রামোসের দলে মেসির জন্য জায়গা থাকবে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২১, ১৩: ৪৪

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়ে লম্বা সময় মুখোমুখি লড়াই করেছেন সার্জিও রামোস ও লিওনেল মেসি। তবে আগামী মৌসুম থেকে লা লিগার মঞ্চে এক সঙ্গে দেখা যাবে না এই দুই তারকাকে। রিয়াল মাদ্রিদ ছেড়ে রামোস পাড়ি জমিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। শুরুতে গুঞ্জন ছিল মেসিও বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যেতে পারেন। তবে শেষ খবর হচ্ছে, বার্সার সঙ্গে মেসির পাঁচ বছরের চুক্তির বিষয়টা অনেকটাই পাকাপাকি। সব মিলিয়ে এই দুই তারকাকে এক মঞ্চে দেখার সুযোগ অনেকটাই কমে গেল। তবে রামোস জানালেন, তাঁর দলে মেসির জন্য সব সময় একটা জায়গা থাকবে।

গত মৌসুম পর্যন্ত এল ক্ল্যাসিকোতে মেসিকে ঠেকানোই ছিল রামোসের মূল কাজ। মুখোমুখি লড়াইয়ে জয় আছে দুই পক্ষেরই। তবে রামোস আর মুখোমুখি নন, মেসির সঙ্গে খেলতে চান একই দলের হয়ে। সাবেক এই রিয়াল অধিনায়ক বলেছেন, ‘আমি সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলতে পছন্দ করি। মেসি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। আমি সব সময় বলে এসেছি, আমার দলে অবশ্যই মেসির জন্য জায়গা থাকবে।’

তবে মেসিকে না পেলেও নেইমারকে ঠিকই দলে পেয়েছেন রামোস। নেইমারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জানতে চাইলে রামোস বলেন, ‘নেইমার বার্সার হয়ে খেলেছে, আর আমি রিয়ালের হয়ে। তবে তাঁর সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। প্রতিদ্বন্দ্বিতার বছরগুলোতে আমরা একটা সম্পর্ক গড়ে তুলেছিলাম। সে আমাকে এখানে আসার জন্য উৎসাহমূলক বার্তা পাঠিয়েছে। এটা সব সময় দারুণ, যখন তারকারা আপনাকে আসার জন্য উৎসাহ দেয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত