ক্রীড়া ডেস্ক
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
লিডস ইউনাইটেডের বিপক্ষে জয়ে টানা হ্যাটট্রিক ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের আরও নিকটে চলে এলো ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইলকাই গুন্দোয়ানের জোড়ায় ২-১ গোলে জিতেছে পেপ গার্দিওলার শিষ্যরা।
এই জয়ে ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা আর্সেনালের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে গেল সিটিজেনরা। আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে তাদের মাঠে জিতলে ব্যবধানটা কমিয়ে আনতে পারবে গানাররা।
লিডসের বিপক্ষে প্রথমার্ধেই সিটিজেনদের দুই গোলে এগিয়ে দেন গুন্দোয়ান। রিয়াদ মাহরেজের পাস থেকে ১৯ ও ২৭ মিনিটে গোল দুটি করেন জার্মান মিডফিল্ডার। হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন গুন্দোয়ান। কিন্তু ৮৪ মিনিটে স্পট-কিকে বল জালে পাঠাতে পারেননি। এর ৫৮ সেকেন্ড পর একটি গোল শোধ করে লিডসে সমতায় ফেরানোরও স্বপ্ন দেখান রদ্রিগো।
তবে বাকি সময় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি ৩০ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় থাকা স্যাম অ্যালারডিসের দল। মৌসুমের শেষদিকে এসে লিডসের দায়িত্ব নেওয়ার প্রথম ম্যাচেই হারলেন এই ইংলিশ কোচ।
লিগের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেলসি। বোর্নমাউথের বিপক্ষে তাদের মাঠে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-১ গোলে জিতেছে ব্লুজরা। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচ পর জয়ে ফিরল চেলসি। স্টামফোর্ড ব্রিজে দ্বিতীয় মেয়াদে আসার পর কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের এটি প্রথম জয়।
এই জয়ে অবনমনও এড়াল চেলসি। ৩৪ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে তারা। ম্যাচের বাকি ম্যাচে হারলেও অবনমনে যেতে হবে না তাদের। ৩৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্ট যদি পরের চার ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ৪২। তখন গোলের হিসেবে এগিয়ে থাকলে চেলসি থাকবে প্রিমিয়ার লিগে।
বোর্নমাউথের মাঠেও ড্র করতে বসেছিল ল্যাম্পার্ডের দল। ৯ মিনিটে কনর গালাঘারের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে ২১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। তবে শেষ বাঁশি বাজার ৮ মিনিট আগে দুটি গোল পায় চেলসি। ৮২ মিনিটে বাদিয়াশিলে এবং ৮৬ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে বড় জয় নিশ্চিত হয় তাদের। আর বুক থেকে পাথরভার নামে চেলসির। গত ১১ মার্চের পর প্রথম জয় বলে কথা।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে