গোল-বন্যায় শিরোপার আরও কাছে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২২, ২৩: ৩৯

আগের দিন লিভারপুল ধাক্কা খাওয়ায় ম্যানচেস্টার সিটির সুযোগ ছিল শিরোপা দৌড়ে নিজেদের আরও এগিয়ে নেওয়ার। নিউক্যাসলকে ৫-০ গোলে উড়িয়ে সেই সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে ম্যানসিটি। ইতিহাদের দুর্দান্ত এই জয়ে শিরোপার সুবাস পেতে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ইতিহাদে ম্যাচের প্রথম মিনিট থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে ম্যানসিটি। শুরুতে আক্রমণের ধারায় বেশ কয়েকবার গোলের কাছাকাছিও পৌঁছে যায় সিটিজেনরা। কয়েকটি সুযোগ ব্যর্থ হলেও ১৯ মিনিটে ভুল করেননি রাহিম স্টার্লিং। ফিল ফোডেনের দারুণ এক অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন এই ইংলিশ তারকা। 

ম্যানসিটির আক্রমণে কোণঠাসা নিউক্যাসল প্রতি আক্রমণ থেকে সুযোগ তৈরির চেষ্টা চালিয়ে যায়। একবার কর্নার থেকে লক্ষ্যভেদও করে তারা। তবে সেই গোলটি বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে। ৩৮ মিনিটে সিটিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এমেরিক লাপোর্তে। এই দুই গোল নিয়েই বিরতিতে যায় সিটি। 

বিরতির পরও আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল সিটি। ৬১ মিনিটে যার ফলও পায় তারা। সিটিকে তৃতীয়বারের মতো এগিয়ে দেন রদ্রি। শেষ দিকে সিটিকে আরও দুই গোল এনে দেন ফিল ফোডেন ও স্টার্লিং।

এই জয়ে ৩৫ ম্যাচে সিটির পয়েন্ট এখন ৮৬। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৮৩। দুই দলেরই তিনটি করে ম্যাচ বাকি আছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত