বেনজেমাকে বাঘের সঙ্গে তুলনা ইত্তিহাদের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ জুন ২০২৩, ১১: ১৫
Thumbnail image

ক্লাবের এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি আগেই জানিয়েছে, আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন করিম বেনজেমা। ঘটনা সত্যি হলেও দুই পক্ষ তখনো কোনো কিছু জানায়নি।

অবশেষে দুই পক্ষই চুক্তির বিষয় আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল। সৌদি আরবের ক্লাবের সঙ্গে চুক্তির পর বেনজেমা বলেছেন, ‘আমি বেশ রোমাঞ্চিত নতুন দেশে নতুন এক ফুটবল লিগে খেলতে পারা নিয়ে। আমার ক্যারিয়ারে অনেক দুর্দান্ত কিছু অর্জন করেছি এ জন্য সৌভাগ্যবান। স্পেন ও ইউরোপে সবকিছু্ জিতেছি। তাই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য এটাই সঠিক সময় মনে হয়েছে।’

অন্যদিকে বেনজেমাকে বাঘের সঙ্গে তুলনা করেছে আল ইত্তিহাদ। লিগ চ্যাম্পিয়নরা নিজেদের সামাজিক মাধ্যমে লিখেছে, ‘বেনজেমা এখন এখানে, নতুন বাঘ গর্জন করবে। ইত্তিহাদে স্বাগতম।’

চুক্তির বিষয় জানা গেলেও এখনো অর্থের সঠিক পরিমাণ জানা যায়নি। ক্লাবের বিবৃতিতেও চুক্তি কত টাকার তা উল্লেখ নেই। তবে তিন বছরের চুক্তিতে বেনজেমা কমপক্ষে ২২০ মিলিয়ন ইউরো থেকে ৩২০ মিলিয়ন ইউরো পাবেন বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। এতে করে ক্রিস্টিয়ানো রোনালদোর পর বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দ্বিতীয় খেলোয়াড় হবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত