Ajker Patrika

পাপনের মতো ‘নাটক’ করতে পারবেন না সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাপনের মতো ‘নাটক’ করতে পারবেন না সালাউদ্দিন

মিয়ানমারে অলিম্পিক বাছাইপর্বে কেন খেলানো হলো না নারী ফুটবল দলকে, সেই বিতর্কে নিজেদের অবস্থানকে তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন ডেকেছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। নিজেদের অবস্থানকে তুলে ধরতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে খোঁচা দিয়েছেন বাফুফে সভাপতি। 

অর্থাভাবে নারীদের মিয়ানমারে খেলতে পাঠানো যায়নি, গত কদিন থেকে এমনটাই দাবি বাফুফের। সাফজয়ী মেয়েদের খেলতে না পাঠানোয় কঠিন সমালোচনার মুখে পড়েছে বাফুফে। সাবিনা খাতুনদের খেলতে না পাঠানোর খবর পৌঁছে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্তও। কেন মেয়েদের পাঠানো হলো না, সেই কারণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রীও। সে প্রসঙ্গে আজ সালাউদ্দিন বললেন, ‘প্রধানমন্ত্রীর অফিস থেকে আমাকে ফোন করেছিল। দল পাঠাতে আর্থিক সহায়তার কথাও জানিয়েছে। আর্থিক সমস্যার কথা প্রধানমন্ত্রীকে কেন জানাইনি, এ কথাও আমাকে বলা হয়েছে।’ 

সালাউদ্দিনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে উপস্থিত সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন। সেখানে ফুটবল ফেডারেশন সভাপতি কেন প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেনি শুনতে হয়। এই দূরত্ব কেন?

প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো দূরত্ব নেই জানিয়ে সালাউদ্দিন খোঁচা মেরেছেন নাজমুল হাসান পাপনকে। বাফুফে সভাপতি বলেছেন, ‘তিনি(প্রধানমন্ত্রী) ফুটবলেরও প্রিয়। সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। স্বাধীনতা থেকে আজ পর্যন্ত। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে তাঁর সম্মান জানাব। আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত