ক্রীড়া ডেস্ক
কিছুদিন আগেই উদীয়মান বর্ষসেরার পুরস্কার জিতেছেন বুকায়ো সাকা। প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সেই পুরস্কারের রেশ কাটতে না কাটতেই আরেকটি সেরার স্বীকৃতি পেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড।
এবার উদীয়মানের নয় ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকা। গতকাল আবার জন্মদিনও ছিল তাঁর। জন্মদিনে এমন পুরস্কার নিশ্চয়ই তাঁর আনন্দ দ্বিগুণ করেছে। ইংল্যান্ডের হয়ে ২০২২–২৩ মৌসুমে দুর্দান্ত খেলার স্বীকৃতিই পেয়েছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
বর্ষসেরার দৌড়ে পেছনে ফেলেছেন জুড বেলিংহাম ও ইংল্যান্ডের অধিনায়ক হেরি কেইনকে। সমর্থকের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকা। ভোটে দ্বিতীয় হয়েছেন বেলিংহাম আর তৃতীয় কেইন।
জাতীয় দলের হয়ে সর্বশেষ মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন সাকা। ১০ ম্যাচে করেছেন ৭ গোল। সঙ্গে ৩ অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে তাঁর ৩ গোল গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। টুর্নামেন্টে ইরানকে ৬-২ গোলে হারানোর ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন তিনি। পরে জাতীয় দলের হয়ে আরও দুই বার ম্যাচসেরা হয়েছেন। সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও পেয়েছেন।
এবারের বর্ষসেরার পুরস্কার সাকার ক্যারিয়ারের টানা দ্বিতীয়। ২০২১–২২ মৌসুমে প্রথমবার জিতেছিলেন তিনি। দলের হয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১১ গোল করেছেন গতকাল ২২ বছরে পা রাখা এই তারকা।
কিছুদিন আগেই উদীয়মান বর্ষসেরার পুরস্কার জিতেছেন বুকায়ো সাকা। প্রফেশনাল ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) সেই পুরস্কারের রেশ কাটতে না কাটতেই আরেকটি সেরার স্বীকৃতি পেয়েছেন আর্সেনালের ফরোয়ার্ড।
এবার উদীয়মানের নয় ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সাকা। গতকাল আবার জন্মদিনও ছিল তাঁর। জন্মদিনে এমন পুরস্কার নিশ্চয়ই তাঁর আনন্দ দ্বিগুণ করেছে। ইংল্যান্ডের হয়ে ২০২২–২৩ মৌসুমে দুর্দান্ত খেলার স্বীকৃতিই পেয়েছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
বর্ষসেরার দৌড়ে পেছনে ফেলেছেন জুড বেলিংহাম ও ইংল্যান্ডের অধিনায়ক হেরি কেইনকে। সমর্থকের ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকা। ভোটে দ্বিতীয় হয়েছেন বেলিংহাম আর তৃতীয় কেইন।
জাতীয় দলের হয়ে সর্বশেষ মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন সাকা। ১০ ম্যাচে করেছেন ৭ গোল। সঙ্গে ৩ অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে ২০২২ কাতার বিশ্বকাপে ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে তাঁর ৩ গোল গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। টুর্নামেন্টে ইরানকে ৬-২ গোলে হারানোর ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন তিনি। পরে জাতীয় দলের হয়ে আরও দুই বার ম্যাচসেরা হয়েছেন। সঙ্গে ওল্ড ট্রাফোর্ডে উত্তর মেসেডোনিয়ার বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও পেয়েছেন।
এবারের বর্ষসেরার পুরস্কার সাকার ক্যারিয়ারের টানা দ্বিতীয়। ২০২১–২২ মৌসুমে প্রথমবার জিতেছিলেন তিনি। দলের হয়ে এখন পর্যন্ত ২৮ ম্যাচে ১১ গোল করেছেন গতকাল ২২ বছরে পা রাখা এই তারকা।
২০২৩ সালের ১৯ নভেম্বর তারিখটি ভারত চাইলেও ভুলতে পারবেন না। সেদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচের ১৬ মাস পর আজ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। ম্যাচটি ভারতের কাছে তাই প্রতিশোধের ম্যাচ।
১৬ মিনিট আগেসেপ্টেম্বরে এশিয়া কাপ ও পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে সেই দায়িত্ব এখন আগা সালমানের কাঁধে। তাঁর ডেপুটি হিসেবে থাকছেন শাদাব খান।
১ ঘণ্টা আগেদুবাইয়ে আজ ভারত-অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্ব। এই ম্যাচে ভারতের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলছেন।
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্বের খেলা শুরু আজ। দুবাইয়ে প্রথম সেমিফাইনালে খেলছে ভারত-অস্ট্রেলিয়া। আর আগামীকাল লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে দুশ্চিন্তা বাড়ল প্রোটিয়াদের।
৩ ঘণ্টা আগে