ক্রীড়া ডেস্ক
বায়ার্ন মিউনিখের বিপক্ষে এমনিতেই বার্সেলোনার রেকর্ড সুবিধার নয়। তার ওপর গত তিন বছর বার্সার ঘাড়ে যেন ‘ভূত’ হয়ে চেপে বসেছে জার্মান পরাশক্তিরা।
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে আঘাতের ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই আরও দুবার ৩-০ গোলের হার। তিন ম্যাচেই বার্সা হজম করেছে ১৪ গোল!
বায়ার্নের ডেরা আলিয়াঞ্জ অ্যারেনাকে তো ‘যমের বাড়ি’ বলেও ডাকা শুরু হয়েছিল। তবে সব ভীতি দূর করে এবার ‘কাঁটা দিয়ে কাঁটা তুলতে’ চেয়েছিল বার্সা। রবার্ট লেভানডফস্কি যে এখন তাদের সম্পদ!
কিন্তু সেটা আর হলো কই? ‘মৃত্যুকূপ’ তকমা পাওয়া ‘সি’ গ্রুপের মহারণে গত রাতে আবারও বায়ার্নের কাছে হেরে বসেছে বার্সা। এবারের ব্যবধানটা অবশ্য খুব বেশি নয়, ২-০। দুঃসহ অতীতের ঘা তাই শিগগিরই শুকাচ্ছে না কাতালানদের।
অথচ একের পর এক আক্রমণে দারুণ সব সুযোগ সৃষ্টি করেছিল বার্সেলোনা। সব ঠিক থাকলে প্রথমার্ধেই গোটা চারেক গোলে এগিয়ে যেতে পারত জাভি হার্নান্দেজের দল। এক রাতের জন্য পুরোনো ঠিকানায় ফিরে হ্যাটট্রিকের গৌরবে নিজেকে গৌরবান্বিত করতে পারতেন লেভানডফস্কি। উল্টো দ্বিতীয়ার্ধে জোড়া গোলে জিতে গেছে বাভারিয়ানরা।
এত সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ জাভি। তবে ম্যাচটি তাঁর কাছে পুরোপুরি অপ্রাপ্তির গল্প নয়। দলকে নিয়ে কিছুটা গর্বও আছে বার্সা কোচের।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘বিষণ্ন মন নিয়েই যেতে হচ্ছে আমাকে। ম্যাচটা অনায়াসে জিততে পারতাম। এতটা সহজে ওদের ছাড় দিতে চাইনি। হারলেও দলকে নিয়ে গর্বিত।’
ম্যাচের অভিজ্ঞতা থেকে জাভির উপলব্ধি, ‘দিন শেষে জয়ই সবকিছু। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় আমাদের আরও বেশি লড়াই করতে হতো। গোলের সুযোগ তৈরি করার পর কাজে লাগানো উচিত ছিল।’
বায়ার্ন মিউনিখের বিপক্ষে এমনিতেই বার্সেলোনার রেকর্ড সুবিধার নয়। তার ওপর গত তিন বছর বার্সার ঘাড়ে যেন ‘ভূত’ হয়ে চেপে বসেছে জার্মান পরাশক্তিরা।
২০২০ সালে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে আঘাতের ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই আরও দুবার ৩-০ গোলের হার। তিন ম্যাচেই বার্সা হজম করেছে ১৪ গোল!
বায়ার্নের ডেরা আলিয়াঞ্জ অ্যারেনাকে তো ‘যমের বাড়ি’ বলেও ডাকা শুরু হয়েছিল। তবে সব ভীতি দূর করে এবার ‘কাঁটা দিয়ে কাঁটা তুলতে’ চেয়েছিল বার্সা। রবার্ট লেভানডফস্কি যে এখন তাদের সম্পদ!
কিন্তু সেটা আর হলো কই? ‘মৃত্যুকূপ’ তকমা পাওয়া ‘সি’ গ্রুপের মহারণে গত রাতে আবারও বায়ার্নের কাছে হেরে বসেছে বার্সা। এবারের ব্যবধানটা অবশ্য খুব বেশি নয়, ২-০। দুঃসহ অতীতের ঘা তাই শিগগিরই শুকাচ্ছে না কাতালানদের।
অথচ একের পর এক আক্রমণে দারুণ সব সুযোগ সৃষ্টি করেছিল বার্সেলোনা। সব ঠিক থাকলে প্রথমার্ধেই গোটা চারেক গোলে এগিয়ে যেতে পারত জাভি হার্নান্দেজের দল। এক রাতের জন্য পুরোনো ঠিকানায় ফিরে হ্যাটট্রিকের গৌরবে নিজেকে গৌরবান্বিত করতে পারতেন লেভানডফস্কি। উল্টো দ্বিতীয়ার্ধে জোড়া গোলে জিতে গেছে বাভারিয়ানরা।
এত সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ জাভি। তবে ম্যাচটি তাঁর কাছে পুরোপুরি অপ্রাপ্তির গল্প নয়। দলকে নিয়ে কিছুটা গর্বও আছে বার্সা কোচের।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘বিষণ্ন মন নিয়েই যেতে হচ্ছে আমাকে। ম্যাচটা অনায়াসে জিততে পারতাম। এতটা সহজে ওদের ছাড় দিতে চাইনি। হারলেও দলকে নিয়ে গর্বিত।’
ম্যাচের অভিজ্ঞতা থেকে জাভির উপলব্ধি, ‘দিন শেষে জয়ই সবকিছু। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় আমাদের আরও বেশি লড়াই করতে হতো। গোলের সুযোগ তৈরি করার পর কাজে লাগানো উচিত ছিল।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৯ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১০ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১০ ঘণ্টা আগে