হাকিমির বাবা-মায়ের সংগ্রামের গল্পটা অন্যরকম

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৫: ১৯
Thumbnail image

স্পেনে জন্ম, চাইলে দেশটির হয়ে খেলতে পারতেন আশরাফ হাকিমি। জন্ম ইউরোপের দেশটিতে হলেও নাড়ি তাঁর উত্তর আফ্রিকার দেশ মরক্কোয়। হাকিমির বাবা-মা ছিলেন মরক্কোর অভিবাসী, যাঁরা তাঁর জন্মের অনেক আগেই স্পেনে এসেছিলেন। 

বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও খেলেছিলেন এই অ্যাটাকিং ডিফেন্ডার। বর্তমানে ফারসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে মেসি–নেইমারদের সঙ্গে খেলেন। তাঁর যে প্রতিভা, তাতে সুযোগ ছিল ফুটবল বিশ্বের সেরা দল স্পেনের হয়ে খেলারও। তবে তিনি সেই পথে হাঁটেননি, ছুটেছেন শেকড়ের টানে। মরক্কোর প্রতিনিধিত্ব করাই পছন্দ করলেন। 

 ১৯৯৮ সালের ৪ নভেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদের হেতাফেতে হাকিমির জন্ম। অসচ্ছল পরিবারে জন্ম নেওয়া হাকিমি ছোট থেকেই ছিলেন উদ্যমী। মা সাইদা মৌহ প্রায়ই তাঁকে অ্যাথলেটিকসে ভাগ্য পরীক্ষার কথা বলতেন, বিশেষ করে সাঁতারে। 

ছেলে সাঁতারু হননি; কিন্তু ফুটবলের তারকা হয়ে গেছেন। মরক্কোর পোস্টার বয়। কাতার বিশ্বকাপে জন্মস্থান স্পেনকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন মরক্কোকে। টাইব্রেকারে দলের জয় নিশ্চিত করা শুটটি তাঁর পা থেকেই বেরিয়েছে। 

সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় লেখা হলো মরক্কোর নাম। বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠল আটলাস লায়নরা। জয়ের পর দৌড়ে গিয়ে উদ্‌যাপনটা করলেন গ্যালারিতে বসে থাকা মায়ের সঙ্গে। চুমু দিয়ে ভালোবাসা নিংড়ে দিয়েছেন মাকে ঘিরে। ছেলের গালেও চুমু দিয়েছেন মা। আশপাশের সমর্থক আর ক্যামেরা তখন এই নিখাদ ভালোবাসার দৃশ্য বন্দী করতে ব্যস্ত। 

সাইদা মৌহ মানুষের বাড়ি পরিষ্কার করে ছেলে হাকিমি, নাবিল ও মেয়ে উইদাদের জন্য অর্থ উপার্জন করতেন। 

২৪ বছর বয়সী আশরাফ হাকিমি বলেছেন, তাঁর মা মানুষের বাড়ি পরিষ্কার করে অর্থ উপার্জন করতেন একটা সময়। হাকিমির বাবা হাসান হাকিমি ছিলেন হকার। হাকিমি বললেন, ‘আমরা যে পরিবার থেকে এসেছি, আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি এখন প্রতিদিন তাঁদের জন্য লড়াই করি। তাঁরা আমার জন্য ত্যাগ শিকার করেছেন। আমার ভাই-বোন এমন অনেক সুবিধা পাননি, যা আমার সফলতার জন্য দেওয়া হয়েছে।’ 

আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ পর্তুগাল। এই বিশ্বকাপের কালো ঘোড়া এখন মরক্কো। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র, বেলজিয়ামকে ২-০ এবং কানাডাকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত