টন ডায়নামো। তাতে দ্বিতীয়বার ইউএস ওপেন কাপ জিতল ডায়নামো। সবশেষ ২০১৮ সালে এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল তারা।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১২ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে