ক্রীড়া ডেস্ক
স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করতে ফুটবল কোচদের ম্যাচের সময় চুইংগাম চিবোতে দেখা যায়। কাল প্যারিসে আনচেলত্তিকেও ম্যাচের প্রায় পুরো সময় ডাগআউটে চুইংগাম চিবোতে দেখা গেছে। বড় ম্যাচের চাপ বুঝি একেই বলে। এই চাপ জয় করে শুধু দলকেই ১৫তম শিরোপা জেতাননি, নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যে উচ্চতায় শুধুই তিনি।
ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সব কটিতে শিরোপা আগেই জিতেছেন। এবার গড়লেন আরেক কীর্তি। প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে লিখলেন নতুন ইতিহাস। ফাইনালের আগে সর্বোচ্চ ৩ চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির পাশে নাম ছিল আনচেলত্তির। কিন্তু এখন সবাইকে ছাড়িয়ে চূড়ায় ‘ডন’ আনচেলত্তি।
এসি মিলানের দায়িত্বে থাকার সময় ২০০৩ সালে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার স্বাদ পান আনচেলত্তি। একই দলের হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জেতেন ২০০৭ সালে। এরপর ২০১৪ সালে রিয়ালকে ইউরোপাসেরা বানানোর পর এবারও এই ৬২ বছরের কোচের হাত ধরে ইউরোপ-সেরার স্বীকৃতি পেল রিয়াল। এই জায়গায় আরেকটি রেকর্ড গড়েছেন আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়নস লিগ জিতলেন এই ইতালিয়ান কোচ।
রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করেছেন আনচেলত্তি। নিজেকেও তাই মনে করেন রেকর্ড গড়া মানুষ। শিরোপা নিশ্চিতের পর তিনি বলেন, ‘গত বছর এই দলে ফেরার সুযোগ হয়েছিল। দারুণ একটা মৌসুম কাটালাম। রিয়াল চমৎকার একটি ক্লাব এবং উঁচু মানের ও শক্ত মানসিকতার খেলোয়াড় রয়েছে দলটির।’
ইউরোপ-সেরার মুকুট পরে অবিশ্বাস্য লাগছে আনচেলত্তির। ম্যাচ শেষে রিয়ালের ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা বেশ ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি। এবার যে ম্যাচগুলো আমরা খেলেছি, এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য দল আমরাই। আমরা খুব খুশি। আর কী-ই বা বলতে পারি। এর বেশি কিছু বলার নেই।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
স্নায়ুর চাপ নিয়ন্ত্রণ করতে ফুটবল কোচদের ম্যাচের সময় চুইংগাম চিবোতে দেখা যায়। কাল প্যারিসে আনচেলত্তিকেও ম্যাচের প্রায় পুরো সময় ডাগআউটে চুইংগাম চিবোতে দেখা গেছে। বড় ম্যাচের চাপ বুঝি একেই বলে। এই চাপ জয় করে শুধু দলকেই ১৫তম শিরোপা জেতাননি, নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, যে উচ্চতায় শুধুই তিনি।
ইতিহাসে প্রথম ও একমাত্র কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে লা লিগা চ্যাম্পিয়ন করে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় পাঁচ লিগের সব কটিতে শিরোপা আগেই জিতেছেন। এবার গড়লেন আরেক কীর্তি। প্রথম কোচ হিসেবে চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে লিখলেন নতুন ইতিহাস। ফাইনালের আগে সর্বোচ্চ ৩ চ্যাম্পিয়নস লিগ জেতা রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান ও লিভারপুলের সাবেক কোচ বব পেইজলির পাশে নাম ছিল আনচেলত্তির। কিন্তু এখন সবাইকে ছাড়িয়ে চূড়ায় ‘ডন’ আনচেলত্তি।
এসি মিলানের দায়িত্বে থাকার সময় ২০০৩ সালে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার স্বাদ পান আনচেলত্তি। একই দলের হয়ে নিজের দ্বিতীয় শিরোপা জেতেন ২০০৭ সালে। এরপর ২০১৪ সালে রিয়ালকে ইউরোপাসেরা বানানোর পর এবারও এই ৬২ বছরের কোচের হাত ধরে ইউরোপ-সেরার স্বীকৃতি পেল রিয়াল। এই জায়গায় আরেকটি রেকর্ড গড়েছেন আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়নস লিগ জিতলেন এই ইতালিয়ান কোচ।
রেকর্ড গড়াকে অভ্যাসে পরিণত করেছেন আনচেলত্তি। নিজেকেও তাই মনে করেন রেকর্ড গড়া মানুষ। শিরোপা নিশ্চিতের পর তিনি বলেন, ‘গত বছর এই দলে ফেরার সুযোগ হয়েছিল। দারুণ একটা মৌসুম কাটালাম। রিয়াল চমৎকার একটি ক্লাব এবং উঁচু মানের ও শক্ত মানসিকতার খেলোয়াড় রয়েছে দলটির।’
ইউরোপ-সেরার মুকুট পরে অবিশ্বাস্য লাগছে আনচেলত্তির। ম্যাচ শেষে রিয়ালের ৬২ বছর বয়সী কোচ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা বেশ ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরাই জিতেছি। এবার যে ম্যাচগুলো আমরা খেলেছি, এ প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য দল আমরাই। আমরা খুব খুশি। আর কী-ই বা বলতে পারি। এর বেশি কিছু বলার নেই।’
লিভারপুল-রিয়াল সম্পর্কিত পড়ুন:
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৬ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৮ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৮ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৯ ঘণ্টা আগে