চ্যাম্পিয়নস লিগ খেলবে লিভারপুল, জোতার হুংকার

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুম লিভারপুলের কাছে ‘রোলার-কোস্টার জার্নির’ মতো। ধারাবাহিকভাবে পারফর্ম করতেই পারছে না ইংলিশ ক্লাবটি। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলাই অল-রেডদের কাছে বিরাট চ্যালেঞ্জ। তবে লিভারপুল এই চ্যালেঞ্জ জিতবে বলে বিশ্বাস করেন দিয়েগো জোতা। 

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন ছয় নম্বরে আছে লিভারপুল। ২৪ ম্যাচে ১১ জয়, ৬ ড্র ও ৭ পরাজয়ে অলরেডদের পয়েন্ট এখন ৩৯। পাঁচ ও চার নম্বরে থাকা নিউক্যাসল ও টটেনহামের পয়েন্ট ৪১ ও ৪৫। নিউক্যাসল ও টটেনহাম খেলেছে ২৪ ও ২৬ ম্যাচ। পয়েন্ট ব্যবধান কম হলেও লিভারপুলের সেরা চারে থাকা নির্ভর করছে অনেক সমীকরণের ওপর।

সেখানে অ্যানফিল্ডে আজ লিভারপুল খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। পয়েন্ট তালিকার তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ২৪ ম্যাচ খেলে পেয়েছে ৪৯ পয়েন্ট। 

টানা ম্যাচ জিতে সেরা চারে ওঠা সম্ভব মনে করেন জোতা। ম্যান ইউর বিপক্ষে ম্যাচকে তাই পাখির চোখ করছেন লিভারপুলের এই লেফট উইঙ্গার। পর্তুগিজ এই ফুটবলার বলেন, ‘আমার বিশ্বাস সেরা চারে আমরা শেষ করতে পারব। টটেনহাম চতুর্থ কিন্তু আমাদের হাতে আরও ম্যাচ আছে। টানা ম্যাচ জিতে আমরা সেরা চারে উঠতে পারি। ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ সবসময়ই বিশেষ। একই সঙ্গে তিন পয়েন্টও গুরুত্বপূর্ণ।’ 

চলতি মৌসুমে চোটে পড়ে অনেক ম্যাচ খেলতেই পারেননি জোতা। সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ১৩ ম্যাচ। কোনো গোল না করলেও ৬ গোলে অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত