Ajker Patrika

মেসির নেতৃত্বে চীন যাবে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
মেসির নেতৃত্বে চীন যাবে আর্জেন্টিনা

আগামী মাসে লিওনেল মেসির নেতৃত্বে বেইজিংয়ে একটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ছয় বছর পর চীন সফরে যাবেন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। ধারণা করা হচ্ছে, মেসির এই ম্যাচ দেখতে টিকিটের জন্য হুড়োহুড়ি পড়ে যাবে। এমনটাই জানিয়েছে, সংবাদ সংস্থা রয়টার্স। 

সোমবার চীনে অবস্থিত আর্জেন্টিনা অ্যাম্বাসি জানায়, ১৫ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টাইনরা। ২০১৭ সালের সালের পর প্রথমবার চীনে যাবেন মেসি। 

এ নিয়ে সপ্তমবারের মতো চীন সফরে যাবেন পিএসজি তারকা। মেসি এমন এক সময়ে বেইজিংয়ে যাবেন যখন প্যারিসের ক্লাবটিতে তাঁর থাকা না থাকার বিষয় চলবে জল্পনা-কল্পনা। 

সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগদানের আনুষ্ঠানিক প্রস্তাব পেয়েছেন মেসি। তবে তাঁর বাবা জানিয়েছেন, মেসি এই চুক্তিতে সই করতে রাজি নন। 

চীনে এর আগেও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন মেসি। এশিয়ার দেশটি একবারই বিশ্বকাপ খেলেছে। তবে চীনে ফুটবলের প্রচুর সমর্থক রয়েছে এবং মেসির ফ্যানবেসও বিশাল। 

 ২০০৫ সালে প্রথম চীনে যান মেসি। সেই সফরে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনার হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেন তিনি। ২০১০ সালে আরেক প্রীতি ম্যাচে চীনের ক্লাব গোয়ানকে ৩-০ গোলে হারায় লা লিগার ক্লাবটি। সেই সফরেও ছিলেন মেসি। 

অস্ট্রেলিয়া সর্বশেষ চীনে খেলেছে ২০০৮ সালে। বিশ্বকাপ বাছাইয়ে সেই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল সকারুরা। গত ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত