ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্র সফরে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত কম শক্তির ম্যাক্সিকান ক্লাব আমেরিকার সঙ্গে ড্র করার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তে হারে লস ব্লাংকোসরা।
অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল। জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুমের প্রথম জয় পেলো কার্লো আনচেলত্তির দল। গোল দুটি করেছেন করিম বেনজামা ও মার্কো আসানসিও। জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
নিজেদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ১৯ মিনিটে। স্পট-কিক থেকে দলকে গোল এনে দেন বেনজেমা।
জুভেন্টাসের ডিফেন্ডার দানিলো বক্সের মধ্যে ভিনিসিয়ুসকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ঠান্ডা মাথায় সুযোগটি কাজে লাগান ফরাসি তারকা। এর আগে অবশ্য ম্যাচের শুরুতেই বেনজেমার একটি গোল বাদ হয়ে যায় অফসাইডের কারণে।
তবে রিয়ালের আগেই গোল পেতে পারত জুভেন্টাস। ১৩ মিনিটে লিওনার্দো বোনুচ্চির সেট পিস ক্রসবারে লাগে। প্রথমার্ধে রিয়াল আর কোনো গোল না পাওয়ায় বিরতিতে যায় ১ গোলে এগিয়ে থেকে।
বিরতির পর ব্যবধান বাড়ায় রিয়াল। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আসানসিও। দলের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি। বক্সের ভেতরে জেসুস ভালেয়োর বাড়ানো সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ তারকা।
পুরো ম্যাচে জুভরা তেমন লড়াই দেখাতে পারেননি। সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামা আনহেল দি মারিয়াও ছিলেন নিষ্প্রভ। রিয়ালের লক্ষ্যে ৪ শটের বিপরীতে জুভেন্টাসের একটি শটও ছিল না।
১০ আগস্ট উয়েফা সুপার কাপে জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হওয়ার আগে জয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে নিলের আনচেলত্তির শিষ্যরা।
যুক্তরাষ্ট্র সফরে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত কম শক্তির ম্যাক্সিকান ক্লাব আমেরিকার সঙ্গে ড্র করার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তে হারে লস ব্লাংকোসরা।
অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল। জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুমের প্রথম জয় পেলো কার্লো আনচেলত্তির দল। গোল দুটি করেছেন করিম বেনজামা ও মার্কো আসানসিও। জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
নিজেদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ১৯ মিনিটে। স্পট-কিক থেকে দলকে গোল এনে দেন বেনজেমা।
জুভেন্টাসের ডিফেন্ডার দানিলো বক্সের মধ্যে ভিনিসিয়ুসকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ঠান্ডা মাথায় সুযোগটি কাজে লাগান ফরাসি তারকা। এর আগে অবশ্য ম্যাচের শুরুতেই বেনজেমার একটি গোল বাদ হয়ে যায় অফসাইডের কারণে।
তবে রিয়ালের আগেই গোল পেতে পারত জুভেন্টাস। ১৩ মিনিটে লিওনার্দো বোনুচ্চির সেট পিস ক্রসবারে লাগে। প্রথমার্ধে রিয়াল আর কোনো গোল না পাওয়ায় বিরতিতে যায় ১ গোলে এগিয়ে থেকে।
বিরতির পর ব্যবধান বাড়ায় রিয়াল। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আসানসিও। দলের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি। বক্সের ভেতরে জেসুস ভালেয়োর বাড়ানো সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ তারকা।
পুরো ম্যাচে জুভরা তেমন লড়াই দেখাতে পারেননি। সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামা আনহেল দি মারিয়াও ছিলেন নিষ্প্রভ। রিয়ালের লক্ষ্যে ৪ শটের বিপরীতে জুভেন্টাসের একটি শটও ছিল না।
১০ আগস্ট উয়েফা সুপার কাপে জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হওয়ার আগে জয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে নিলের আনচেলত্তির শিষ্যরা।
ভারতের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা সবারই জানা। আইসিসি ইভেন্ট হলে সেটা বেড়ে যায় বহুগুণে। তার ওপর যদি দলটি ওঠে ফাইনালে, তাহলে তো কথাই নেই। সেকারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ঠিক হওয়ার আগেই শেষ সব টিকিট।
৩১ মিনিট আগেক্রিকেটে ঘন ঘন নিয়ম পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বলে থুতু লাগানো তো আইসিসি অনেক আগে থেকেই নিষিদ্ধ করেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে এই নিয়মটি বদলানোর অনুরোধ করেছেন মোহাম্মদ শামি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে রাচীন রবীন্দ্রর পথচলা কেবল ৪ বছরের। এরই মধ্যে তিনি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার জ্বলে ওঠেন বারুদের মতো।
২ ঘণ্টা আগেলাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটার কথা হয়তো অনেকেরই মনে আছে। রানবন্যান ম্যাচে অস্ট্রেলিয়া যে বিশ্বরেকর্ড গড়েছে, সেটা কি কেউ সহজে ভুলতে পারেন? তবে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড মাত্র ১১ দিনে ভেঙে দিল নিউজিল্যান্ড। কিউইরা বিশ্বরেকর্ডটা নিজেদের নামে লিখিয়ে নিল
৪ ঘণ্টা আগে