ক্রীড়া ডেস্ক
বড়দের মতোই পরিণতি হলো ব্রাজিলের ছোট তারকাদের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছিল নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের বিশ্বকাপ পথচলা। এবার সিনিয়রদের মতোই মার্কোস লিওনার্দো-আন্দ্রেই সান্তোসদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যাত্রা শেষ হলো কোয়ার্টারে।
গতকাল ইসরায়েলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। এতে করে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে তাদের। অন্যদিকে ইতিহাস গড়েছে ইসরায়েল। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে সুযোগ পেয়েছে তারা। আজ রাতে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের ম্যাচে যে দল জিতবে তাদের বিপক্ষে সেমিফাইনালে লড়বে ইসরায়েল।
এস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। বিরতির পর ৫৬ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন লিওনার্দো। কিন্তু লিডটা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ৬০ মিনিটে গোল শোধ দেয় প্রতিপক্ষরা। ইসরায়েলের হয়ে গোল শোধ দেন এনান খালাইলি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই আবারও এগিয়ে যায় ব্রাজিল। এবার দলের হয়ে গোল করেন ম্যাথুস নসিমেন্তো। গোলটি শোধ দিতে এবার আগের চেয়েও কম সময় নেয় ইসরায়েল। গোল হজমের দুই মিনিট পরেই ৯৩ মিনিটে দলকে সমতায় ফেরান হামজা শিবলি। আর ম্যাচে প্রথমবার যখন এগিয়ে যাওয়ার সুযোগ পেল, তখন ইতিহাসই গড়ল তারা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা তিন মিনিটের মাথায় ইতিহাস গড়া গোলটি করেন ডেভিড টুরগেম্যান।
শেষ আটের অন্য ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। ইতালির হয়ে গোল তিনটি করেছেন চেসারি কাসাদেই, টোমাসো বালদানজি ও ফ্রান্সিসকো পিও এস্পোসিতো। কলম্বিয়ার হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন তোরেস গুয়াজা।
বড়দের মতোই পরিণতি হলো ব্রাজিলের ছোট তারকাদের। কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে শেষ হয়েছিল নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের বিশ্বকাপ পথচলা। এবার সিনিয়রদের মতোই মার্কোস লিওনার্দো-আন্দ্রেই সান্তোসদের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের যাত্রা শেষ হলো কোয়ার্টারে।
গতকাল ইসরায়েলের বিপক্ষে ৩-২ গোলে হেরেছে ব্রাজিল। এতে করে সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে তাদের। অন্যদিকে ইতিহাস গড়েছে ইসরায়েল। প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে সুযোগ পেয়েছে তারা। আজ রাতে যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের ম্যাচে যে দল জিতবে তাদের বিপক্ষে সেমিফাইনালে লড়বে ইসরায়েল।
এস্তাদিও সান হুয়ান স্টেডিয়ামে দুই দলের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। বিরতির পর ৫৬ মিনিটে ব্রাজিলকে লিড এনে দেন লিওনার্দো। কিন্তু লিডটা খুব বেশি সময় ধরে রাখতে পারেনি সেলেসাওরা। ৬০ মিনিটে গোল শোধ দেয় প্রতিপক্ষরা। ইসরায়েলের হয়ে গোল শোধ দেন এনান খালাইলি। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই আবারও এগিয়ে যায় ব্রাজিল। এবার দলের হয়ে গোল করেন ম্যাথুস নসিমেন্তো। গোলটি শোধ দিতে এবার আগের চেয়েও কম সময় নেয় ইসরায়েল। গোল হজমের দুই মিনিট পরেই ৯৩ মিনিটে দলকে সমতায় ফেরান হামজা শিবলি। আর ম্যাচে প্রথমবার যখন এগিয়ে যাওয়ার সুযোগ পেল, তখন ইতিহাসই গড়ল তারা। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের যোগ করা তিন মিনিটের মাথায় ইতিহাস গড়া গোলটি করেন ডেভিড টুরগেম্যান।
শেষ আটের অন্য ম্যাচে কলম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইতালি। ইতালির হয়ে গোল তিনটি করেছেন চেসারি কাসাদেই, টোমাসো বালদানজি ও ফ্রান্সিসকো পিও এস্পোসিতো। কলম্বিয়ার হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন তোরেস গুয়াজা।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
২ ঘণ্টা আগে