ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ জয়ের সতেজ স্মৃতি নিয়ে আরেকটি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করছে আর্জেন্টিনা ফুটবল দল। ২০২৬ ফুটবল বিশ্বকাপের লাতিন আমেরিকার বাছাই শুরু হচ্ছে আগামীকাল। প্রথম দিনই মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনাসহ ছয় দল।
ভোর সাড়ে ৪টায় প্যারাগুয়ে নিজেদের মাঠ এস্তাদিও এন্তেনিও আরান্দায় আতিথেয়তা দেবে পেরুকে। ভোর ৫টায় রবের্তো মেলেন্দেস মেট্রোপলিটান স্টেডিয়ামে কলম্বিয়া বিপক্ষে লড়বে ভেনেজুয়েলা। এস্তাদিও মনুমেন্তালে ভোর ৬টায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়বে ইকুয়েডরের বিপক্ষে।
নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে কোন ফরমেশনে খেলবে, তার একটা ধারণাও দিয়েছে টেলিভিশন টিএনটি স্পোর্টস ও আর্জেন্টিনার জনপ্রিয় ব্রডকাস্টার টিওয়াইসি স্পোর্টস। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ছকে দলকে খেলাতে পারেন প্রতিপক্ষের বিপক্ষে।
এমিলিয়ানো মার্তিনেজকে রাখা হয়েছে গোলরক্ষক হিসেবে। রক্ষণে নাহুয়েল মলিনা এবং নিকোলাস তাগলিয়াফিকো সঙ্গ দেবেন সেন্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি। মধ্যমাঠে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
রাইট উইঙ্গার লিওনেল মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজের মধ্যে থেকে শুরুর একাদশে থাকবেন একজন। লেফট উইঙ্গারে নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে যারে প্রথম একাদশে। দ্বিতীয়ার্ধে আনহেল দি মারিয়াকে খেলাতে পারেন স্কালোনি।
তবে এই ম্যাচে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে স্কালোনি মাঠে নামাবেন কি না, তা নিয়ে সংশয় থাকছে। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সবাই জানে, লিসান্দ্রো তার পায়ের সমস্যায় ভুগছিল। তার অস্ত্রোপচার হয়েছিল। শেষ ম্যাচে সে অস্বস্তি অনুভব করেছিল। সতর্কতা হিসাবে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। তার ওপর পর্যালোচনা চলছে, তবে সে ভালো আছে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ—
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক) , নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ/ লওতারো মার্টিনেজ।
বিশ্বকাপ জয়ের সতেজ স্মৃতি নিয়ে আরেকটি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করছে আর্জেন্টিনা ফুটবল দল। ২০২৬ ফুটবল বিশ্বকাপের লাতিন আমেরিকার বাছাই শুরু হচ্ছে আগামীকাল। প্রথম দিনই মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনাসহ ছয় দল।
ভোর সাড়ে ৪টায় প্যারাগুয়ে নিজেদের মাঠ এস্তাদিও এন্তেনিও আরান্দায় আতিথেয়তা দেবে পেরুকে। ভোর ৫টায় রবের্তো মেলেন্দেস মেট্রোপলিটান স্টেডিয়ামে কলম্বিয়া বিপক্ষে লড়বে ভেনেজুয়েলা। এস্তাদিও মনুমেন্তালে ভোর ৬টায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার লড়বে ইকুয়েডরের বিপক্ষে।
নিজেদের মাঠে ইকুয়েডরের বিপক্ষে কোন ফরমেশনে খেলবে, তার একটা ধারণাও দিয়েছে টেলিভিশন টিএনটি স্পোর্টস ও আর্জেন্টিনার জনপ্রিয় ব্রডকাস্টার টিওয়াইসি স্পোর্টস। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ছকে দলকে খেলাতে পারেন প্রতিপক্ষের বিপক্ষে।
এমিলিয়ানো মার্তিনেজকে রাখা হয়েছে গোলরক্ষক হিসেবে। রক্ষণে নাহুয়েল মলিনা এবং নিকোলাস তাগলিয়াফিকো সঙ্গ দেবেন সেন্টার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি। মধ্যমাঠে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
রাইট উইঙ্গার লিওনেল মেসির সঙ্গে জুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্তিনেজের মধ্যে থেকে শুরুর একাদশে থাকবেন একজন। লেফট উইঙ্গারে নিকোলাস গঞ্জালেসকে দেখা যেতে যারে প্রথম একাদশে। দ্বিতীয়ার্ধে আনহেল দি মারিয়াকে খেলাতে পারেন স্কালোনি।
তবে এই ম্যাচে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে স্কালোনি মাঠে নামাবেন কি না, তা নিয়ে সংশয় থাকছে। আর্জেন্টাইন কোচ বলেছেন, ‘সবাই জানে, লিসান্দ্রো তার পায়ের সমস্যায় ভুগছিল। তার অস্ত্রোপচার হয়েছিল। শেষ ম্যাচে সে অস্বস্তি অনুভব করেছিল। সতর্কতা হিসাবে তাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। তার ওপর পর্যালোচনা চলছে, তবে সে ভালো আছে।’
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ—
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক) , নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস ত্যাগলিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, হুলিয়ান আলভারেজ/ লওতারো মার্টিনেজ।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১০ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে