Ajker Patrika

জার্মানিতেও অভ্যাসটা তাড়াতে পারল না বার্সা 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১১: ৪১
জার্মানিতেও অভ্যাসটা তাড়াতে পারল না বার্সা 

নাপোলি, গালাতাসারাই হয়ে জার্মান ক্লাব আইনট্র্যাখট ফ্রাংকফুর্ট—এই তিনটা দলের একটা মিল আছে। কেমন? তিনটা দলের সঙ্গেই ইউরোপা লিগের প্রথম লেগে ড্র করেছে বার্সেলোনা। পার্থক্য হচ্ছে, প্রথম দুই দলের সঙ্গে নিজেদের মাঠে ড্র হয়েছিল কাতালানদের। শেষটা হলো গতকাল, জার্মানিতে গিয়ে ১-১ গোলের ড্র। এবং দশজনের দলের বিপক্ষে! 

তবে জার্মানিতে বার্সার সাম্প্রতিক যে ইতিহাস, তাতে এই এক গোলের ড্রটাকেও বড় মনে হতে পারে। জার্মানিতে এসে শেষ তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে দলটা। এই তিন ম্যাচে গোল হজম করেছে ১৪টি। অবশ্য সবগুলো ম্যাচেই বার্সার প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। 

ইউরোপা লিগে খেলতে হচ্ছে বলে নিজেরা যে নড়বড়ে কোনো দল নয়, সেটা বার্সাকে ভালোই বুঝিয়েছে ফ্রাংকফুর্ট। যদিও বুন্দেসলিগার নবম স্থানে আছে, নিজেদের মাঠে বার্সাকে গতকাল ভালো পরীক্ষার মাঝেই রেখেছিল জার্মান দলটা। এর মাঝে আবার ২৩ মিনিটেই চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। 

রক্ষণে নড়বড়ে বার্সার বিপক্ষে ফ্রাংকফুর্ট লিড নেয় ৪৮ মিনিটে। তরুণ আনসগার কানাউফের বক্সের মুখ থেকে নেওয়া শট ঠেকানোর কোনো রাস্তা ছিল না বার্সা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানের। এই গোলের পর বার্সার রক্ষণে বাড়তে থাকে আরও চাপ। 

মাটি কামড়ে রক্ষণ সামলে বার্সা সমতায় ফেরে তোরেসের গোলে। বদলি দুই ফুটবলার ফ্রেংকি ডি ইয়ং ও উসমানে দেম্বেলের পা ঘুরে ৬৬ মিনিটে বল জালে জড়ান স্প্যানিশ ফরোয়ার্ড। আর তাতেই ছন্দপতন ফ্রাংকফুর্টের। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার তুতা। শেষ ১২ মিনিটে ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে ফ্রাংকফুর্টের। এই সময়টাতে কিছুতেই প্রতিপক্ষের প্রতিরক্ষা দেয়াল ভাঙতে পারেনি বার্সা। সেমিতে ওঠার নিষ্পত্তি এখন আগামী বৃহস্পতিবার নিজ মাঠে করতে হবে জাভির দলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত