ক্রীড়া ডেস্ক
অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনেরও (সিবিএফ) ইচ্ছা তাঁকে কোচ নিয়োগ দেওয়ার। সিবিএফের সভাপতিসহ খেলোয়াড়েরা ইতালিয়ান কোচের সঙ্গে কাজ করার কথা সরাসরিও বলেছেন। কিন্তু নিজের মুখে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোর কোনো কথা বলেননি আনচেলত্তি।
শুধু জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর এখনো চুক্তির মেয়াদ বাকি রয়েছে। এমন পরিস্থিতিতেই সংবাদ সংস্থা এএফপি গতকাল জানিয়েছে, ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি। ২০২৪ কোপা আমেরিকা থেকে নেইমার-ভিনিসিয়ুসদের প্রধান কোচ হবেন তিনি। সিবিএফের এক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে এএফপি।
এএফপি জানিয়েছে, ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কোচ আনচেলত্তির। এরপর সেই বছরের জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন তিনি।
এতে করে গুঞ্জন সত্যি হওয়ার সঙ্গে দুই পক্ষের কথাও সঠিক হচ্ছে। ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো চ্যাম্পিয়নের স্বাদ না পাওয়া ব্রাজিল বিদেশি কোচের প্রতি আস্থা রাখতে চায়। সর্বশেষ কাতার বিশ্বকাপে শেষ আটে বিদায় নেওয়ার পর এটা আরও জোরালো হয়। এবং তাদের প্রথম পছন্দ ছিল আনচেলত্তি। তাঁকে পেতে এক বছর অপেক্ষা করার কথা কিছুদিন আগে জানিয়েছিলেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। এএফপির কথা সত্যি হলে সামনে তেমনই হতে যাচ্ছে।
অন্যদিকে আনচেলত্তি বরাবরই বলে আসছিলেন লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি নিয়ে তিনি ভাববেন। আর তিনি তা-ই করছেন। ২০২৪ সালের জুনে তাঁর মেয়াদ শেষ হবে স্প্যানিশ ক্লাবের সঙ্গে। এরপর তিনি দায়িত্ব নিচ্ছেন ব্রাজিলের। প্রায় ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন তিনি। সর্বশেষ বিদেশি কোচ ছিলেন ফিলিপো নুনেজ। তবে ১৯৬৫ সালে এক ম্যাচের জন্য ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন এই আর্জেন্টাইন।
আনচেলত্তির আগে অবশ্য ব্রাজিলের দায়িত্ব পালন করবেন নতুন অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। গতকাল তাঁকে রামন মেনেজেসের পরিবর্তে দায়িত্ব দিয়েছে সিবিএফ। তাঁকে নিয়োগের বিষয়ে সিবিএফ সভাপতি রদ্রিগেজ বলেছেন, ‘এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। তিনি দক্ষতার সঙ্গেই এ দায়িত্ব পালন করবেন বলে আমি নিশ্চিত। পেশাদার ক্যারিয়ারে তিনি সব সময় এটি করে আসছেন।’
ব্রাজিলের কোচ হওয়াকে স্বপ্ন এবং সম্মানের বলে জানিয়েছেন দিনিজ। ৪৯ বছর বয়সী কোচ বলেছেন, ‘জাতীয় দলে কাজ করা একটি স্বপ্ন, সম্মান এবং বিশাল গর্বের।’
অনেক দিন ধরেই গুঞ্জন চলছে, ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনেরও (সিবিএফ) ইচ্ছা তাঁকে কোচ নিয়োগ দেওয়ার। সিবিএফের সভাপতিসহ খেলোয়াড়েরা ইতালিয়ান কোচের সঙ্গে কাজ করার কথা সরাসরিও বলেছেন। কিন্তু নিজের মুখে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোর কোনো কথা বলেননি আনচেলত্তি।
শুধু জানিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সঙ্গে তাঁর এখনো চুক্তির মেয়াদ বাকি রয়েছে। এমন পরিস্থিতিতেই সংবাদ সংস্থা এএফপি গতকাল জানিয়েছে, ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি। ২০২৪ কোপা আমেরিকা থেকে নেইমার-ভিনিসিয়ুসদের প্রধান কোচ হবেন তিনি। সিবিএফের এক সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে এএফপি।
এএফপি জানিয়েছে, ২০২৪ সালে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কোচ আনচেলত্তির। এরপর সেই বছরের জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন তিনি।
এতে করে গুঞ্জন সত্যি হওয়ার সঙ্গে দুই পক্ষের কথাও সঠিক হচ্ছে। ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো চ্যাম্পিয়নের স্বাদ না পাওয়া ব্রাজিল বিদেশি কোচের প্রতি আস্থা রাখতে চায়। সর্বশেষ কাতার বিশ্বকাপে শেষ আটে বিদায় নেওয়ার পর এটা আরও জোরালো হয়। এবং তাদের প্রথম পছন্দ ছিল আনচেলত্তি। তাঁকে পেতে এক বছর অপেক্ষা করার কথা কিছুদিন আগে জানিয়েছিলেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। এএফপির কথা সত্যি হলে সামনে তেমনই হতে যাচ্ছে।
অন্যদিকে আনচেলত্তি বরাবরই বলে আসছিলেন লস ব্ল্যাঙ্কোসদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পরই ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি নিয়ে তিনি ভাববেন। আর তিনি তা-ই করছেন। ২০২৪ সালের জুনে তাঁর মেয়াদ শেষ হবে স্প্যানিশ ক্লাবের সঙ্গে। এরপর তিনি দায়িত্ব নিচ্ছেন ব্রাজিলের। প্রায় ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন তিনি। সর্বশেষ বিদেশি কোচ ছিলেন ফিলিপো নুনেজ। তবে ১৯৬৫ সালে এক ম্যাচের জন্য ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন এই আর্জেন্টাইন।
আনচেলত্তির আগে অবশ্য ব্রাজিলের দায়িত্ব পালন করবেন নতুন অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। গতকাল তাঁকে রামন মেনেজেসের পরিবর্তে দায়িত্ব দিয়েছে সিবিএফ। তাঁকে নিয়োগের বিষয়ে সিবিএফ সভাপতি রদ্রিগেজ বলেছেন, ‘এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। তিনি দক্ষতার সঙ্গেই এ দায়িত্ব পালন করবেন বলে আমি নিশ্চিত। পেশাদার ক্যারিয়ারে তিনি সব সময় এটি করে আসছেন।’
ব্রাজিলের কোচ হওয়াকে স্বপ্ন এবং সম্মানের বলে জানিয়েছেন দিনিজ। ৪৯ বছর বয়সী কোচ বলেছেন, ‘জাতীয় দলে কাজ করা একটি স্বপ্ন, সম্মান এবং বিশাল গর্বের।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২২ মিনিট আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৩ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে