Ajker Patrika

জুভদের বিপক্ষে জয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল রিয়াল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৪: ১৯
জুভদের বিপক্ষে জয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল রিয়াল

যুক্তরাষ্ট্র সফরে প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি রিয়াল মাদ্রিদ। অপেক্ষাকৃত কম শক্তির ম্যাক্সিকান ক্লাব আমেরিকার সঙ্গে ড্র করার আগে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বছরের প্রথম ‘এল ক্ল্যাসিকো’তে হারে লস ব্লাংকোসরা। 

অবশেষে জয়ের দেখা পেয়েছে রিয়াল। জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়ে প্রাক-মৌসুমের প্রথম জয় পেলো কার্লো আনচেলত্তির দল। গোল দুটি করেছেন করিম বেনজামা ও মার্কো আসানসিও। জয় দিয়ে যুক্তরাষ্ট্র সফর শেষ করল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। 

নিজেদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচে সমর্থকদের মুখে হাসি ফোটাতে ক্যালিফোর্নিয়ার রোজ বোলে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামে রিয়াল। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকা রিয়াল এগিয়ে যায় ১৯ মিনিটে। স্পট-কিক থেকে দলকে গোল এনে দেন বেনজেমা। 

জুভেন্টাসের ডিফেন্ডার দানিলো বক্সের মধ্যে ভিনিসিয়ুসকে ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ঠান্ডা মাথায় সুযোগটি কাজে লাগান ফরাসি তারকা। এর আগে অবশ্য ম্যাচের শুরুতেই বেনজেমার একটি গোল বাদ হয়ে যায় অফসাইডের কারণে। 

তবে রিয়ালের আগেই গোল পেতে পারত জুভেন্টাস। ১৩ মিনিটে লিওনার্দো বোনুচ্চির সেট পিস ক্রসবারে লাগে। প্রথমার্ধে রিয়াল আর কোনো গোল না পাওয়ায় বিরতিতে যায় ১ গোলে এগিয়ে থেকে। 

বিরতির পর ব্যবধান বাড়ায় রিয়াল। ৬৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন আসানসিও। দলের দাপুটে জয় নিশ্চিত করেন তিনি। বক্সের ভেতরে জেসুস ভালেয়োর বাড়ানো সহজ সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি স্প্যানিশ তারকা। 

পুরো ম্যাচে জুভরা তেমন লড়াই দেখাতে পারেননি। সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামা আনহেল দি মারিয়াও ছিলেন নিষ্প্রভ। রিয়ালের লক্ষ্যে ৪ শটের বিপরীতে জুভেন্টাসের একটি শটও ছিল না। 

১০ আগস্ট উয়েফা সুপার কাপে জার্মান ক্লাব এনট্রাখট ফ্রাংকফুর্টের মুখোমুখি হওয়ার আগে জয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে নিলের আনচেলত্তির শিষ্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত